সাকিব-তামিমকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক
২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
কিছুদিন আগেও বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সমীহ পেত পঞ্চপা-বের কল্যাণে। তবে কালের বিবর্তনে মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিলে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল তিন খেলোয়াড়। এই তিনজনের মিল আরও আছে। তিন বছরের মধ্যে বাংলাদেশ দল তথা আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব তাঁদের। ২০০৫ সালে মুশফিকুর, পরের বছর ২০০৬ সালে সাকিব আর তার পরের বছর অর্থাৎ ২০০৭ সালে সাকিব আসেন বাংলাদেশ দলে।
মুশফিক, সাকিব ও তামিমের মিলের শেষ এখানেই নয়। তিনজনের ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই একটা লড়াই চলে আসছে- আন্তর্জাতিক ক্রিকেটে রানে কে কাকে ছাড়িয়ে যাবেন। প্রীতির ছায়ায় সে লড়াই করতে করতে আন্তর্জাতিক ক্রিকেটে এখন তারা তিনজনই বাংলাদেশের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ তিন রান সংগ্রাহকের তালিকায় সবচেয়ে পরে আসা তামিমই সবার ওপরে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিমের রান ১৫১৯২। বাংলাদেশের ১০ উইকেটের জয়ে গতকালই শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। ১৫১৫৯ রান নিয়ে তিনি আছেন দুইয়ে। তৃতীয় স্থানে থাকা সাকিবের রান ১৪৬৪১।
সর্বোচ্চ রানের এই হিসাবটা মিলিয়ে দেখতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের ত্রিরতেœর আরেকটা লড়াইয়েও হয়তো আপনি খেয়াল করবেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তিনটি ইনিংসও এই তিনজনের। মুশফিকের সর্বোচ্চ অপরাজিত ২১৯। এ লড়াইয়ে সাকিব দ্বিতীয় স্থানে (২১৭) আর তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ২০৬ রানের।
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অভিজাত অঙ্গনে এদিন সাকিবকে আরেকটি লড়াইয়ে ছাড়িয়ে গেছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচসেরার পুরস্কার জেতায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি। সাকিব এখন পর্যন্ত টেস্টে ম্যাচসেরা হয়েছেন ৬ বার। রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচসেরা হয়ে সংখ্যাটা ৭-এ নিয়ে গেছেন মুশফিক। তামিম টেস্টে ম্যাচসেরা হয়েছেন ৩ বার। টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪ বার ম্যাচসেরা হয়েছেন মুমিনুল হক। এদিনই বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ম্যাচসেরা হওয়ার লড়াইয়ে আবার তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। এদিনের আগে পর্যন্ত বিদেশের মাটিতে সমান দুটি করে ম্যাচসেরার পুরস্কার ছিল মুশফিক-তামিমের। গতকাল সংখ্যাটা ৩-এ নিয়ে গেছেন মুশফিক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে