'রানমেশিন' রুটের রেকর্ড গড়া সেঞ্চুরি,বড় জয়ের পথে ইংল্যান্ড
০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ এএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ এএম
বয়স ৩৪ ছুঁই ছুঁই। ক্রিকেটরদের ক্যারিয়ারে পড়ন্ত বেলায় বলা যায়।তব এই বয়সেও যেন জো রুটে ব্যাট যেভাবে হাসছে ক্যারিয়ারের মধ্যগগণের অনেকের কাছে তা স্বপ্ন।এই ইংলিশ কিংবদন্তী মাঠে নামলেই যেন দর্শকদের এখন ধ্রুপদী ইনিংস দেখার সুযোগ আর নতুন মাইলফলকের রেকর্ড।
ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় টেস্ট চলছিল রাজকোটে। গুরুত্বপূর্ণ সময়ে রুট তার বাজবল ঘরনায় তাত ট্রেডমার্ক হয়ে উঠা 'রিভার্স র্যাম্প' করতে গিয়ে আউট হন দৃষ্টিকটুভাবে।ব্যাটিং বিপর্যয়ে হেরে বসে ইংল্যান্ডউঠে তর্কের ঝড়।মারকুটে ধাচে খেলতে গিয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা এই ব্যাটসম্যান সহজাত রান খরার প্রতিভাই ভুলতে বসেছেন কিনা।তবে সেই ম্যাচের পর বাজবল যুগে নিজের কাজটা যেন বুঝতে পেরেছিলেন রুট।ব্যাটিং ধরণ অমূল বদলে ফিরে গিয়েছেন পুরোনো রুপে।আর তাতে সাফল্যও দেখা দিয়েছে দ্রুত।
এরপর থেকে এ পর্যন্ত খেলা সাত টেস্টে চারফিফটির পাশাপাশি পেয়েছেন চার সেঞ্চুরিও। গড় প্রায় একশ।
তবে নিজের সেরাটা যেন রুট দেখালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান লর্ডস টেস্টে।দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্টের নাম্বার ওয়ান ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে ১৪৩ রান করা রুট দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৩ রানের অনবদ্য ইনিংস। তাতে জোড়া সেঞ্চুরির আক্ষেপ তো মিটেছেই, সেই সঙ্গে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ সেঞ্চুরির মালিকও হয়ে গেছেন।
আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৫১ রানে। রুট একাই করেন ১০৩ রান। তার ১২১ বলের ইনিংস গড়া ১০টি চারে।
সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৮৩ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫৩ রান। আলোকস্বল্পতায় শনিবার খেলা শেষ হয় দিনের ২২ ওভার বাকি থাকতে।নাটকীয় কিছু না হলে আজ চতুর্থ দিনে বড় জয়ই পেতে যাচ্ছে স্বাগতিকেরা।
ইংলিশরা গতকাল আরও ৪৮ ওভার খেলে যোগ করে ২২৬ রান।এক রুট ছাড়া সেভাবে সুবিধা করতে পারেননি আর কেউ।বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে তার অনবদ্য শতকে রানের পাহাড়ে চড়ে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি ৫০তম সেঞ্চুরি। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বা তাঁর বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ৯। রুটের সামনে ব্রায়ান লারা (৫৩)।
এ ছাড়া লর্ডসে এটি রুটের সপ্তম সেঞ্চুরি। ‘হোম অব ক্রিকেটে’ যেকোনো ব্যাটসম্যানের মধ্যে এটি সর্বোচ্চ, আর ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এক ভেন্যুতে সর্বোচ্চ।
বিশাল লক্ষ্য তাড়ায় ফের ব্যর্থ হন নিশান মাদুশকা ও পাথুম নিসাঙ্কা। গাস অ্যাটকিনসনের বলে স্লিপে ধরা পড়েন মাদুশকা, অলি স্টোনের বলে নিসাঙ্কাও ক্যাচ দেন স্লিপে, দুটি ক্যাচই নেন রুট।
প্রাবাথ জায়াসুরিয়াকে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন দিমুথ কারুনারাত্নে।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
ইংল্যান্ড: ৪২৭ ও ২৫১ (রুট ১০৩, ব্রুক ৩৭, স্মিথ ২৬, ডাকেট ২৪; আসিতা ৩/৫২, লাহিরু ৩/৫৩)।শ্রীলঙ্কা: ১৯৬ ও ৫৩/২ (করুনারত্নে ২৩*, নিশাঙ্কা ১৪, মাদুশকা ১৩; স্টোন ১/১, অ্যাটকিনসন ১/১৫)।* জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ৪৩০ রান, ইংল্যান্ডের ৮ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত
বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক
ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু
আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ
মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে
মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম
জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে
বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় দিলো আদানি
যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে গাজাবাসীর মলিন প্রত্যাবর্তন
ভাঙ্গা - পুখুরিয়া মধুমতি এক্সপ্রেস ট্রেন আটঁকিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ পুরো রেললাইন মিছিলের নগরী
যে কারণে সাইফকে ছুরিকাঘাতের ঘটনা বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে
শান্তি আলোচনা ব্যর্থ : কলম্বিয়ায় বিদ্রোহী হামলায় নিহত অন্তত ৮০
নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬,আহত আরও ৫৫
ভারত থেকে পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকা আটক
কোটা না মেধা স্লোগানে উত্তাল ঢাবি-ঢামেক ও ঢাকা কলেজ