রিজওয়ানে পিষ্ট বাংলাদেশ
২৩ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ১২ ও জাকির হাসান ১১ রান নিয়ে ক্রিজে রয়েছেন। সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় দিন তৃতীয় সেশনের মাঝামাঝি সময়ে ৬ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। স্বাগতিকদের লক্ষ্য ছিল শেষ বিকালে বাংলাদেশের কিছু উইকেট নিয়ে তাদের ওপর চাপ বাড়ানোর। কিন্তু সাদমান ইসলাম ও জাকির হাসান ছিলেন অপ্রতিরোধ্য। কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের প্রত্যাশা মাটি করে দিয়েছে বাংলাদেশ। নির্বিঘেœ তারা দুজনে ক্রিজে থেকে দিনের খেলা শেষ করেছেন। ১২ ওভারে ২৭ রান করেছে বাংলাদেশ।
এরআগে গতকাল ৪ উইকেটে ১৫৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শান মাসুদের দল। আগের দিন সাইম আইয়ুবকে নিয়ে সৌদ শাকিল প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দ্বিতীয় দিন মোহাম্মদ রিজওয়ান ও শাকিল মিলে গড়ে তোলেন রানের পাহাড়। পঞ্চম উইকেট জুটি বাংলাদেশের ওপর কর্তৃত্ব অব্যাহত রাখে। দ্বিতীয় সেশনে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন শাকিল-রিজওয়ান। রিজওয়ানের সেঞ্চুরির পর শাকিলও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের জুটিতে বড় স্কোরের দিকে ছুটেছে স্বাগতিক দল। ২৪০ রানের জুটিতে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ১৪১ রান করে আউট হন সৌদ শাকিল। লাঞ্চ বিরতির পরই মোহাম্মদ রিজওয়ানকে ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে স্কুপ করেছিলেন রিজওয়ান। লেগসাইডে বল গ্লাভসেও নিয়েছিলেন লিটন। কিন্তু দুর্ভাগ্য সেটা বেশিক্ষণ রাখতে পারেননি। তখন ৮৯ রানে ব্যাট করছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। সেই রিজওয়ানই তার পর তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
পরে আরও দুটি উইকেট হারালেও ৪৪৭ রানের বড় সংগ্রহের পর প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। তৃতীয় সেশনে ১৫ ওভার খেলা হয়েছে। রিজওয়ানের ব্যাটে ডাবল সেঞ্চুরির আশা করছিলেন সমর্থকরা। কিন্তু হুট করে শান মাসুদ কোচ গিলেস্পির সঙ্গে কথা বলে ইনিংস ঘোষণা করে দেন। রিজওয়ান অপরাজিত ছিলেন ১৭১ রানে। তার ২৪৯ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছয়। অন্য প্রান্তে ২৮ রানে খেলছিলেন শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের বোলাররা ছিলেন বিবর্ণ। সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। দ্বিতীয় দিন দুটি উইকেট ভাগাভাগি করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা সর্বোচ্চ ১০৫ রান দেন ১৯ ওভার বল করে। সাকিব আল হাসান ২৭ ওভার বল করে ১০০ রান দিয়ে তুলে নিয়েছেন এক উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
যান চলাচলে বালিগাঁও সেতু উন্মুক্ত
ধামরাইয়ে সেতু ও কালভার্ট নির্মাণকাজ শুরু
জিয়াউর রহমানের নাম আসলেই গণতন্ত্র ও বাকস্বাধীনতার কথা আসে-ফরহাদ -হোসেন আজাদ
বিএনপিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না -শামসুজ্জামান দুদু
দুই জেলায় নারীসহ ৩ জনকে হত্যা