পাকিস্তানের বাইরে ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট অনুমোদন
০৬ আগস্ট ২০২৪, ১২:২৯ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:২৯ এএম
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যাবে কি না, তা নিশ্চিত নয় এখনো। পাকিস্তানের বাইরে ভারতের ম্যাচগুলো হলে কোথায় হবে, চ‚ড়ান্ত করা হয়নি তা-ও। তবে বিকল্প ব্যবস্থার কথা মাথায় রেখেই ২০২৫ সালের টুর্নামেন্টটির জন্য খসড়া বাজেট অনুমোদন করেছে আইসিসি। স¤প্রতি কলম্বোয় অনুষ্ঠিত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড মিটিংয়ে এই অনুমোদন দেওয়া হয়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তানের বাইরে কয়েকটি ম্যাচ আয়োজন করা লাগতে পারে এমনটি ভেবেই প্রায় ৬৫ মিলিয়ন (৬ কোটি ৫০ লাখ) ডলার বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৯ ফেব্রæয়ারি থেকে ৯ মার্চের মধ্যে পাকিস্তানে ৫০ ওভারের আট দলের এ টুর্নামেন্ট হওয়ার কথা। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে ভারত খেলবে কি না, সে প্রশ্ন বেশ আগে থেকেই উঠেছে। আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি সিইসির বাজেট অনুমোদনের সংযুক্তিতে বলা হয়েছে, ‘পিসিবি আয়োজক সমঝোতায় স্বাক্ষর করেছে। ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে ইভেন্টের বাজেটের খসড়াও করেছে, যেটি এফঅ্যান্ডসিএ (ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স) কমিটির কাছে পাঠিয়েছে। প্রয়োজন পড়লে পাকিস্তানের বাইরে যাতে ম্যাচ আয়োজন করা যায়, সেটির জন্য আনুমানিক বাড়তি একটি খরচও ম্যানেজমেন্ট অনুমোদন করেছে।’
৬৫ মিলিয়ন বা ৬ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে টুর্নামেন্টটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলার। ২ কোটি ডলার খরচ হবে প্রাইজমানিতে। ১ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে টেলিভিশন ব্রডকাস্টিংয়ের জন্য। অবশ্য পাকিস্তানের বাইরে কোথায় ম্যাচগুলো হতে পারে, সে ব্যাপারে আইসিসির এ সভায় কোনো আলোচনা হয়নি। শুধু সংযুক্তিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের মার্চে পাকিস্তানের প্রস্তাবিত ভেন্যুগুলোতে পরিকল্পনা সভা ও পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুযোগ-সুবিধা বাড়াতে তিনটি ভেন্যুতেই তাৎপর্যপূর্ণ পরিমাণের সংস্কারকাজ চলছে।’
২০১৭ সালের পর প্রথমবারের মতো হতে যাওয়া এ টুর্নামেন্টের খসড়া সূচি অনুযায়ী, লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। ২০ ফেব্রæয়ারি ভারতের সঙ্গে প্রথম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। এমনিতে ভারতের সব কটি ম্যাচই হওয়ার কথা লাহোরে। গ্রæপ ‘এ’-তে বাংলাদেশ ও ভারত ছাড়াও থাকবে ভারত ও পাকিস্তান। গ্রæপ ‘বি’-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টিসিবি কার্ডের পরির্বতে এখন 'স্মার্ট ফ্যামিলি কার্ড' কাপ্তাইয়ে বিতরণ শুরু
সালথায় হামলা চালিয়ে প্রতিপক্ষের বসতঘর ভাংচুর-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২
অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু
পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমনের বাড়িতে ইটভাটা মালিকদের অবস্থান : থানায় অভিযোগ
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র
জুলাই বিপ্লবে আহত ১৮ ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা করেছে বিজিবি
দারফুরের সউদী হাসপাতালে চিকিৎসকদের সাহসিকতা ও বেঁচে থাকার লড়াই
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের নাম আসলেই গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা আসে : ফরহাদ হোসেন আজাদ
বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের
টাঙ্গাইলের ভুয়াপুরে হাত-মুখ বেঁধে সাবেক ইউপি সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি
ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত
শেখ হাসিনা ভারতে গিয়েও ষড়যন্ত্র করছে - হাসান সরকার
গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
আ.লীগ নেতা শিশিরকে কারাগারে প্রেরণ
বরিশালে জেলা ও মহানগর বিএনপি শহিদ জিয়ার জন্মবার্ষিকী পালন করল
চবিতে স্টুডেন্ট এসোসিয়েশন অব ছাগলনাইয়ার কমিটি গঠন
যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর নিরাপত্তাসহ তিন মন্ত্রীর পদত্যাগ
পাক স্পিনারদের তোপে আড়াই দিনেই ধরাশায়ী উইন্ডিজ