লড়াইটাও জমাতে পারল না বাংলাদেশ
২১ জুন ২০২৪, ১১:০০ এএম | আপডেট: ২১ জুন ২০২৪, ১১:০১ এএম
স্বল্প পুঁজির সম্বল নিয়ে দরকার ছিল দ্রুত কয়েকটি উইকেট। সেটি হয়নি। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতেই কার্যত শেষ হয়ে গেছে ম্যাচ। বৃষ্টি আইনে সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে মূলত সব বিভাগেই।
১৪১ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া ইনিংসে ১১.২ ওভারের পর অ্যান্টিগায় আর খেলা শুরু হতে পারেনি। এসময় ২৮ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। সেই ব্যধানেই হেরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপর এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় হারের ধাক্কায় রান রেটে পিছিয়ে চার নম্বরে আছে বাংলাদেশ (-২.৪৭১)।
শুরুতে জীবন পেয়ে অপরাজিত পঞ্চাশে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান ওপেনার ডেভিড ওয়ার্নারের।তবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আসরে প্রথম হ্যাটট্রিক উপহার দেওয়া প্যাট কামিন্স। ২৯ রানে অভিজ্ঞ এই পেসার নিয়েছেন ৩ উইকেট।
এদিনও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ভালো সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় টাইগাররা।
দ্বিতীয় উইকেটে লিটন-শান্তর ৫৮ রানের জুটির বাইরে নিয়মিত উইকেট হারায় দল। রিশাদ হোসেনকে আনা হয়েছিল চারে। পরিকল্পনা কাজে দেয়নি।
বাকিদের হতাশার দিনে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। আগের ম্যাচগুলোতে ব্যর্থতার বৃত্তে ঘুরে থাকা শান্ত ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ বলে ৪১ রান। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৪০ রান।
টানা ব্যর্থতার মধ্যে থাকা লিটন কুমার দাস ১৬ রান করতে খেলেন ২৫ বল। টানা দ্বিতীয় ম্যাচে খালি হাতে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানও বেশি কিছু করতে পারেননি।
লিটন বলপ্রতি রান না তুললেও শান্ত খেলছিলেন বেশ ভালোই। লিটনের উইকেটের পর কমে আসে রানের গতি। এসময় ৮ ওভারে আসে কেবল ৪৬ রান। শেষ দিকে হৃদয়ের ৪০ রানের ইনিংসে ১৪০ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে এদিন হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। আগেরটি ছিল ব্রেট লির। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক এটি।
আগের ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাকে ইনসাইড এজ করার পর মেহেদি হাসানকে ডিপ থার্ডে ক্যাচ বানান কামিন্স। নিজের পরের ওভারের প্রথম বলে স্কুপ করতে যাওয়া হৃদয়কে শর্ট ফাইন লেগে ক্যাচে পরিণত করেন এই অভিজ্ঞ পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৮ (তানজিদ ০, লিটন ১৬, শান্ত ৪১, রিশাদ ২, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ২, মেহেদি ০, তাসকিন ১৩*, তানজিম ৪*; স্টার্ক ৪-০-২১-১, হেইজেলউড ৪-১-২৫-০, কামিন্স ৪-০-২৯-৩, জ্যাম্পা ৪-০-২৪-২, স্টয়নিস ২-০-২৪-১, ম্যাক্সওয়েল ২-০-১৪-১)
অস্ট্রেলিয়া: ১১.২ ওভারে ১০০/২ (ওয়ার্নার ৫৩*, হেড ৩১, মার্শ ১, ম্যাক্সওয়েল ১৪*; মেহেদি ৪-০-২২-০, তানজিম ১-০-৯-০, তাসকিন ১.২-০-২২-০, মুস্তাফিজ ২-০-২৩-০, রিশাদ ৩-০-২৩-২)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়া ২৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: প্যাট কামিন্স
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বান্দরবানে ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন