‘এ’ দলের পাকিস্তান সফরের সংশোধিত সূচি প্রকাশ
০৭ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৮:২৯ পিএম
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজের জন্য আগামী ১০ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ’ দল।
৬ অগাস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও, দেশের অস্থির পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সফর বিলম্বিত হয়।
সফরে পাকিস্তান শাহিনস নামে পাকিস্তান এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এ’দল।
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩-১৬ অগাস্ট প্রথম এবং ২০-২৩ অগাস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে- ২৬, ২৮ এবং ৩০ অগাস্ট অনুষ্ঠিত হবে। চার দিনের এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে ।
দ্বৈবক্রমে এ’ দলের সঙ্গে প্রায় একই সময়ে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। সফরের টেস্ট সিরিজের জন্য ১৭ অগাস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্টথেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ অগাস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এদিকে, দেশে সহিংস অস্থিরতার পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস বলেন, ‘মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। আমরা আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের এমন পরিস্থিতে অনুশীলন শুরু করা উদ্বেগজনক ছিল। দেশের এমন পরিস্থিতিতে কারণে আমাদের সুযোগ-সুবিধার বিষয়ে চিন্তিত ছিলাম আমরা। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারেনি। আজ আমরা এসে দেখলাম, প্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুত করে রেখেছে। আমরা অনুশীলন শুরু করেছি। আশা করছি, আগামীকাল জাতীয় দল অনুশীলন শুরু করতে পারবে।’
নাফিস আরও বলেন, ‘পহেলা অগাস্ট থেকেই প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন তারা। আমরা অনুশীলন শুরু করলেই, যোগ দেবেন তারা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া