বাংলাদেশ-ভারত সিরিজে নতুন ভূমিকায় তামিম
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন তামিম ইকবালও। তবে এই ড্যাশিং ওপেনারকে এবার দেখা যাবে ভিন্ন ভূমিকায়। এর আগে অতিথি ধারাভাষ্যকার হিসেবে ধারাভাষ্য কক্ষে অল্প সময়ের জন্য দেখা গেলেও এবার তাকে ধারাভাষ্য দিতে দেখা যাবে পুরো ম্যাচে।
২০২২ বিপিএল ও গত বছর মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে কিছু সময়ের জন্য ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল তামিমকে। তবে পেশাদারভাবে ও গোটা সিরিজে ধারাভাষ্য দেবেন তিনি এবারই প্রথম।
এজন্য ইতোমধ্যে পৌঁছে গেছেন প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে। সেখান থেকেই একটি অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নতুন রোমাঞ্চের কথা শোনান তামিম।
“অবশ্যই কিছুটা নার্ভাস আছি… নাভার্স লাগছে…। খেলার সময়টায় ম্যাচের আগে নার্ভাস থাকতাম যে, খেলা কেমন হবে, রান করতে পারব কী পারব না, কোন বোলারকে কীভাবে সামলাব, দল ভালো করতে পারবে কি না। এখন হলো, কথা কীভাবে বলব, মাঠের মুহূর্তগুলোকে ঠিকঠাক তুলে ধরতে পারব কি না, বড় কোনো ভুল করে বসি কি না…। এই সিরিজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর তাই অনলাইনে কোর্স করার সিদ্ধান্ত নেই। আজকে (মঙ্গলবার) চেন্নাইয়ে এসেও একটা ক্লাস করেছি রাতে।”
“একটা ব্যাপার হলো, ধারাভাষ্য ব্যাপারটা যতটা সহজ মনে হয়, তত সহজ নয়। তাৎক্ষণিক কথা বলার ব্যাপার তো আছেই, এছাড়াও প্রযুক্তিগত অনেক ব্যাপার আছে, মাইক্রোফোনের ব্যবহার, প্রডিউসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, এসবের সঙ্গে অভ্যস্ততার ব্যাপার আছে। আমি ধরে নিয়েছি, এসবে অভ্যস্ত হতে দুই-তিন সিরিজ অন্তত লাগবে।”
এতদিন যাদের টেলিভিশনের পর্দায় দেখা গেছে ধারাভাষ্য দিতে সেই সব কিংবদন্তিদের সঙ্গে চেয়ার ভাগাভাগি করে অনেক কিছু শিখতে চান তামিম।
“যাদের সঙ্গে আমি ধারাভাষ্যকক্ষে থাকব, সুনিল গাভাস্কার, রাভি শাস্ত্রী, হার্শা ভোগলে, উনারা তো ধারাভাষ্যের কিংবদন্তি। আমাদের আতহার ভাই ২০ বছরের বেশি সময় ধরে কাজটা করছেন। দিনেশ কার্তিক, মুরালি কার্তিকরাও এখন যথেষ্ট ভালো। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। যদি ভবিষ্যতে নিয়মিত ধারাভাষ্য দেই, তাহলে এসব আমার কাজে লাগবে।”
বিপিএল ও মিরপুরে নিউজিল্যান্ড সিরিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তামিম বলেন, “সেটা ছিল আসলে নেট প্র্যাকটিসের মতো। নেটে ১০ মিনিট প্র্যাকটিস করেছি তখন। এখন পুরো ম্যাচ খেলতে হবে।”
“তখন এত চিন্তাভাবনা ছিল না। মাঠে গিয়ে ঝটপট করে এসেছি। এবার যেহেতু পেশাদারভাবে করছি, অনেক কিছু ভাবতে হচ্ছে।”
প্রায় দেড় বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ, বিসিবির সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত হওয়া, এসব নিয়ে চলছে নানান আলোচনা। তবে সবকিছুর জন্য একটু অপেক্ষা করতে বললেন তামিম।
“জানি, অনেক আলোচনা চলছে। যারা সত্যিকার অর্থেই জানতে চান, তাদের প্রতি একটা অনুরোধ করব, আমার মুখ থেকে কিছু না শোনা পর্যন্ত দয়া করে কোনো ধারণা তৈরি করে নেবেন না। এটা সত্যি, অনেক কিছুই হচ্ছে। তবে আমার হয়ে অন্যরা বলছে বা ধারণা তৈরি করে নিচ্ছে। বলার মতো অবস্থা সত্যিই তৈরি হলে আমি নিজেই বলব। দয়া করে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মহিপুরে ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে মৎস্য দল নেতাসহ আহত ২
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ