আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম
প্রথমে ৫০ ওভারের সিরিজ জয়। এরপর ২ ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জয়। ব্যাটিং-ব্যর্থতায় চতুর্থ টি-টোয়েন্টি হারলেও গতকাল বোলারদের ঝলকে পঞ্চম ও শেষ ম্যাচে অনায়াস জয়ে শ্রীলঙ্কা সফরটা দারুণভাবে রাঙিয়ে রাখল বাংলাদেশ নারী ‘এ’ দল। কলম্বোর কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ১৬.২ ওভারে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ছোট লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছে ৮ উইকেট ও ৫০ বল বাকি রেখে। এ জয়ে ৪–১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতল রাবেয়া খানের দল।
নামে ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দেরই শ্রীলঙ্কায় পাঠিয়েছে বিসিবি। আগের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে অধিনায়ক রাবেয়া নিজেই খেলেননি। বিশ্রামে ছিলেন নিগার সুলতানা, সাথি রানি, সুলতানা খাতুনও। গতকাল শেষ টি-টোয়েন্টিতে এই চারজনই দলে ফিরেছেন। সাথি ছাড়া অন্য তিনজন নিজেদের কাজটা ভালোভাবেই করেছেন।
বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা এদিন এতটাই নিয়ন্ত্রিত বোলিং করেছেন যে এক চেতনা বিমুক্তি ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। নয়ে নামা বিমুক্তি করেন দলীয় সর্বোচ্চ ১১ রান। বাকি ১০ জনের স্কোর মুঠোফোন নম্বরের মতো- ৯, ০, ০, ৬, ৯, ৬, ৬, ০, ০, ০*। অতিরিক্ত ৭টি রান না এলে দলীয় ফিফটিও পূরণ হতো না স্বাগতিকদের। বাংলাদেশের পাঁচ বোলারের প্রত্যেকেই উইকেটের দেখা পেয়েছেন। সবচেয়ে সফল অধিনায়ক রাবেয়া। লেগব্রেক এই বোলার ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে শিকার ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। অন্য উইকেটটি সুলতানা খাতুনের।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ নারী ‘এ’ দল। তিনে নামা মুর্শিদা খাতুন ৩ রানে আউট হওয়ার আগে ওপেনার সাথি রানী মারেন ‘ডাক’। শুরুর জোড়া ধাক্কার পর আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। আরেক ওপেনার দিলারা আক্তার ও উইকেটকিপার-ব্যাটার নিগার দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ম্যাচের একমাত্র ছক্কাটি এসেছে দিলারার ব্যাট থেকে। এই আত্মবিশ্বাস নিয়েই নারী বিশ্বকাপ খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতির দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার