অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক মানেই বাংলাদেশ!
২২ জুন ২০২৪, ১২:২২ এএম | আপডেট: ২২ জুন ২০২৪, ১২:২২ এএম
১৭ বছর আগের ব্রেট লির হ্যাটট্রিকে নামগুলো ছিল- সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি। গতকাল প্যাট কামিন্সের হ্যাটট্রিকে নামগুলো- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান ও তাওহীদ হৃদয়। দুটি হ্যাটট্রিকই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে। এর মধ্যে প্রথমটি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে। সর্বশেষটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে। দুটি হ্যাটট্রিকই অস্ট্রেলিয়ার দুই পেসারের।
অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এদিন সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক এবং অস্ট্রেলিয়ার এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ারেও এটি প্রথম হ্যাটট্রিক। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন কামিন্স। এই সংস্করণে অস্ট্রেলিয়ান বোলারদের চারটি হ্যাটট্রিকের তিনটিই বাংলাদেশের বিপক্ষে।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার লি। সেটি আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেই প্রথম হ্যাটট্রিক। ১৩ বছর পর ২০২০ সালে জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। পরের বছর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন পেসার নাথান এলিস। এরপর গতকাল সেই তালিকায় নাম লেখালেন কামিন্স। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান বোলাররা প্রথম হ্যাটট্রিক পাওয়ার পর দ্বিতীয়টির দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১৩ বছর। এরপর দ্রæতই আরও দুটি হ্যাটট্রিকের দেখা পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বোলাররা।
ওয়ানডেতে হ্যাটট্রিকের সংখ্যা ৫০ ও টেস্ট ক্রিকেটে ৪৬টি হলেও কামিন্সের হ্যাটট্রিকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৯তম। তবে এই সংস্করণে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তিও আছে। রশিদ খান, লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারের দখলে এই কীর্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কামিন্সের হ্যাটট্রিকটি সপ্তম। আশ্চর্যের ব্যাপার হলো, ২০০৭ বিশ্বকাপে লির সেই হ্যাটট্রিকের পর পরবর্তী পাঁচটি বিশ্বকাপে হ্যাটট্রিক দেখা যায়নি। পরের ছয়টি হ্যাটট্রিক হয়েছে ২০২১, ২০২২ এবং এবারের বিশ্বকাপে। এর মধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে তিনটি হ্যাটট্রিক। আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে ক্যাম্ফার, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ-আফ্রিকা ইংল্যান্ড ম্যাচে কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত-শ্রীলঙ্কা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কার্তিক মেইয়াপ্পন। একই বিশ্বকাপে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে হ্যাটট্রিক রয়েছে জস লিটলের। তারপর এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক করে সেই তালিকায় নাম লেখালেন কামিন্স। নিজের ক্যারিয়ারে এমন বিরল এক মুহূর্ত বুঝতে না পারায় সাদামাটাভাবেই উদযাপন সারেন তিনি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি তুলে ধরেন হ্যাটট্রিকের সময়ের অনুভ‚তি, ‘আমার কোনো ধারণাই ছিল না, জায়ান্ট স্ক্রিনে দেখলাম। (মার্কাস) স্টয়নিসও এসে বলল। ক্রিজে থিতু হওয়া ব্যাটার (হৃদয়) ছিল স্ট্রাইকে, বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছিল। আপনি কখনও বলতে পারবেন না, (সেখান থেকে) কী হতে পারত। তাই সেটা বড় উইকেট ছিল। প্রতিপক্ষকে (অল্প রানে) আটকে রাখতে পারায় খুশি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি