বোনাসের টাকার অংশ বন্যার্তদের দেবেন শান্তরা
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
দু’দিন আগে বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএলের পারিশ্রমিক নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেন। সেখানে ক্রিকেটাররা স্বতঃপ্রণোদিত হয়ে বিসিবি সভাপতির কাছে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএলটা ঠিকঠাকমতো আয়োজনের কথা বলেন। ক্রিকেটারদের সেই বৈঠক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা ছাড়াও ছিলেন তামিম ইকবাল। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ঘোষিত বোনাসের টাকা হাতে তুলে দিতে এক আয়োজন করে বিসিবি। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন দেশসেরা এই ওপেনার। শান্ত-লিটন-মুশফিক-মুমিনুলদের সঙ্গে এক টেবিলে খাবার থেকেও দেখা গেছে তামিমকে। ক্রিকেটে কবে ফিরবেন সে বিষয়ে এখনও যেখানে পরিষ্কার কোনো বার্তা পাওয়ার আগে বারবার তামিমের ক্রিকেট সংশ্লিষ্টতা প্রশ্ন জাগাচ্ছে অনেক। অবশেষে তার উত্তর পাওয়া গেল বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের মুখ থেকে।
হোটেল সেনারগাঁও হোটেলে বোনাসের টাকা তুলে দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া। পরে ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে ফারুক আহমেদকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তিনি বোর্ড সভাপতি বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’ পরে যোগ করেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল- এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’ তামিম যে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি, সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলেছেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’
ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য, ‘আপনারা সবাই জানেন, আজকে (গতকাল) ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে (আজ) দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এ জন্য মূলত আজ (গতকাল) এ আয়োজন।’ বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি। তার কথা, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে... ২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা