তবুও প্রাণ ফেরানোর তৃপ্তি উইন্ডিজের
২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৫ এএম
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান, অস্ট্রেলিয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করল ১০টি দেশ বা অঞ্চল। তবে রেকর্ডটি বদলাল না। কখনোই স্বাগতিক দল শিরোপা জেতেনি এ টুর্নামেন্টে। গতকাল ইংল্যান্ডের কাছে হারের পর যুক্তরাষ্ট্র আর গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পর নিশ্চিত হলো- এবারও অক্ষুন্ন থাকছে সে রেকর্ড। অথচ স্বাগতিক হয়েও শিরোপা জেতার খরা কাটানোর ক্ষেত্রে এবার নিশ্চিতভাবেই মূল বাজি ছিল ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে। স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো সেই ক্যারিবিয়ানদের।
উৎসবের বাদ্যি থেমে গিয়ে অ্যান্টিগায় তখন বাজছে বিদায়ের রাগিনী। গ্যালারি ভরা দর্শক মাঠ ছেড়ে যাচ্ছেন আশাভঙ্গের বেদনাকে সঙ্গী করে। দেশের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে সেমি-ফাইনালে ওঠার আগেই। ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও মন ভার। তবে হতাশার সেই আবহেও গর্বের উপকরণ খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। র্যাঙ্কিংয়ে তলানির দিক থেকে গত কিছুদিনে অনেকটা ওপরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবারের বিশ্বকাপে ক্যারিবিয়ানের দ্বীপ থেকে দ্বীপে এই দলকে ঘিরে দেখা গেছে প্রবল আগ্রহ। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এই দুটি তৃপ্তিকে সঙ্গী করে সামনে ছুটতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।
একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রথম দল ওয়েস্ট ইন্ডিজ এবার দেশের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু তা ভেস্তে গেছে নক আউট পর্বের আগেই। গ্রæপ পর্বে চার ম্যাচের সবকটি জিতলেও সুপার এইটে সেই ধারা ধরে রাখতে পারেনি তারা। ইংল্যান্ডের কাছে হারার পর সোমবার উত্তেজনাপ‚র্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিশ্চিত হয় তাদের বিদায়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও সেই ধাক্কা সামাল দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েছিলেন কাইল মেয়ার্স ও রোস্টন চেইস। কিন্তু এরপরই ভেঙে পড়ে ইনিংস। ১৩৫ রানের পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও ম্যাচ জিততে পারেনি। ম্যাচ শেষে অধিনায়ক দায় দিলেন ব্যাটিং ব্যর্থতাকেই, ‘ছেলেদেরকে কৃতিত্ব দিতে হবে, তারা শেষ পর্যন্ত লড়েছে। ব্যাটিং গ্রæপ হিসেবে এই পারফরম্যান্সকে ভুলে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। দুই দলই একই উইকেটে ব্যাট করেছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না, বিশেষ করে নতুন ব্যাটসম্যানের জন্য। মাঝের ওভারগুলোতে আমরা ঝাঁক ধরে উইকেট হারিয়েছি। টুর্নামেন্টে প্রথমবার এভাবে একসঙ্গে এতগুলো উইকেট হারালাম। এরকম হলে সবসময়ই তা ব্যাটিং দলের মেরুদÐ ভেঙে দেয়। বোলিং দারুণ ছিল। ১৩০ রানের (১৩৫) পুঁজি পাওয়ার পর মাঝবিরতিতে আমরা বলেছি, নিজেদের সবটুকু উজাড় করে দেব। যা হওয়ার, হবে। ছেলেদেরকে কৃতিত্ব দিতে হবে, তারা বিশ্বাস রেখেছে।’
সেই বিশ্বাস শেষ পর্যন্ত জয়ে প্রতিফলিত হয়নি। তবে বিশ্বকাপের ব্যর্থতায় মুষড়ে পড়ছেন না পাওয়েল। বরং গত এক বছরে পেছন ফিরে তাকিয়ে তিনি খুঁজে পাচ্ছেন প্রেরণার ছবি, ‘আমরা বিশ্বকাপ জিতিনি, সেমি-ফাইনালে উঠতে পারিনি। তবে আমার মনে হয়, বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে... গত ১২ মাস বা এরকম সময়ে যে মানের ক্রিকেট আমরা খেলেছি, তা ছিল প্রশংসনীয়। দলকে সেই কৃতিত্ব দিতে হবে। এক বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে ৯ নম্বর থেকে ৩ নম্বরে উঠে আসা মানে দুর্দান্ত ব্যাপার। আমরা বিশ্বকাপ জিতিনি, তবে অনেক উন্নতি হয়েছে। উইন্ডিজের ক্রিকেট ঘিরে ক্যারিবিয়ানে এখন আবার অনেক উত্তেজনা ফিরে এসেছে। গত এক বছরে দারুণ কিছু কাজ আমরা করতে পেরেছি।’
মাঠ থেকে মাঠে ক্যারিবিয়ান ক্রিকেট ঘিরে যে কৌত‚হল, উৎসাহ ও উৎসবের ছবি দেখা গেছে, সেটিকেও বড় প্রাপ্তি মানছেন ক্যারিবিয়ান অধিনায়ক, ‘এটা (দর্শক সমর্থন) ছিল দারুণ। যে সব ভেন্যুতে আমরা খেলেছি, সামাজিক মাধ্যমে যত লাইক এবং এই ধরনের যা কিছু আমাদেরকে লোকে উপহার দিয়েছে, দল হিসেবে আমরা এসবের প্রশংসা করি। ক্যারিবিয়ান ক্রিকেটকে ঘিরে সেই চর্চা ফিরে আসতে দেখাটা দারুণ, কারণ আমরা জানি কত আগে এটা মৃত হয়ে গিয়েছিল। এখন লোকে ওয়েস্ট ইন্ডিজ দলকে ঘিরে আগ্রহী হচ্ছে। এখন জাতীয় সঙ্গীতের সময় আমরা ক্রিকেটাররা কিছু একটা অনুভব করি। আমার মনে হয়, এটা সঠিক পথেই এগোচ্ছে।’ বিশ্বকাপ ব্যর্থতায় তাই দমে না গিয়ে প্রাপ্তিগুলোকে সঙ্গী করে ক্যারিবিয়ান ক্রিকেটকে এগিয়ে নিতে চান পাওয়েল, ‘এখন কাজ শুরু এখান থেকেই। দল হিসেবে একসঙ্গে একতাবদ্ধ থেকে, আঁটসাঁট থেকে সামনে এগিয়ে যেতে হবে আমাদের এবং আশা করি, ¯্রফে আশা করি র্যাঙ্কিংয়ে উন্নতির পালা ধরে রেখে ক্যারিবিয়ার মানুষদের গর্বিত করতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জামায়াতকে কোন ইসলামী দল বলে মনেকরিনা -আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
রুয়েটের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা
একমাত্র সঞ্জয়ই দোষী, সাজা ঘোষণা সোমবার
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়: সংস্কৃতি উপদেষ্টা
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু