সত্যিই কি আক্ষেপ আছে মুশফিকের!সত্যিই কি আক্ষেপ আছে মুশফিকের!

Daily Inqilab ইমরান মাহমুদ

২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম

এগারো বছরেও বদলাননি এতটুকু। সেই একই সততা, পরিশ্রম, নিবেদন, একাগ্রতা ও শৈল্পিকতার নিদর্শণ অটুট আজও। সেই দিন তার হাত ধরেই নতুন এক সূর্যই উদিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। ২০১৩ সালের ১১ মার্চ টেস্ট ক্রিকেট বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে সেদিনই প্রথমবার ডাবল সেঞ্চুরি করতে দেখেছিল। আর ঐতিহাসিক সেই ইনিংসটা এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। তবে মুশফিক নন, গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনটা ‘প্রথম’ হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৮৯ রান নিয়ে চতুর্থ দিনটা শুরু করা আশরাফুল আর মাত্র ১ রান যোগ করেই ফিরে যান। আর তাতেই ইতিহাস গড়ার সুযোগ পেয়ে যান ১৫২ রান নিয়ে দিন শুরু করা মুশফিকুর। সেদিন ঠিক ২০০ রান করেই নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লু হয়েছিলেন মুশফিক।
১১ বছর পর রাওয়ালপিন্ডিতে গতকাল সেই মুশফিক গলের সেই দিনটার স্মৃতি ফেরালেন। না, এদিন ডাবল সেঞ্চুরি পাননি মুশফিক। সম্ভাবনা জাগিয়েও যে ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তর্কযোগ্যভাবে বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন অসাধারণ এক ইনিংস খেলা মুশফিক। মুশফিক ফিরিয়েছেন আশরাফুলের স্মৃতিই। আশরাফুলের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যে ১৯০ এর ঘরে আউট হলেন মুশফিক।
২০১৩ সালের আশরাফুলের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের ১৯০ ছোঁয়া মানেই যে ছিল ডাবল সেঞ্চুরির নিশ্চয়তা। মুশফিক নিজেই তিনবার ডাবল সেঞ্চুরি পেয়েছেন। এ ছাড়া সাকিব আল হাসান ও তামিম ইকবালও পেয়েছেন ডাবল সেঞ্চুরি। আজ ‘২০০’ পেয়ে গেলে সেটি হতো টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি।
রাওয়ালপিন্ডিতে দিনের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন মুশফিক। দলীয় ৫৯ রানেই মোহাম্মদ আলীর জোরালো আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচেন তিনি। রিপ্লেতে দেখা যায় স্টাম্প মিস করছে বল। এর কিছুক্ষণ পর হারান লিটন দাসের সঙ্গ। যার সঙ্গে শতরানের জুটি গড়েন এই ব্যাটার। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়ার পথে তুলে নেন নিজের একাদশ সেঞ্চুরি। ২০০ বলে স্পর্শ করা এই ব্যাটার থেমে যাননি। দারুণ সব শটে এগিয়ে যেতে থাকেন কাক্সিক্ষত দ্বিশতকের দিকে।
মাঝে নিজের রান যখন ১৫০ তখন সালমান আলী আগার বলে লেগ সিøপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে বাবর আজমের ব্যর্থতায় বেঁচে যান। তবে ব্যক্তিগত ১৯১ রানে অনেকটা লিটন দাসের আউটের আদলে মোহাম্মদ আলীর এক্সট্রা বাউন্সে কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৩৪১ বলে ২২টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। একই সঙ্গে ভাঙে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি। সপ্তম উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে ২০১০ সালে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান হ্যামিল্টনে সপ্তম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন ১৪৫ রানের জুটি।
‘২০০’ পেয়ে গেলে টেস্ট ইতিহাসের ২৮তম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন মুশফিক। সেটি না হয়ে এখন ১৯০- এর ঘরে আউট হওয়া ৬৫তম ব্যাটসম্যান হয়ে গেলেন মুশফিক। টেস্টে ১৯০- এর ঘরে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান তিনবার ফিরেছেন ১৯০ রানের ঘরে। ওই তিনবার সুযোগ না হারালে টেস্টে সাতটি ডাবল সেঞ্চুরি থাকতে পারত ইউসুফের। টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান ১২টি ডাবল সেঞ্চুরি পেয়েছেন। তাতে তামিম ইকবালের (১৫১৯২) পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫ হাজার আন্তর্জাতিক রান সংগ্রাহক বনে গেছেন মুশফিক (১৫০৩৮)।
টেস্টে বাংলাদেশ এক ইনিংসে ৫০০ রান তুলেছে, আর সেই ইনিংসে মুশফিক বড় ইনিংস খেলেননি, এমনটা হয়েছে খুব কমই। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও আরও একবার হাসল মুশফিকের ব্যাট। টেস্টে ১২ বারের মতো এক ইনিংসে ৫০০ বা এর চেয়ে বেশি রান তুলেছে বাংলাদেশ। মুশফিকের আগের তিনটি ডাবল সেঞ্চুরিতেও ৫০০ বা এর চেয়ে বেশি রান তুলেছিল বাংলাদেশ। ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি না পাওয়ায় এদিনের ইনিংসটি নিয়ে মুশফিকের আক্ষেপ থাকতে পারে। তবে সব মিলিয়ে ৫০০ ছাড়ানো ইনিংসের নিজের অবদান দেখে মুশফিক কিছুটা সান্ত্বনা নিতেই পারেন। ৫০০ বা এর চেয়ে বেশি রান তোলা ইনিংসে মুশফিকের ৩টি ডাবল সেঞ্চুরির সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। এর মধ্যে একটি ১৫৯ রানের ইনিংস, অন্যটি গতকাল ১৯১ রানের। ফিফটি আছে ৩টি, যার মধ্যে ৯২ রানের ইনিংসও আছে। ব্যর্থ যে হননি, তা-ও নয়। এই ১২ ইনিংসে মধ্যে মুশফিক একবার আউট হয়েছেন শূন্য রানে, দুইবার ২০ রানের কমে!
মুশফিকের সব কটি বড় ইনিংসে একটি বিষয় স্পষ্ট। তিনি নিজে খেলেন, অন্যকেও খেলার সুযোগ দেন। পরিসংখ্যান বলছে, মুশফিকের খেলা বড় ইনিংসগুলোর দিনে অন্য ব্যাটসম্যানদেরও যোগ্য সঙ্গ দিয়েছেন তিনি। তাঁদের অনেকেও খেলেছেন বড় ইনিংস। সাকিবের ডাবল সেঞ্চুরি থেকে আশরাফুলের ১৯১- এসব ইনিংসই এসেছে মুশফিকের জ্বলে ওঠার দিনে। মুশফিকের বড় ইনিংস তার জন্য ও দলের জন্য ভালো তো বটেই, অন্য ব্যাটসম্যানদের জন্য ভালো, এমনটা তো বলাই যায়।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত
রান ব্যাটসম্যান প্রতিপক্ষ ভেন্যু সাল২১৯* মুশফিকুর রহিম জিম্বাবুয়ে মিরপুর ২০১৮২১৭ সাকিব আল হাসান নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭২০৬ তামিম ইকবাল পাকিস্তান খুলনা ২০১৫২০৩* মুশফিকুর রহিম জিম্বাবুয়ে মিরপুর ২০২০২০০ মুশফিকুর রহিম শ্রীলঙ্কা গল ২০১৩১৯১ মুশফিকুর রহিম পাকিস্তান রাওয়ালপিন্ডি ২০২৪১৯০ মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কা গল ২০১৩


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
টিভিতে দেখুন
অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা
বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে মুগ্ধর চমক
আরও

আরও পড়ুন

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী