ক্যারিয়ার চূড়ায় মুশফিক
২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন মুশফিকুর রহিম। তার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় লিড পায় টাইগাররা। সেই লিডেই বাজীমাত করে দলটি। আর সেই পুরস্কারটা পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন তিনি। গতকাল পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছেন মুশফিক। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও এই অবস্থানে উঠেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ক্যারিয়ার সেরা ৬৮৪ রেটিং পয়েন্ট পেয়েছেন এবারই।
পাকিস্তানের বিপক্ষে সেই জয়ে প্রথম ইনিংসে ১৯১ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাটিংয়েই নামতে হয়নি। ৩৪১ বলের সেই ধৈর্যশীল ইনিংসটি সাজাতে ২২টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন এই ব্যাটার। তাতে ২৪ নম্বর স্থান থেকে সাত ধাপ এগিয়ে আসেন তিনি। ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৬ রানের ইনিংস খেলে এই উইকেটরক্ষক-ব্যাটার উঠে এসেছেন ২৭ নম্বরে। ৭৭ রানের ইনিংস খেলে তিন ধাপ এগিয়ে ৮৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে বড় উন্নতি হয়েছে পেসার হাসান মাহমুদের। ২৩ ধাপ এগিয়েছেন এই পেসার। দুই ইনিংসে ৩ উইকেট শিকার করে এক লাফে ৭৪ নম্বরে উঠে এসেছেন তিনি। আরেক পেসার শরিফুল ইসলাম নয় ধাপ এগিয়ে রয়েছে ৬৪ নম্বর স্থানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট মিরাজ এক ধাপ এগিয়ে আছেন ২৩তম স্থানে।
এছাড়া, পাকিস্তানের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে খালি হাতে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ২২ রান। তাতে ছয় ধাপ নেমে নবম স্থানে আছেন এই ব্যাটার। তবে প্রথম ইনিংসে অপরাজিত ১৭১ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৫১ রানের ইনিংসে সাত ধাপ এগিয়ে যৌথভাবে দশম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদ শাকিল এক ধাপ এগিয়ে আছেন ১৩ নম্বর স্থানে।
এদিকে, স্কোয়াডে কোন বিশেষজ্ঞ স্পিনার না নিয়েই প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। ম্যাচে স্পিনারের অভাবও টের পেয়েছে তারা। বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর এই সিদ্ধান্তে সাবেকদের সমালোচনায় পড়ে দলটি। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে তাই লেগ স্পিনার আবরার আহমেদকে যুক্ত করেছে তারা। আবরার ছাড়াও ব্যাটার কামরান গুলাম ও পেস অলরাউন্ডার আমির জামালকেও স্কোয়াডে নিয়েছে তারা। আবরার ও কামরান শুরু থেকেই স্কোয়াডে ছিলেন, তবে প্রথম টেস্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের যুক্ত করা হলেও বর্তমান স্কোয়াডের কাউকে বাদ দেওয়া হয়নি। আমির জামালকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাকে আবার ফেরানো হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। পিসিবি জানিয়েছে, প্রথম টেস্টের পর স্কোয়াড ছেড়ে ছুটিতে গিয়েছিলেন পেসার শাহিন আফ্রিদি। তিনি গতপরশু সন্ধ্যায় আবার ফিরে এসেছেন।
৩০ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০ ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় পাকিস্তানের এককভাবে সিরিজ জেতার আর সুযোগ নেই, দ্বিতীয় টেস্ট জিতলে তারা সমতায় ফিরতে পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে