ভারতে উড়াল দেওয়ার আগে যা বললেন শান্ত
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
পাকিস্তান সফরের সুখস্মৃতি নিয়ে এবার ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে নিজেদের শক্তির জায়গায় আস্থা রাখার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে রোববার দুপুরে ভারতের ফ্লাইট ধরে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট।
চেন্নাইয়ের যে পিচে খেলা হবে তা সাধারণত ধীর ও নিচু গতির। সাধারণত স্পিনারদের জন্য এই পিচ বেশ সহায়ক। ভারতীয় দলও প্রস্তুতি নিয়েছে সেভাবেই। দেশ ত্যাগের আগে শান্তর কাছেও জানতে চাওয়া হয় চেন্নাইয়ের পিচ সম্পর্কে। বাংলাদেশ অধিনায়ক জানালেন বোলারদের উপর আস্থা রাখার কথা।
“(পিচের ব্যাপারে) ওই দল (ভারত) কী চিন্তা করছে, এটা তো বলতে পারব না। তবে আমাদের স্পিন, পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবু ওই দলের সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে। স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছে। তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব।”
“আমাদের স্পিনারদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে কোনো কন্ডিশনে বোলিং করার। ওই সামর্থ্য তাদের আছে। আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার, ব্যাটসম্যান যারাই খেলবে এই সিরিজে, প্রত্যেকে শতভাগ দেবেন। আর আমি বিশ্বাস করি, পাঁচদিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।”
ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ডটা একদম ভালো না বাংলাদেশের। ২০০০ সালে অভিষেক টেস্টের পর থেকে ভারতের বিপক্ষে এ পর্যন্ত খেলেছে ১৩টি ম্যাচ। হার ১১টিতেই। যে দুটি ড্র হয়েছে তাও বৃষ্টির কল্যাণে।
সবশেষ সফরের আগে পাকিস্তানের বিপক্ষেও একই ধরনের পরিসংখ্যান ছিল বাংলাদেশের। পরে দাপুটে ক্রিকেটে পাকিস্তানকে তাদেরই মাঠে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে। ভারতের বিপক্ষেও বড় সুযোগ দেখছেন শান্ত।
“এটা একটা সুযোগ (ভারতের বিপক্ষে জেতার)। প্রত্যেকে ম্যাচই আমরা জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।”
ভারতের বিপক্ষে ফলাফল নিয়ে না ভেবে, দলের কাছে ভালো খেলা দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশ ছাড়ার আগে অধিনায়কের কণ্ঠেও একই সুর।
“আমি একটু আগে যেটা বললাম সিরিজটা খুব চ্যালেঞ্জিং হবে। যদি র্যাঙ্কিংও দেখেন, ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তবে সম্প্রতি আমরা খুব ভালো একটা সিরিজ পার করে এসেছি।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারি। ফল হয়তো পাঁচ দিন পরে শেষ সেশনে গিয়ে হয়। আমরা যদি পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারি, শেষ সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে। তাই পাঁচটা দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এটার জন্য কীভাবে পরিকল্পনা করা দরকার, এটা গুরুত্বপূর্ণ।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা
সাতক্ষীরায় ব্যবসায়ির ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আলিমুদ্দিনসহ দু'জন গ্রেপ্তার
কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএনপি নেতার হুশিয়ারি
এনামুলকে সরিয়ে রাজশাহীর নেতৃত্বে তাসকিন
কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর
শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে : আভা রাণী দেব
হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
মাগুরায় এক শ্রমিকের মৃত দেহ উদ্ধার
জিয়া পরিষদের দপ্তর সম্পাদক হলেন সালথার হেমায়েত হোসেন
ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার
শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ২০
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মাথা থেকে নামতে পারেনি আওয়ামী ভূত
স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা
বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ পেল 'রিকশা গার্ল' সিনেমার মিউজিক ভিডিও 'কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি'
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার: জিএম কাদের
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
আবু সাঈদ হত্যা: রংপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
ট্রাম্পের ২.০: তার সঙ্গে হোয়াইট হাউসে ফিরছেন যারা
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা