রুটের রেকর্ডময় সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিন
৩০ আগস্ট ২০২৪, ০৪:০৪ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ০৪:০৪ এএম
টেস্টে শচীন টেন্ডুলকারের অতীমানবীয় রানের রেকর্ড ভাঙতে পারবেন জো রুট?আগে থেকেই এই আলোচনা থাকলেও গত কয়েক সপ্তাহে সেই আলোচনার চলছে জোরেশোরে। পক্ষে-বিপক্ষে নানা মত।তবে রুট নীরবই ছিলেন।তবে একেবারেই কি নিরব?
জবাবটা আসলে ব্যাট হাতেই দিচ্ছেন বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান।মাঠে নামেলেই হাসছে তার ব্যাট।একের পর দারুণ ইনিংসে যেন জানান দিচ্ছেন রানের সর্বোচ্চ চূড়ায় পৌছে যেতে পারেন বিদায় বলার আগেই।
ম্যানচেস্টার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ইংল্যান্ডের হওয়ার পেছনে মূল কৃতিত্ব জো রুটের।টপ অর্ডারের ব্যর্থতার দিনে তার অনবদ্য ১৪৩ রানের ইনিংসে প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৮ রান।আটে নামা গাস অ্যাটকিনসন ৭৪ রানের চমক জাগানিয়া এক ইনিংস খেলে এখনো অপরাজিত আছেন।
তবে এদিন শুরুটা ভালো হয়নি ইংলিশদের।রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২।ওপেনার ডেন লরেন্স(৯) ফিরেছেন অল্পতেই।ফের ব্যর্থ পোপ(১)।বেন স্টোকসের চোটে এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া অলি পোপ টানা তৃতীয় ইনিংসে দুই অঙ্কে যেতে ব্যর্থ হন।দলীয় ৮২ রানে ফিরেন ভালো খেলতে থাকা বেন ডাকেটও(৪০)।
এরপর চল্লিশোর্ধ জুটি হয় দুটি। তবে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।ক্রিস ওকসও সঙ্গ দিতে পারেননি রুটকে। ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে তখন প্রথম দিনই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ড। তবে ফাস্ট বোলার গাস অ্যাটকিনসনকে নিয়ে ইংলিশদের এগিয়ে নিয়ে যান রুট।দুজনে মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৯৩ রান।
দারুণ এই জুটিতেই সেঞ্চুরি পূরণ করেন রুট।অসাধারণ ছন্দে থাকা ইংলিশ ব্যাটসম্যানের এটি ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেছেন ইংলিশ ব্যাটসম্যান।ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে অ্যালেস্টার কুকের পাশে বসেছেন তিনি।লর্ডসে এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।ক্রিকেটের মক্কায় এরচেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিকক এখন রুট। দেশের মাটিতে কুকের রান ৬ হাজার ৫৬৮। রুটের এখন ৬ হাজার ৬৩০।
রুটের দারুণ ইনিংস থামে রাত্নায়েকেকে রিভার্স-র্যাম্প খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে।তার ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার।তার ফেরার পর অ্যাটকিনসন ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ৬১ বলে। ম্যাথু পটসকে সঙ্গে নিয়ে দিন শেষ করেন তিনি। অষ্টম উইকেটে ৫০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রত্নানায়েকে ও লাহিরু কুমারা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৫৮/৭ (রুট ১৪৩, অ্যাটকিনসন ৭৪*, ডাকেট ৪০, ব্রুক ৩৩, স্মিথ ২১, পটস ২০*; আসিতা ফার্নান্ডো ২/৮৪, রত্নানায়েকে ২/৮০, লাহিরু ২/৭৫, জয়াসুরিয়া ১/৮১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে