ইতিহাসের অনাকাক্সিক্ষত পাতায় নয়ডা!
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
সকাল সকালই মাঠের বিজ্ঞাপনী বোর্ডগুলো খোলা শুরু হয়ে গেছে, ব্রডকাস্টাররা সব গুটিয়ে নিতে শুরু করেছেন। খেলা শেষে যে কাজগুলো করা হয় সেটি করা হচ্ছে সাত সকালেই! সকাল সাড়ে ৮টায় মাঠে দেখা গেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রিনাথকে। একটু পর এলো অনুমিত ঘোষণা। পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত। যথারীতি এ দিন সকালেও ছিল বৃষ্টি। বৃষ্টির থামার পর কাভারের বাইরে মাঠের অনেক অংশ ছিল পানির নিচে। আগের দুই দিনে খেলা শেষের ঘোষণা এসেছিল সকাল সোয়া ৯টায়। শেষ দিনে পৌনে ৯টাতেই দিনের খেলার সমাপ্তি। ভারতের গ্রেটার নয়ডায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে একটি বল হওয়া তো দূরের কথা, টসই হতে পারল না।
এভাবে প- হয়ে যাওয়ায় দুই যুগের বেশি পুরোনো এক স্মৃতি ফিরল টেস্ট ক্রিকেটে। ১৪৭ বছরের ইতিহাসে মাত্র অষ্টমবার এমন নজির দেখল টেস্ট ক্রিকেট। ১৯৩৩ সালে এশিয়ায় টেস্ট খেলা শুরুর পর বৃষ্টির কারণে গোটা ম্যাচই পরিত্যক্ত হলো এই প্রথম। এ নিয়ে টেস্ট ক্রিকেটে যুদ্ধ বা মহামারি বাদে গোটা ম্যাচ পরিত্যক্ত হলো অষ্টমবার। এর মধ্যে তিনবারই দুই দলের একটি ছিল নিউজিল্যান্ড। উপমহাদেশে এমনটি হয়েছে আগে ¯্রফে একবারই। ১৯৯৮ সালের ডিসেম্বরে ফায়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্টে টসই হয়নি। সেবার বৃষ্টি নয়, বাধা হয়েছিল শীতের কুয়াশা। ফায়সালাবাদে ওই টেস্ট শুরুর পরদিনই আরেকটি টেস্ট শুরু হওয়ার কথা ছিল ডানেডিনে। ভারত-নিউজিল্যান্ডের সেই টেস্টেও শেষ পর্যন্ত টস হয়নি বৃষ্টির কারণে। গ্রেটার নয়ডার এই টেস্টের আগে ডানেডিনের ম্যাচটিই ছিল পাঁচ দিনে টস না হওয়া সবশেষ টেস্ট।
গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এই পাঁচদিনে ক্রিকেট বলতে যা একটু দেখা গেছে দ্বিতীয় দিনে। সেদিন বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে পারেনি। বিকেলে নেটে ঘণ্টা দুয়েক অনুশীলন করেছিলেন নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার। অন্য দিনগুলোয় বৃষ্টির কারণে সেসবও সম্ভব হয়নি। এমন কিছুর শঙ্কা নিয়েই অবশ্য টেস্ট ম্যাচটি শুরু হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছিল, ম্যাচজুড়েই বৃষ্টি হবে প্রবল। এই মাঠের আউটফিল্ড ও পানি নিষ্কাশন ব্যবস্থা এত বাজে যে, বৃষ্টি থামার পরও দ্রুত খেলা শুরু করার উপায় নেই। সেই শঙ্কাই সত্যি হলো। সাদা পোশাকে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম মুখোমুখি হওয়ার ঐতিহাসিক উপলক্ষ শেষ পর্যন্ত জায়গা করে নিল ইতিহাসের অনাকাক্সিক্ষত এক পাতায়।
নিরাপত্তার কারণে আফগানিস্তান দল তাদের ‘হোম সিরিজ’ খেলে দেশের বাইরে। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ভেন্যু করা হয় ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে। ভারতে বর্ষা মৌসুম চলায় কয়েক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয় স্টেডিয়ামের দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা। গ্রেটার নয়ডাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় গত কয়েক দিনে আলোচনা-সমালোচনাও হয়েছে প্রবল। এই টেস্টের জন্য বেঙ্গালুরু ও কানপুরকে ভেন্যু করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় বোর্ড। কিন্তু কাবুল থেকে দিল্লি সরাসরি ফ্লাইট ও অন্যান্য লজিস্টিক্যাল সুবিধার কারণে আফগান বোর্ড বেছে নেয় দিল্লির কাছে এই গ্রেটার নয়ডাকে। সেই সিদ্ধান্তের জন্য এখন পস্তাতে হচ্ছে আফগানদের। বোর্ডকর্তারা দায় দিচ্ছেন অসময়ের প্রবল বৃষ্টিকে। আফগানিস্তান কোচ জোনাথন ট্রট নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলতে না পারার হতাশায় বলেন, ‘বছরের এই সময়ে টেস্ট খেলা একটু জটিল। তবে খেলতে না পারায় আমরা হতাশ, বিশেষ করে যে পরিমাণ বৃষ্টি হয়েছে।’ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, তার দলের ক্রিকেটাররা এই কদিন হোটেলেই সময় কাটিয়েছেন, ‘হোটেলের হলওয়েতে প্রচুর ক্রিকেট হয়েছে। কিন্তু সবচেয়ে হতাশার ব্যপার হলো সামনের সপ্তাহে খেলার আগে আমরা প্রস্তুতির সুযোগই পাইনি।’
আফগানিস্তান সামনেই খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। আগামী বুধবার যেটি শুরু শারজাহতে। একই দিনে গলে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেটি। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে ভারতে ফিরে ভারতীয়দের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে কিউইরা। এটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আফগানদের বিপক্ষে এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। এই ম্যাচ দিয়ে মূলত উপমহাদেশে সামনের পাঁচ টেস্টের জন্য নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল নিউজিল্যান্ড। সেই আশা ভেসে গেল বৃষ্টিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?