বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ এবারও ভারতে!
২২ জুন ২০২৪, ১২:২২ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২২ এএম
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজটি স্থগিত করার খবর এসেছিল গত মার্চে। তবে এবার জানা যাচ্ছে, তাদের হোম সিরিজটি আয়োজনের বন্দোবস্ত নিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলমান বিশ্বকাপের পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে তারা। আগের মতো এবারও দুই দল মুখোমুখি হবে ভারতের এক স্টেডিয়ামে। গ্রেটার নয়ডায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দল খেলবে আগামী জুলাই ও আগস্টে। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। যদিও আইসিসির এফটিপি অনুযায়ী আফগানদের সঙ্গে তিন সংস্করণেই খেলার কথা ছিল টাইগারদের। আসন্ন সিরিজের সময়ে অবশ্য টেস্টের সূচি রাখা হয়নি। এই সিরিজ দিয়েই গ্রেটার নয়ডার স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে চার বছর পর।
আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। ভারতের সংবাদমাধ্যম স্পোর্টসস্টার বলছে, জুলাইয়ের ২৫ তারিখ থেকে সিরিজটি শুরু হওয়ার সম্ভাবনা। ২৭ জুলাই দ্বিতীয় ওয়ানডের পর ২৯ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর ২ আগস্ট থেকে মাঠে গড়াতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগস্টের ৬ তারিখ কুড়ি ওভারের ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজটি। গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, সিরিজটি দুই দলের সম্মতিতে স্থগিত করা হয়েছে। অন্য কোনো সময়ে তা আয়োজনের কথা বলা হয়েছিল তখন। এফটিপিতে জুলাই মাসে থাকা সিরিজটি যথাসময়েই মাঠে গড়ানোর সম্ভাবনা। সবগুলো ম্যাচই হবে শহিদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে।
২০১৫ সালে এক চুক্তির মাধ্যমে নিজেদের ঘরের সিরিজগুলো ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর আগে হোম সিরিজ সেখানেই খেলেছে তারা। ২০১৮ সালে সিরিজটি তারা আয়োজন করেছিল ভারতের দেরাদুনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খানরা ‘হোম’ সিরিজ খেলেন গ্রেটার নয়ডায়। সবশেষ গ্রেটার নয়ডায় যদিও আফগানরা খেলেছেন ২০২০ সালে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন ফেরার পর দেশটির ক্রিকেট বোর্ড সিরিজগুলো আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতে।
এদিকে, আগামী আগস্টে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। সাদা পোশাকের সিরিজটি আয়োজিত হতে পারে রাওয়ালপিন্ডি ও মুলতানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের এই সিরিজ। পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। কিছুদিনের মাঝে জানিয়ে দেওয়া হবে চ‚ড়ান্ত সিদ্ধান্ত। মুলতান ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামকেই দুই টেস্টের ভেন্যু হিসেবে বাছাই করার প্রস্তাব রাখা হয়েছে। সবশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ গিয়েছে ২০২০ সালে। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারার পর একমাত্র টেস্টেও হেরে ফিরেছিলেন টাইগাররা। টেস্ট ক্রিকেটে এখনো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৩টি টেস্ট খেলে ড্র করতে পেরেছে মাত্র একটি ম্যাচে, হেরেছে বাকি ১২টিতে।
২০২৫ সালের ফেব্রæয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এজন্য কয়েকটি ভেন্যুতে মেরামতের কাজ চলছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। একইভাবে কাজ চলমান করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামেও। এজন্য এই দুই স্টেডিয়ামে টেস্ট সিরিজ আয়োজন করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান সফরে বাংলাদেশ সর্বশেষ টেস্টটি খেলেছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সাদা পোশাকে স্টেডিয়ামটিতে ২০২২ সালের পর আর খেলা হয়নি। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজের আরেকটি ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামেও আয়োজিত হওয়া সবশেষ টেস্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার