স্মিথ-ম্যাক্সওয়েল ঝড়ে রেকর্ড গড়ে মেজর লিগে চ্যাম্পিয়ন ওয়াশিংটন
২৯ জুলাই ২০২৪, ১০:০৩ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১০:২৬ এএম
ব্যাট হাতে ঝড় তুললেন স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ড পুঁজি নিয়ে পরে বল হাতে আলো ছড়ালেন মার্কো ইয়েনসেন, অ্যান্ড্রু টাই, রাচিন রবীন্দ্ররা। প্রথমবার ফাইনালে উঠেই সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে উড়িয়ে মেজর লিগ ক্রিকেটে শিরোপা জিতে নিল ওয়াশিংটন ফ্রিডমস।
যুক্তরাষ্ট্রে ডলাসে বাংলাদেশ সময় সোমবার সকালের ইউনিকর্নসকে ৯৬ রানে হারিয়ে মুকুট জিতে নেয় ওয়াশিংটন। ২০৮ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় ১৬ ওভারে স্রেফ ১১১ রানে গুটিয়ে যায় সান ফ্রান্সিকো।
৫২ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ অব দা ফাইনাল স্মিথ।
মেজর লিগ ক্রিকেটের এটি দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইয়র্ক। ছয় দলের এই প্রতিযোগিতায় এবার চারে থেকে আসর শেষ করেছে তারা। বাংলাদেশের সাকিব আল হাসানের খেলা লস অ্যাঞ্জেলস সাইট রাইডার্স পাঁচে থেকে আসর শেষ করে।
ডলাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে এদিন রান তাড়ায় বড় কোনো জুটিই গড়তে পারেনি সান ফ্রান্সিসকো। তৃতীয় ওভারে জ্যাক ফেজার-ম্যাকার্ককে হারিয়ে শুরু, এরপর নিয়মিতভাবে উইকেট হারায় তারা। তাদের ছয় ব্যাটার দুই অঙ্গে পৌঁছালেও ২০ স্পর্শ করতে পেরেছেন কেবল দশ নম্বর ব্যাটার কার্মি লে রক্স (১০ বলে ২০*)। ঝড় তুলতে পারেননি অ্যালেন ফিন (১৩ বলে ১৩), জশ ইংলিশ (১১ বলে ১৮), ফেরফান রাদারফোর্ড (৯ বলে ৪), কোরি অ্যান্ডারসন (২ বলে ০), প্যাট কামিন্সরা (৭ বলে ১৩)।
ওয়াশিংটনের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। ৪ ওভারে ২৩ রানে ৩টি শিকার ধরেন রবীন্দ্র। টপ অর্ডারে আঘাত হানান ইয়ানসেন ২৮ রানে নেন ৩ উইকেট। ১২ রানে দুটি শিকার ধরেন টাই।
টস হেরে বল বেছে নিয়ে শুরুটা ভালোই করেছিল সান ফ্রান্সিকো। দ্বতীয় ওভারেই জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেডকে ফেরান প্যাট কামিন্স। পাওয়ার প্লের মধ্যে ফেরেন আন্দ্রিস গুসও। তবে অন্য প্রান্তে শুরুতে লড়াই চালিয়ে যান ওপেনার স্মিথ। শুরুতে টাইমিং পেতে লড়াই করলেও কিংবদন্তি ব্যাটারদের মতো পরে ঠিকই জাত চেনান তিনি। ১৭তম ওভারে আউট হওয়ার আগে খেলেন ৫২ বলে ৭টি চার ও ৬ ছক্কায় ৮৮ রানের ইনিংস।
উইকেটের পিছনে কামিন্সের শিকার হওয়ার আগে চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েলকে নিয়ে ৩৯ বলে ৮৩ রানের জুটি গড়েন স্মিথ। ম্যাক্সওয়েল খেলেছেন ম্যাক্সওয়েলীয় ইনিংস। ২২ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪০ রান আসে তার ব্যাট থেকে। মুক্তার আহমেদ ৯ বলে ১৯ ও ওবাস পিয়েনার ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট নিয়ে সান ফ্রান্সিসকোর সেরা বোলার কামিন্স। বাকি বোলাররা রান বিলিয়েছেন ওভারপ্রতি দশের উপরে।
এদিন ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন সৌরভ নেত্রভালকার। ৭ ইনিংসে ১৩.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রেই এই বাঁ-হাতি অভিজ্ঞ পেসারই টুর্নামেন্টের সেরা বোলার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেটও ওয়াশিংটনের স্পিনার রবীন্দ্রর।
আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাফ দু প্লেসি। টেক্সাস সুপার কিংসের হয়ে ৮ ইনিংসে ৫২.৫০ গড়ে ৪২০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই অিভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৬ রান করেছেন চ্যাম্পিয়ন দলের হেড। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও জিতে নিয়েছেন এই মারকুটে অস্ট্রেলিয়ান ব্যাটার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি