প্রথম দিনটা বাংলাদেশের হতে দিলেন না আশ্বিন-জাদেজা
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই ভারতকে গুটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে সেই ধারায় বাধ দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। আশ্বিন সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। একই পথে ছুটছেন জাদেজা। দুজনের প্রায় দুইশ রানের জুটিতে বিপদসীমা পেরিয়ে লড়াকু সংগ্রহের পথে ভারত।
চেন্নাই টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৮০ ওভার। তা থেকে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। আশ্বিন-জাদেজা অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৯৫ রান। যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।
আশ্বিন ১১২ বলে ১০২ রানে এবং জাদেজা ১১৭ বলে ৮৬ রানে ব্যাট করছেন।
প্রথম দুই সেশনেই বাংলাদেশ নেয় ৩টি করে উইকেট। বিপরীতে দুই সেশনেই ভারতের সংগ্রহ ৮৮ রান।
দুর্দান্ত বোলিংয়ে ১৮ ওভারে ৪ মেডেনসহ ৫৮ রানে ৪ উইকেট নেন হাসান। ১টি করে নেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
নতুন বলে উইকেটের আদ্রতা কাজে লাগিয়ে স্বপ্নের স্পেলে হাসান ফিরিয়ে দেন রোহিত শার্মা, শুবমান গিল ও ভিরাট কোহলিকে। এরপর জুটি গড়েন রিশাভ পান্ত ও ইয়াশাসবি জয়সওয়াল।
প্রথম সেশনের মতোই দারুণ বোলিংয়ে পান্তকে ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙেন হাসান। পঞ্চম উইকেটে ৪৮ রান যোগ করেন জয়সওয়াল ও রাহুল। ৫৬ রান করা জয়সওয়ালকে গতিময় শর্ট বলে আউট করেন নাহিদ রানা। পরের ওভারে রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে চালকে আসনে বসান মিরাজ।
এরপর আর সাফল্যের দেখা নেই বাংলাদেশের। ওয়ানডে স্টাইলে রান তুলতে থাকেন অশ্বিন ও জাদেজা। ১০ চার ও ২ ছক্কায় মাত্র ১০৮ বলে ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেন আশ্বিন। একই মাঠে ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ তিন অঙ্কের ইনিংস খেলেছিলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি প্রাসান্না জায়াবার্ধেনে ও চামিন্দা ভাসের ২২৩ রান। সেই রেকর্ডও নিজেদের করার সুযোগ অশ্বিন, জাদেজার সামনে।
চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে সর্বশেষ কোনো দল টস জিতে ফিল্ডিং নেয় ১৯৮২ সালে। ভারতের বিপক্ষে সেই টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। ম্যাচটি ড্র হয়েছিল। ৪২ বছর আর ২১ ম্যাচ পর চিদাম্বরমে টস জিতে বল বেছে নিল কোনো দল।
ভারতের বিপক্ষে ১৩ টেস্টের একটিতেও জয় নেই বাংলাদেশের, হার ১১টিতেই। বাকি দুটি ড্র।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৮০ ওভারে ৩৩৯/৬ (জয়সওয়াল ৩৯, রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬*, অশ্বিন ১০২*; তাসকিন ১৫-১-৪৭-০, হাসান ১৮-৪-৫৮-৪, নাহিদ ১৭-২-৮০-১, মিরাজ ২১-২-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মহিপুরে ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে মৎস্য দল নেতাসহ আহত ২
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ