জয়ের বিশ্বাস ছিল শান্তদের
২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অতীতে গর্ব করার মতো কিছু ছিল না। রাওয়ালপিন্ডিতে এবারের সিরিজের আগে ১৩ টেস্ট খেলে ১২টিতেই হেরেছে বাংলাদেশ, একবার ড্র এসেছে ২০১৫ সালে খুলনায়। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এবারের দুই টেস্টের সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আগের রেকর্ড ভাঙার কথাই বলেছিলেন। প্রথম টেস্টেই তার দল সে কথা রেখেছে। গতকাল পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে শান্তদের দল। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর দেশের বাইরে আরও একবার টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
জয়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসা শান্ত জানালেন বিদেশের মাটিতে আরও একটি টেস্ট জয় দলের জন্য কতটা অর্থবহ, ‘খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেশের বাইরে খুব একটা জিতি না। নিউজিল্যান্ডের পর এখানে জিতলাম। এ বছর যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম, বাইরের ম্যাচগুলো কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি, ঘরের মাঠে কীভাবে জিততে পারি—এমন পরিকল্পনা ছিল। আল্লাহর রহমতে ভালো একটা ফল এসেছে। আশা করি, এ জয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়বে। আশা করব, যেন সামনের ম্যাচগুলোতে এবং সিরিজগুলোতে আরও কত ভালো ক্রিকেট খেলতে পারি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পঞ্চম দিনের শুরু থেকেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ব্যাটিং-স্বর্গে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে ৫৬৫ রান। ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। পঞ্চম দিনের খেলা শুরুর আগে বাংলাদেশ এগিয়ে ছিল ৯৪ রানে। পাকিস্তানকে চাপে ফেলার জন্য পেস, স্পিন—সব অস্ত্রই ছিল নাজমুলের হাতে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করার পর জয়ের জন্য মাত্র ৩০ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে হয় বাংলাদেশকে। জাকির হাসান ও সাদমান ইসলাম অবিচ্ছিন্ন থেকেই টপকে যান সেটি।
রোমাঞ্চকর পঞ্চম দিনের শুরুতে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটা দারুণ অনুভূতি। আজ (গতকাল) সকালে যখন মাঠে এসেছিলাম, আমরা ম্যাচটা জিততে পারব, এই বিশ্বাস ছিল তখনই। কারণ, আমরা ৯৪ রানে এগিয়ে ছিলাম। উইকেটও কঠিন মনে হচ্ছিল, স্পিনাররা ভালো সাহায্য পাচ্ছিল। পেসারদের বল উঁচু-নিচু হচ্ছিল। আমরা বিশ্বাস করেছিলাম, যদি ঠিক জায়গায় বল করি, তাহলে আমরা ওদের হারাতে পারব। সেটাই হয়েছে।’
শান্ত অবশ্য ঐতিহাসিক জয়ের উদযাপনটাকে দীর্ঘ করতে চান না। ৩০ আগস্ট একই ভেন্যুতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা কিন্তু শেষ। এখন এই মুহূর্তটা উপভোগ করে পরের টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের চিন্তা করতে হবে, কীভাবে পরের ম্যাচটা জিততে হবে। আমরা বিশ্বাস করি, পরের ম্যাচটাও জিততে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে