হাসানে মজেছেন মাঞ্জরেকার-হার্শারা
২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
অপেক্ষাটা ছিল প্রথম দিনের দ্বিতীয় সেশন থেকেই। সুনির্দিষ্টভাবে বললে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ঋষভ পন্তকে আউট করার পর। সেটি ছিল হাসান মাহমুদের চতুর্থ উইকেট। কাল দুপুর থেকে হাতছানি দিতে থাকা ফাইফার (ইনিংসে পাঁচ উইকেট) হাসানকে ধরা দিল আজ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের সকালে। যশপ্রীত বুমরাকে তৃতীয় সিøপে জাকির হাসানের ক্যাচ বানিয়ে নিলেন ইনিংসে নিজের পঞ্চম উইকেট। তবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসে অর্জনটা শুধু হাসানের নয়, অর্জনটা বাংলাদেশেরও। এই প্রথম ভারতের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলার। পেসার তো বটেই, ভারতে এর আগে খেলা ৩ টেস্টে বাংলাদেশের কোনো স্পিনারও ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেননি।
২৪ বছর বয়সী হাসানের ব্যক্তিগত কীর্তিটা অবশ্য বাংলাদেশ-ভারত লড়াইয়েই সীমাবদ্ধ নয়। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় পেসার হাসান। গত চার বছরে এই কীর্তিটা আর আছে শুধু টিম সাউদির। নিউজিল্যান্ডের ডানহাতি পেসার ২০২১ সালে কানপুর টেস্টে ৬৯ রানে নিয়েছিলেন ৫ উইকেট। আর এশিয়ানদের মধ্যে ভারতের মাটিতে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে।
চেন্নাইয়ে হাসানের ৮৩ রানে ৫ উইকেট ফিরিয়ে এনেছে বাংলাদেশের এক যুগ পুরোনো এক স্মৃতিও। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল আগের ম্যাচটি খেলেছে পাকিস্তানে। মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে টানা দুই টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার আগের কীর্তিটি রবিউল ইসলামের। ৯ টেস্টে ক্যারিয়ার থমকে যাওয়া এই পেসার ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।
বাংলাদেশের পেসারদের মধ্যে বিদেশের মাটিতে দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও শুধু রবিউল আর হাসানেরই। অন্যদের মধ্যে একবার করে বিদেশে ফাইফার নেওয়ার কীর্তি আছে ইবাদত হোসেন (২০২১, মাউন্ট মঙ্গানুই), মনজুরুল ইসলাম (২০০১, বুলাওয়ে), শাহাদাত হোসেন (২০১০, লর্ডস), রুবেল হোসেন (২০১০, হ্যামিল্টন) ও সৈয়দ খালেদ আহমেদের (২০২২, সেন্ট লুসিয়া)। হাসান মাহমুদের আগে এশিয়ানদের মধ্যে ভারতের মাটিতে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ইয়াসির আরাফাত, ২০০৭ সালের বেঙ্গালুরু টেস্টে।
মোটের ওপর ভারতের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম বোলার হাসান। এর আগের চারটিই ছিল দেশের মাটিতে, যথাক্রমে নাঈমুর রহমান (২০০০, ঢাকা), সাকিব আল হাসান (২০১০, চট্টগ্রাম), শাহাদাত হোসেন (২০১০, চট্টগ্রাম) ও মেহেদী হাসান মিরাজ (২০২২, মিরপুর)। ভারতের মাটিতে বাংলাদেশের বোলারদের এর আগের সেরা ছিল ২০১৯ সালে ইন্দোরে আবু জায়েদের ১০৮ রানে ৪ উইকেট। এবার হাসান শুধু পাঁচ উইকেটের নতুন কীর্তিই গড়েননি, ধারাবাহিকতায় নতুন দিনের গানও শুনিয়ে যাচ্ছেন।
ক্যারিয়ারে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হাসানের দুর্দান্ত বোলিং দেখে কাল চিদাম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে ভারতীয় সাংবাদিকদের মধ্যে কৌতূহল জাগে- কে এই হাসান? কীভাবে টেস্ট ক্রিকেটে এল এই তরুণ? হাসানকে আগের দিন প্রশংসায় ভাসিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। এক্সে হাসানকে নিয়ে তিনি লিখেছিলেন, ‘হাসান মাহমুদের বোলিং খুবই চিত্তাকর্ষক। এ ধরনের কন্ডিশনের জন্য যথাযথ বোলার। গতি ঠিকঠাক এবং দুই দিকেই বল সুইং করাতে পারে। তার এই তেজ কতক্ষণ স্থায়ী হয়, তা দেখা আকর্ষণীয় ব্যাপার হবে।’
৫ উইকেট পূরণের পর তার বোলিং-বন্দনা করেছেন আরেক ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার। পাশাপাশি তাঁকে একটি পরামর্শও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাঞ্জরেকার হাসানকে নিয়ে লিখেছেন, ‘হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি। আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে। বোলার হিসেবে সে শক্তিশালী, নিখুঁত। সে এমন এক লাইনে বল করে, যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে।’ বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়ে মাঞ্জরেকার আরও লিখেছেন, ‘ওপরের সবকিছু (কথাগুলো) অটুট রাখতে হলে তাকে কখনোই গতি কমানো যাবে না। তার জন্য শুভকামনা!’
গতকাল চেন্নাইয়ে ভারতের দ্বিতীয় ইনিংসেও মিতব্যয়ী বোলিং করলেও এখনও উইকেট পাননি এই পেসার। তবে তার আগেই ৪ টেস্টের ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন হাসান। ২২ ওয়ানডেতে নিয়েছেন ৩০ উইকেট এবং ১৮ উইকেট নিয়েছেন ১৮ টি-টোয়েন্টিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সুযোগের অভাবে বাংলাদেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারছে না: এনামুল