অবিস্মরণীয় ঐতিহাসিক জয়
২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
২০০৩ সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের। তবে ২১ বছর পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়েই নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেই থেকে রাওয়ালপিন্ডি টেস্টের আগ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টে জয়ের মুখ দেখেনি টাইগাররা। এবার সেই অধরা জয় ধরা দিলো। পাকিস্তানের মাটিতেই স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তাদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিলো বাংলাদেশ। বাংলাদেশই একমাত্র দল যারা পাকিস্তানের মাটিতে তাদেরকে ১০ উইকেটে হারাল। আগের ১৩ টেস্টের ১২টিতেই হেরেছে বাংলাদেশ। ২০১৫ সালে খুলনায় অনুষ্ঠিত একমাত্র টেস্টটি ড্র হয়েছিল। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়। ম্যাচের প্রথম ইনিংসে মুশফিক-সাদমান-মিরাজ-লিটনের ব্যাটিং তান্ডবের পর গতকাল দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে কোনঠাসা করে ফেলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এই দু’জনের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে গুড়িয়ে দিয়ে জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৬.৩ ওভার খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দেন জাকির হাসান ও সাদমান ইসলাম।
এর আগে কাল নিজেদের দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন হাসান মাহমুদ। শান মাসুদের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়েছিল লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। মাসুদের ক্যাচ নেওয়া লিটন পরের ওভারেই শরিফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফিরতে পারতেন পাকিস্তান অধিনায়ক। লিটনের হাতে জীবন পাওয়ার পরও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি বাবর। নাহিদ রানার বলে বোল্ড হন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ঠিকঠাক খেলতে পারেননি। ইনসাইড এজে বল আঘাত হানে লেগ স্টাম্পে। ৫০ বলে ২২ রান করেন বাবর।
বাবর আজমকে ফিরিয়ে পাকিস্তানের জুটি ভাঙার পরের ওভারেই শূন্য রানে সৌদ শাকিলকে ফেরান সাকিব। পাকিস্তানের পরের উইকেটটাও পকেটে পুড়েছেন সাকিব। তাড়াহুড়ো করে বড় শট খেলতে গিয়ে নিজেকে বিসর্জন দেন আব্দুল্লাহ শফিক। এই উইকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে গেছেন সাকিব। সাকিবের পরপর ২ উইকেটে এমনিতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। স্বাগতিকদের আরও বিপদে ফেলেন মিরাজ। লাঞ্চ ব্রেকের ঠিক আগে পাকিস্তান শিবিরে আঘাত হানেন তিনি। তার বলে আগা সালমানের ব্যাট ছুঁয়ে আসা বল দারুণ ভাবে লুফে নেন প্রথম সিøপে থাকা সাদমান ইসলাম।
বিরতি থেকে ফিরেও পাকিস্তান শিবিরে মিরাজের আঘাত। মিরাজের করা খানিকটা লো হওয়া বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। বল গিয়ে আঘাত হানে প্যাডে। লেগ বিফোরের ফাঁদে পড়েন আফ্রিদি। মিরাজের পর আবারও উইকেটের উৎসব সাকিবের। তার ডেলিভারিতে হাওয়ায় ভাসানো বল উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে মুশফিকের হাতে সহজ ক্যাচ তুলে দেন নাসিম শাহ। শেষের দুই উইকেট একাই শিকার করেন মিরাজ। মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করার পর মোহাম্মদ আলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। ফলে বাংলাদেশি বোলারদের তোপেড় মুখে পড়ে ধংসস্তুপে পরিণত হয় পাকিস্তান। স্বাগতিক ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একমাত্র ভরসা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার ৫১ আর আবদুল্লাহ শফিকের ৩৭ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। বাংলাদেশের পক্ষে সাকিব ও মিরাজ দুই স্পিনার মিলে তুলে নেন ৭ উইকেট। একটি করে উইকেট শিকার করেন শরিফুল, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
বাংলাদেশের ঐতিহাসিক এই টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংস। তার ব্যাটিংয়েই প্রথম ইনিংসে রানের পাহাড় চড়ে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লিড দাঁড়ায় ১১৭ রানের। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। ৯৪ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরুর পর ১৪৬ রানে থেমেছে দলটির ইনিংস। বাংলাদেশও পায় মাত্র ৩০ রানের লক্ষ্য। সেই লক্ষ্য ৬.৩ ওভারে বিনা উইকেটে তাড়া করেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। প্রথম টেস্ট জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। আর এই স্বপ্ন পূরণে আগামী ৩০ আগস্ট শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে হার এড়াতে হবে নাজমুল হোসেন শান্তদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে