বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আফগানিস্তান
২৫ জুন ২০২৪, ১১:১৬ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১১:৪২ এএম
নাভিন-উল-হকের জোড়া আঘাত নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের স্বপ্ন। রশিদ খানের বোলিং তোপে তা হয়ে গেল এলোমেলো। লিটন দাসের ব্যাটে যা একটু আশা জিইয়ে ছিল সেটুকুও শেষে বোলিংয়ে ফিরে নিভিয়ে দিলেন নাভিন। বৃষ্টি আর রোমাঞ্চের ভেলায় চড়ে নাটকীয়তার নানান বাঁক পেরিয়ে বাংলাদেশের স্বপ্ন গুড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল আফগানিস্তান।
সেমিফাইনালে যেতে ১১৬ রানের লক্ষ্য বাংলাদেশকে পূরণ করতে হতো ১২.১ ওভারে। সেটা তো হয়-ই নি, পরে বৃষ্টি আইনে লক্ষ্য নেমে আসে ১৯ ওভারে ১১৪ রানে। সেটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ। ৭ বল বাকি থাকতে ১০৫ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান। তাদের এই জয়ে বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।
আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।
আফগানদের অল্পতেই আটকে সেমিফাইনালের যে স্বপ্ন দেখছিল বাংলাদেশ তা প্রথম ওভারেই হোঁচট খায় তানজিদের বিদায়ে। এরপর নাজমুল হোসেন, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর অদ্ভুত ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। মনে হচ্ছিল সেমিফাইনালের সমীকরণ অনেকের মাথায় নেই।
লিটনের ব্যাটিং দলকে জয়ের পথে রেখেছিল বটে, কিন্তু সঙ্গী পাননি তিনি। আর কেউ ১৫ রানও করতে পারেননি। রানে ফেরার ম্যাচে স্লো পিচে ৪৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। তবে দল বাজেভাবে হেরে যাওয়য়ার তার এই লড়াকু ইনিংস হয়ত মনে রাখবেন না কেউ।
বাংলাদেশের ধ্বসে পড়ার বিপরীতে চাপ সামলে শেষ পর্যন্ত লড়ে গেছে আফগানিস্তান। দিন শেষে তার পুরস্কারও পেয়েছে তারা।
১০ বলে যখন ১০ রান দরকার তখন নাভিনকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন লিটন। নাভিন ক্যাচটি নিতে পারেননি। তাসকিন আউট হন নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে। এরপর আবার খেলা বন্ধ বৃষ্টির বাধায়। বাংলাদেশ তখন ৩ রানে পিছিয়ে। উইকেট না পড়লে থাকত এগিয়ে।
ফিরে এসে মুস্তাফিজুর রহমানকে এলবিডব্লিউ করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন নাভিন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে নাভিনই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
অথচ বাংলাদেশের বোলাররা ঠিকই স্বপ্ন জিইয়ে রেখেছিলেন। আফগান ইনিংসে ৬৬টিই করেন ডট বল। ১৯তম ওভারে মুমস্তাফিজ দেন ১ রান। প্রথম ২৩ বলে স্রেফ ৬ রান দেওয়া তাসকিন নিজের শেষ বলে হজম করেন ছক্কা। এরপরও ৪ ওভারে স্রেফ ১২ রান দিয়ে ১ উইকেট নেন এই পেসার, যেখানে ১৯টিই ছিল ডট।
তবে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সফলতম বোলার রিশাদ। উইকেট না পেলেও ৪ ওভারে কেবল ১৯ রান দেন সাকিব। খরুচে ছিলেন তানজিম। এই তরুণ এদিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
করিম জানাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৪ বলে ২২ রান যোগ করেন রশিদ খান। আফগান অধিনায়ক ৩ ছক্কায় করেন ১০ বলে ১৯ রান। তার এই ক্যামিওতেই মূলত একশ পেরোয় আফগানিস্তান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন আফগানরা। মন্থর ব্যাটিংয়ে ১৮ রান করতে ২৯ বল খেলেন ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। তার ইনিংসের স্ট্রাইক রেট ৭৮.১৮, বিশ্বকাপে কমপক্ষে ৪০ রানের ইনিংসগুলোর মধ্যে যা মন্থরতম।
পরিসংখ্যান বলছে কিংস্টনের এই মাঠে এখন পর্যন্ত হওয়া বিশ্বকাপের চার ম্যাচের সবকটিতেই জিতেছে প্রথমে ব্যাটিং করা দল।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নবি ১, জানাত ৭*, রশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)
বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৪-০-, ফারুকি ৩.৫-০-২৬-৪, নবি ২-০-১৫-০, রশিদ ৪-০-২৩-৪, নুর ৪-০-১৩-০, নাইব ২-০-৫-১)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আফগানিস্তান ৮ রানে জয়ী
ম্যাচসেরা: নাভিন-উল-হক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে - ডা: শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়- মোস্তফা সরয়ার ফারুকী
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু
ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি
শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ