রাওয়ালপিন্ডি ১ম টেস্ট

ভালই জবাব দিচ্ছে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের পাহাড়সম রানের ভালই জবাব দিচ্ছে বাংলাদেশ। চার ফিফটিতে সমানে সমান লড়াই করছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করে দিন পার করেছে বাংলাদেশ। ফলে এখনও ১৩২ রানে পিছিয়ে টাইগাররা। মুশফিকুর রহিম ৫৫ আর লিটন দাস ৫২ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩৪৮ রানের জবাবে গতকাল বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দলীয় ৩১ ও ৫৩ রানে জাকির হাসান ও শান্ত আউট হন। মুমিনুল ও সাদমান দাঁড়িয়ে যান। ৯৪ রানের জুটিতে পাকিস্তানকে শাসন করতে থাকেন তারা। মুমিনুল ৫০ রান করে খুররাম শাহজাদের কাছে বোল্ড হন। মুশফিককে নিয়ে সাদমান স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন। কিন্তু ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫২ রানের জুটি ভেঙে যায় মোহাম্মদ আলীর বলে সাদমান বোল্ড হলে। ৯৩ রানে থামেন তিনি। চা বিরতির পর মাঠে নেমে সাকিব আল হাসান ব্যর্থ হন। ১৫ রান করে আউট হন তিনি শান মাসুদকে সহজ ক্যাচ দিয়ে। তারপর লিটন ও মুশফিক ধীরে ধীরে সেট হয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন। শেষ বিকালে তারা মারকুটে ছিলেন। পাকিস্তানি বোলারদের সামনে তারা প্রতিরোধের দেয়াল গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন। তৃতীয় দিনের শুরুটাও সতর্কভাবে করেছিল বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন। কিন্তু দিনের পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন নাসিম শাহ। জাকির হাসানকে রিজওয়ানের গ্লাভসবন্দি করান তিনি। তাতে ৫৮ বলে ১২ রানে ফিরেছেন জাকির। দলীয় ৩১ রানে জাকিরের আউটে শুরুর জুটি ভাঙার পর প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন শান্ত-সাদমান। তাদের ব্যাটেই স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে। কিন্তু ২৭তম ওভারে খুররাম শেহজাদের দারুণ ডেলিভারিতে সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল শান্ত। খুররামের গুড লেংথের ডেলিভারি অনেক ভেতরে ঢুকে পড়ে। নাজমুল ডিফেন্ড করতে গেলেও তাতে লাইন মিস করেন। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্টাম্পে বোল্ড হয়ে শান্ত ৪২ বলে ১৬ রানে ফিরেছেন। তৃতীয় উইকেটে পঞ্চাশ ছাড়ানো জুটি উপহার দিয়েছেন সাদমান-মুমিনুল। লাঞ্চ বিরতির আগে এই জুটিতে তারা যোগ করেছেন ৮১ রান। প্রথম সেশনের শেষ বলটিতে চার মেরে ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন সাদমান। তাতে ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে ফিফটির দেখা পেলেন বাঁহাতি ওপেনার। প্রথম সেশনটা বাংলাদেশের করে নিতে সাদমান ইসলামের সঙ্গে অবদান ছিল মুমিনুল হকের। দারুণ জুটিতে প্রতিরোধও গড়েন তারা। বিরতির পর ১৯তম ফিফটি তুলে নেন মুমিনুল। কিন্তু ফিফটির পর বেশিদূর যেতে পারেননি। শান্তর মতো একইরকম ভেতরে ঢুকে পড়া ডেলিভারিতে মুমিনুলকে বোল্ড করেন খুররাম শাহজাদ। তাতে ভেঙেছে ৯৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুমিনুল ৭৬ বলে ৫০ রানে আউট হয়েছেন। তাতে ছিল ৫টি চারের মার। ৫৪তম ওভারে সাদমানের বিপক্ষে পাকিস্তানের এলবিডাব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। সাদমান অবশ্য আত্মবিশ্বাসী ছিলেন। রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্প মিস করেছে। ফলে রিভিউতে বেঁচে যান তিনি। তখন সাদমান ৫৭ রানে ব্যাট করছিলেন। সাদমান-মুমিনুলের ৯৪ রানের জুটি ভাঙার পর মুশফিককে নিয়ে আরেকটি জুটি গড়েছিলেন সাদমান। ধীরে ধীরে সেঞ্চুরির কাছেও পৌঁছে যাচ্ছিলেন। চায়ের বিরতিতে যাওয়ার আগে তার স্কোর ছিল ৯৩। ঠিক দ্বিতীয় সেশনের শেষ বলেই কপাল পোড়ে তার। শান্ত- মুমিনুলের মতো একই রকম ভেতরে ঢুকে পড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর ডেলিভারিতে বোল্ড হন তিনি। তাতে প্রথম সেশন দারুণভাবে কাটানো দুই ব্যাটারের বিদায় ঘটলো এই সেশনের শুরু আর শেষ দিকে। মাঝে অবশ্য সাদমানেরই আধিপত্য ছিল। শেষ পর্যন্ত ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন সাদমান। ১৮৩ বল খেলে আউট হয়েছেন ৯৩ রানে। তাতে ছিল ১২টি চার। সাদমানের বিদায়ে ভেঙেছে ৫২ রানের জুটি। সাদমান সাজঘরে ফেরার পর ভালো কিছু করে দেখাতে পারেনি সাকিব আল হাসান। মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশের হয়ে পাকিস্তানে ভালো কিছু করে সেই বাজে সময়ে কিছুটা স্বস্তি ফেরাতে পারতেন। কিন্তু পারলেন না। সাইম আইয়ুব বল হাতে নিয়েই তাকে প্যাভিলিয়নের পথ দেখালেন। মাত্র ১৬ বলে ১৫ রান করে থামেন এই অলরাউন্ডার। সাকিব ফেরার পর ক্রিজে বাংলাদেশের আস্থার প্রতীক হয়ে রান তুলছেন মুশফিকুর রহিম। তৃতীয় দিন শেষ সেশনে ৮৭তম ওভারে শাহীন আফ্রিদিকে চার মেরে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ১০৫ বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটি করেন এই ব্যাটার। তার সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস। দুজনের জুটিতে প্রতিরোধ গড়েছে সফরকারীরা।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
টিভিতে দেখুন
অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা
বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে মুগ্ধর চমক
আরও

আরও পড়ুন

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী