হেডের বিধংসী শতকে লন্ডভন্ড ইংল্যান্ড
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ এএম
নিয়মিত ওয়ানডে দলের অনেকেই ছিলেন না। শেষ মুহুর্তে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক জস বাটলারও।এরপরেও ব্যাট হাতে দারুণ ঝলক দেখিয়েছিলেন ডাকেট-জ্যাকসরা।শেষদিকে খেই হারিয়ে রান চূড়ায় উঠা না হলেও চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছিল ইংলিশরা।তবে হেডের বিধংসী ব্যাটিংয়ে সেই টার্গেট মামুলি বানিয়েই জয় পায় অস্ট্রেলিয়া।
ট্রেন্ট ব্রিজে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৬ রানের লক্ষ্য মাত্র তিন উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের নায়ক হেড।
রান তাড়ায় নেমে শুরুতে অবশ্য হোঁচট খেয়েছিল অজিরা। দলের খাতায় ২০ রান যোগ হতেই পটের শিকার হয়ে ক্রিজ ছাড়েন অধিনায়ক মিচেল মার্শ। এরপর স্টিভ স্মিথকে নিয়ে রানের চাকা সচল রাখেন হেড। তবে স্মিথকে ক্রিজে স্থায়ী হতে দেননি লিভিংস্টোন। ২৮ বলে ৩২ রান করে তিনি মাঠ ছাড়েন। ৭৩ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে আউট হন ক্যামেরন গ্রিনও।
চতুর্থ উইকেটে হেডকে যোগ্য সঙ্গ দেন মার্নাস লাবুশেন। দুজনের শক্ত জুটিতে আঘাত হানতে পারেননি ইংলিশ বোলাররা। মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির পর দেড় শতকে পৌঁছে যান হেড। ১২৯ বলে ২০ চার ও ৫ ছক্কায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাকে সঙ্গ দেয়া লাবুশেন ৭ চার ও ২ ছক্কায় ৬১ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন।
টস জিতে শুরুতে ব্যাট করা ইংল্যান্ড অবশ্য সংগ্রহটা আরও বেশি করতে পারত। অজিদের সামনে ৩৭০-৮০ রানের লক্ষ্য দাঁড় করানোর সুযোগ ছিল তাদের সামনে। তবে বেন ডাকেট ও উইল জ্যাকসের বিদায়ের পর বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা তাদের পিছিয়ে দিয়েছে।
চারে ডাকেটের ৯১ বলে ৯৫ ও ৫ চার ও ২ ছয়ে উইল জ্যাকসের ৫৬ বলে ৬২ রানের ইনিংসে ভর করে। এ দুজনের পর ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর ব্রুকের ৩১ বলে ৩৯।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও লাবুশেন। জাম্পা ১০ ওভার বল করে দিয়েছেন ৪৯ রান। আর লাবুশেন ৬ ওভারে রান দিয়েছেন ৩৯। অস্ট্রেলিয়ার মোট আটজন বোলার বল করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন হেড।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ৩১৫ (ডাকেট ৯৫, জ্যাকস ৬২, ব্রুক ৩৯, বেথেল ৩৫; লাবুশেন ৩/৩৯, জাম্পা ৩/৪৯, হেড ২/৩৪)।
অস্ট্রেলিয়া: ৪৪ ওভারে ৩১৭/৩ (হেড ১৫৪*, লাবুশেন ৭৭*, স্মিথ ৩২, গ্রিন ৩২; বেথেল ১/২০, পটস ১/৩৩, লিভিংস্টোন ১/৭৫)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার