আত্মহত্যা করেছেন থর্প
১৩ আগস্ট ২০২৪, ০৭:২৩ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ০৭:৩৬ এএম
দীর্ঘদিন ধরে ভুগছিলেন মানসিক সমস্যায়। আগেও চেষ্টা করেছিলেন আত্মহননের। শেষ পর্যন্ত সেই পথেই মৃত্যু হয়েছে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও কোচ গ্রাহাম থর্পের।
ইংল্যান্ডের সাবেক এই সহকারী কোচের আত্মহত্যার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে তার পরিবার। গত ৫ অগাস্ট ৫৫ বছর বয়সী থর্পের মৃত্যুর বিষয়টি জানানো হয়। কিন্তু সেই সময় মৃত্যুর কারণ জানানো হয়নি।
দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আমান্ডা ও বড় মেয়ে কিটি।
‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসত এবং যাদের সে ভালোবাসত, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’
১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেন থর্প। তার সময়ে সেরা ব্যাটসম্যানদের একজন চিলেন থর্প। ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। এছাড়া ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৮২টি ম্যাচ খেলেন তিনি।
২০১০ সালে ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব নেন থর্প। পরে ক্রিস সিলভারউডের কোচিংয়ে সহকারীর দায়িত্বও পালন করেন তিনি। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়েও ছিলেন কোচিং স্টাফে।
২০২১-২২ মৌসুমে ইংল্যান্ডের ভরাডুবির পর চাকরিচ্যুত হন থর্প। পরে অবশ্য ২০২২ সালের মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু এর দুই মাস পরই আত্মহত্যার চেষ্টা করেন থর্প। তখন ‘গুরুতর অসুস্থতাকে’ কারণ দেখিয়ে আফগানদের দায়িত্ব ছেড়ে দেন।
থর্পের স্ত্রী বলেন, ‘কয়েক বছর ধরেই গ্রাহাম বিষণ্নতা ও দুশ্চিন্তায় ভুগছিল। ২০২২ সালের মে মাসে সে আত্মহত্যার জোরালো চেষ্টা চালায়। এরপর তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কক্ষ) লম্বা সময় থাকতে হয়।
থর্পের এভাবে চলে যাওয়া মানতে পারছেন না বড় মেয়ে ২২ বছর বয়সী কিটি, ‘আমরা এটা নিয়ে কথা বলতে লজ্জা পাই না। এটিকে লুকানোর কিছু নেই, লজ্জারও কিছু নেই। আমরা আগে তাকে সাহায্য করছিলাম যাতে সে ঠিক হয়, তাকে রক্ষা করতে চেয়েছিলাম। এ কারণে আমরা কিছু বলিনি।’
গ্রাহামের নামে এখন একটি ফাউন্ডেশন তৈরির কথা ভাবছে তাঁর পরিবার। কিটি বলেন, ‘এখন এ খবর জানানোর সময়, সেটি যতই বীভৎস হোক না কেন। আমরা কথা বলার মতো পর্যায়ে যেতে চেয়েছি এবং এটি জানানোর অবস্থায় যেতে চেয়েছি। এখন সচেতনতা বাড়াতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে আলেমদের-অবদানের স্বীকৃতি দিতে হবে -মুহিব্বুল্লাহ বাবুনগরী
কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুর মেডিকেলের ওয়ার্ড বয়দের অনৈতিক আবদার না মেটানোয়ে চিকিৎসায় দেরি অতঃপর রোগীর মৃত্যু
জিয়াউর রহমান চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন ঃ রিজভী
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মদিনে চরাঞ্চলের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিল যুবদল
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩