পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বড় লাফ
২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
দীর্ঘ ১৩ টেস্ট পর পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রেও পড়েছে তার প্রতিফলন। বর্তমান চক্রে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ধাপ এগিয়ে এখন ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হেরে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টটি ছিল রাওয়ালপিন্ডিতে, যেখানে পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। তবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৬৫ রান করে ১১৭ রানের লিড নেয়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের জন্য ৩০ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, যা টাইগাররা কোনো উইকেট না হারিয়েই প‚রণ করে জয় নিশ্চিত করে। তাতেই দৃঢ় হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান।
এর আগে টেবিলে বাংলাদেশের অবস্থান আট নম্বরে ছিল, যেখানে শুধু ওয়েস্ট ইন্ডিজ তাদের নিচে ছিল। এখন দুই ধাপ এগিয়ে তারা ছয় নম্বরে অবস্থান করছে। শীর্ষ দুই দল হিসেবে বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে রয়েছে। ভারতের পয়েন্ট ৬৮.৫২ শতাংশ, আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। শীর্ষে থাকা দুই দল ২০২৫ সালে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে। শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই পাঁচ ম্যাচে দুটি জয় তুলে নিয়েছে। তবে হেড টু হেড পারফরম্যান্সে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে, যার ফলে তাদের অবস্থান শান্তর দলের উপরে।
তবে এমন দিনে দুঃসংবাদও শুনেছে বাংলাদেশ দল ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব। এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বাংলাদেশ দলের এই অলরাউন্ডারকে গুনতে হচ্ছে জরিমানা। আচরণবিধির ২.৯ ধারা ভাঙায় সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
এ ছাড়া রাওয়ালপিন্ডি টেস্টে সেøা ওভারের কারণে বাংলাদেশ ও পাকিস্তান দলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান নির্ধারিত ওভারের চেয়ে ৬ ওভার পিছিয়ে ছিল, যে কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশও। ৩ ওভার পিছিয়ে থাকায় নাজমুলদের কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট। শুধু তা-ই নয়। দুই দলকে আর্থিক জরিমানাও করেছে আইসিসি। পাকিস্তান দলের খেলোয়াড়দের জরিমানা ম্যাচ ফির ৩০ শতাংশ ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১৫ শতাংশ। ম্যাচ শেষে পাকিস্তান ও বাংলাদেশ দলের অধিনায়ক ভুল স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ৩০ আগস্ট দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে। প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই হবে সিরিজের শেষ ম্যাচও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে