ভারতের বিপক্ষেও বড় হারে বিদায়ের পথে বাংলাদেশ
২৩ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ০১:০৯ এএম
বিশ্বকাপের পরিসংখ্যানে ভারতের আধিপত্য একপেশে। তবে শেষ দুই দেখায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চেন্নাইয়ে ম্যাচটি বাংলাদেশ কিভাবে হারলো সেটা নিয়ে এখনো আফসোস করে দেশের ক্রিকেট ভক্তরা। ২০২২ সালে অ্যাডিলেডে বৃষ্টি বাধা না দিবে লিটন দাস রূপ কথা হয়তো লিখে ফেলতেন।
তবে শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবারের দেখায় কো প্রতিদ্বন্দ্বিতায় করতে পারল না টাইগাররা। ব্যাটিং-বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে ভারত দেখালো কেন তারা আসরের অন্যতম ফেভারিট। বড় জয়ে সেমি ফাইনালেও প্রায় নিশ্চিত রোহিত শর্মার দলের।
আগে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৪৬ রানে।হারের ব্যবধান ৫০ রানের।
অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষেও বড় হারে গ্রুপের তলানিতে এখন বাংলাদেশ। নাটকীয় কিছু না হলে সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষই বলা যায় টাইগারদের।
আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা এদিন দারুণ হয়েছিল।টসে জিতে বোলিংয়ে নেমে বাংলাদেশ শুরু করেছিল দুই স্পিনার দিয়ে। তবে রোহিত-কোহলির বিরুদ্ধে সে কৌশল পুরোপুরি কাজে লাগে নি। মেহেদীর কর প্রথম ওভারে ৮ রান নেওয়ার ওর সাকিব আল হাসানের ওভারে চার-ছক্কায় এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তুলেছেন ১৫ রান। দুজনে শুরু থেকে ছিলেন আগ্রাসী। তবে পাওয়াপ্লেতে সব থেকে বেশি মার খাওয়া সাকিব আল হাসনই ফেরান বিপদজনক হয়ে উঠা রোহিত শর্মাকে।ইনিংসের চতুর্থ ওভারে লফটেড শট হাকাতে গিয়ে হাওয়া বল তুলে দেন রোহিত। মিড অফে লাফিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন জাকের আলী।৩ চার ও ১ ছয়ে রোহিতের ব্যাট থেকে ১১ বলে আসে ২৩ রান।৩.৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান।
রোহিত ফেরার পর রানের প্রতি কিছুটা কমলেও কোহলি ও তিনে নামা রিষাভ পান্থ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তুলে ভারত।
৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭১ রান তুলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ব্লজরা।তখনই জোড়া ধাক্কায় বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম।নবম ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড করে ভাঙেন ২৭ বলে ৩২ রানের দ্বিতীয় উইকেট জুটি।।বড় কিছুর ইঙ্গিত দেওয়া এই ভারতীয় ব্যাটসম্যান ফিরেন ২৮ বলে ৩৭ রান করে।নেমে প্রথম বলে ছয় মারলেও পরের উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরন সূর্যকুমার।
তবে জোড়া ধাক্কার চাপে দমে না গিয়ে উল্টো আগ্রাসী ব্যাটে ভারতকে এগিয়ে নেন পান্থ।মুস্তাফিজের করা ১১ তম ওভারে এক চার ও ছয়ে তুলেছেন ১৫ রান।দ্রুত রান তুলতে থাকা এ ভারতীয় ব্যাটসম্যানকে ভারতকে ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ হোসেন।এই বাঁহাতির ব্যাট থেকে ২৪ বলে ৪ চার ও ২ ছয়ে আসে ৩৬ রান।
এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৩৪ বলে ৫৩ রানের জুটি গড়েন শিবম দুবে। ১৭.২ ওভারে দলীয় ১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শিবম দুবেকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তার আগে ২৪ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন দুবে।
তবে একপ্রান্ত আগলে রেখে বাউন্ডারি হাকিয়ে যান পান্ডেয়া।বিশেষ করে মুস্তাফিজের করা ইনিংসের শেষ ওভারে তিন চারে তুলেছেন ১৮ রান। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ২৭ বলে তিন ছক্কা আর চারটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া। তার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৩ ওভারে ৪৩ রানের খরুচে বোলিং করলেও লেগ স্পিনার রিশাদ হোসেন পেয়েছেন দুটি উইকেট।
১৯৭ রানের লক্ষ্য এমনিতেই যে-কোন মাঠেই চ্যালেঞ্জিং স্কোর।স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এত রান তাড়া করে জেতার রেকর্ডও নেই।
রান তাড়া করতে নেমে তাই শুরুর দরকার ছিল বাংলাদেশ। তবে উইকেট ধরে রাখলেও বুমরাহ-কুলদীপদের উপর কখনও হতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা; আর তাতে ক্রমাগত বেড়েছে আস্কিং রানরেট।
১০ ওভার শেষে মাত্র ২ উইকেট হারালেও বাংলাদেশ তুলতে পেরেছে কেবল ৬৭ রান।১০ বলে ১৩ রান করে ফের একবার ব্যর্থ লিটন দাস ।কুলশদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে তাওহীদ হৃদয়ও (৬ বলে ৪ রান) ফিরেছেন অল্পতেই। তানজীদ হাসান শান্তকে নিয়ে জুটি গড়লেও সেভাবেই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি।কুলদীপের বলে খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টায় এলবিডব্লিউর ফাদে পড়েন এই ওপেনার। ৩১ বল খেলে এই বাঁহাতি ব্যাট থেকে আসে মাত্র ২৯ রান।চার-ছয়ে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিবও (৭ বলে ১১ রান)।তাকেও ফিরিয়েছ কুলদীপই।অসাধারণ এক স্পেলে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট তুলে নেন এই স্পিনার।
নাজমুল হোসেন শান্ত একপ্রান্তে ঠিকে থাকলেও দরকার অনুযায়ী দ্রুত রান তুলতে পারনেনি। তার ইনিংসে হারের ব্যবধান কমেছে কেবল ৩২ বলে ১ চার আর ৩ ছক্কার ৪০ রান করে বুমরাহকে খেলতে গিয়ে সোজা আকাশে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। এরপর ৪ বলে ১ করেন ক্যাচ দিয়ে ফেরে জাকের আলিও।
এরপর নামা রিশাদ হোসেন তিন ছক্কায় বাংলাদেশ সমর্থকদের মুখে কিছুটা হাসি ফুটিয়েছেন। ১০ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৪ রান তুলে দিয়ে যান এই লোয়ার অর্ডার। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৫ বলে ১৩। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৪৬ রানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ