আক্রমণাত্মক ক্রিকেটে হোয়াইটওয়াশে চোখ
৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। তাতে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে টাইগারদের সামনে। কোনো মতে হার এড়াতে পারলেই বাজীমাত। কিন্তু রক্ষণাত্মক কোনো পরিকল্পনা করতে চায় না তারা। আক্রমণাত্মক পরিকল্পনায় দ্বিতীয় টেস্ট জিতে নেওয়ার লক্ষ্যে মাঠে নামার ইঙ্গিত দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ঘরের মাঠে খেললেও প্রথম টেস্টে নিজেদের কোনো পরিকল্পনাই কাজে লাগেনি পাকিস্তানের। উল্টো বাংলাদেশই যেন কন্ডিশনের পুরো ফায়দা তুলে নিয়েছে। দ্বিতীয় টেস্ট একই মাঠে হওয়ায় টাইগারদের আত্মবিশ্বাস এখন আরও উঁচুতে। এই টেস্টে কেমন মানসিকতায় খেলবেন তা জানতে চাইলে কোচ হাথুরুসিংহে বলেন, ‘আসলে আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনায়ই যাব।’ এরপর নিজেদের এমন পরিকল্পনার কারণ ব্যাখ্যা করে আরও বলেন, ‘কন্ডিশনের ওপর অনেক সময় পরিকল্পনায় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি।’
এরমধ্যেই নিজেদের একাদশে পরিবর্তন আনবে বলে জানিয়েছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়া হয়েছে। বিশ্রামে গেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে প্রথম টেস্ট জিতে নিলেও নিজেদের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনার কথা জানান টাইগার কোচ। মূলত আবহাওয়ার কারণেই এই পরিবর্তন আসতে পারে জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘দলের মোরাল অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’ দ্বিতীয় টেস্টেও ব্যাটারদের কাছ থেকে বিশেষকরে ওপেনারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছেন এই কোচ, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, শুরুতে ভালো জুটি গড়া। (প্রথম ইনিংসের প্রথম) ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাটিং করেছে। যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুল ও সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। মুশফিক, লিটন, মিরাজরা সেটি ভালোভাবে কাজে লাগিয়েছে।’
এদিকে, রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেকেরা। সেই পরিবর্তন হয়েছেও। আজ থেকে একই ভেন্যুতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। হারা ম্যাচটিতে সমালোচনা হয়েছিল চার পেসার খেলানো নিয়ে। এই দলেও চার পেসার আছে, কিন্তু একাদশে হয়তো চার পেসার খেলাবে না পাকিস্তান। তিন পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথাই ভাবছে।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়া শাহিন আফ্রিদির জায়গায় দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার আবরারকে। একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত। শাহিনকে অবশ্য এমনিতেই এই টেস্টের বাইরে রাখার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালে তার স্ত্রী আনসা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্য তাঁকে ছুটি দেওয়ার কথা আগে থেকেই হচ্ছিল। আবরার ছাড়াও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন পেসার মীর হামজা। আবরারকে দলে নেওয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেস্পি বলেছেন, ‘১২ সদস্যের দলে আবরার আহমেদকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনা করে। আমরা এখনো পিচ দেখিনি, আমরা আগামীকাল কন্ডিশনটা বিশ্লেষণ করব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে