ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

ছবি: বিসিবি ফাইল ছবি

দিনের খেলা তখনও প্রায় দশ ওভার বাকি। আলোকস্বল্পতার কারণে খেলা গেল বন্ধ হয়ে। সেখানেই ইতি টানা হলো দিনের খেলার।

চেন্নাই টেস্টের তৃতীয় দিন আম্পায়ার যখন দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১৫৮। শান্ত ব্যাট করছিলেন ৬০ বলে ৫১ রানে, ১৪ বলে ৫ রানে সাকিব। জয় থেকে দল তখনও ৩৫৭ রান দূরে।

বাংলাদেশের ৪ উইকেটের তিনটিই নিয়েছেন আশ্বিন। অন্যটি বুমরাহর।

 ৫১৫ রানের রেকর্ড লক্ষ্যে চতুর্থ দিন রোববার বাংলাদেশ কতটা ব্যবধান কমাতে পারে সেটাই এখন দেখার।

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

হাটু গেড়ে ডিপ মিডউইকেট দিয়ে আশ্বিনকে দর্শনীয় ছক্কা হাঁকালেন মুশফিক। ভারতীয় স্পিনার শোধ নিলেন পরের বলেই। মিড-অফ থেকে দৌড়ে এসে দূর্দান্ত ক্যাচ নিলেন লোকেশ রাহুল। বেশ কয়েকবার রিপ্লে দেখে আউট দিলেন আম্পায়ার।

১৪৬ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ১১ বলে ১৩ রান করে ফিরলেন মুশফিক। এই উইকেট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়াশলের ৫১৯ উইকেট ছুঁলেন আশ্বিন। ইনিংসে এটি তার তৃতীয় শিকার।

৫৪ বলে ৪৪ রানে ব্যাট করা শান্তর নতুন সঙ্গী সাকিব।

সবশেষ: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৪ উইকেটে ১৫৫।  

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

থিতু হয়েও ইনিংস টেনে লম্বা করতে পারছেন না কেউ। এই তালিকায় সবশেষ সংযোজন মুমিনুল হক। আশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন তিনি।

ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে ১২৪ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ২৪ বলে ১৩ রান করে বোল্ড হলেন মুমিনুল। জয়ের জন্য এখনও দরকার ৩৮৮ রান।

শান্তর (৪৫ বলে ৩৬) নতুন সঙ্গী মুশফিকুর রহিম।

জাকিরের পর ফিরলেন সাদমানও

চা বিরতির পর দ্রুত ফিরেছিলেন জাকির হাসান। খানিক পর একই পথ ধরলেন আরেক ওপেনার সাদমান ইসলাম। আশ্বিনের বলে লিডিং এজ হয়ে শর্ট মিডউইকেটে শুবমান গিলকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

৬২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৮৬ রানে হারাল দ্বিতীয়টি। এখনও তারা জয় থেকে ৪২৭ রান দূরে।

সবশেষ: পানি পানের বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০। নাজমুল হোসেন শান্তর (২৬ বলে ২০*) নতুন সঙ্গী মুমিনুল হক (৯ বলে ৪*)।

ফিরলেন জাকির, এসেই শান্ত ছক্কা

আত্মবিশ্বাসের সাথেই খেলছিলেন জাকির হাসান। কিন্তু জাসপ্রিত বুমরাহর বলে হঠাৎ মনোযোগ হারালেন এই ওপেনার। ড্রাইভ নিতে গিয়ে গালিতে জয়সয়ালের দুর্দান্ত ক্যাচে পরিনত হলেন তিনি। লক্ষ্য তাড়ায় প্রথম উইকেট হারাল বাংলাশেদ।

চা বিরতির পর প্রথম তিন ওভার কেটেছে কঠিন পরীক্ষায়। চতুর্থ ওভারে গিয়ে ভুল করে উইকেট দিয়ে এলেন জাকির। এর আগে খেলেছেন ৪৭ বলে ৩৩ রানের ইনিংস। ভালো শুরু পেয়েও ইনিংসটা লম্বা করা হলো না তার।

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে ৬২ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

সবশেষ: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৫। সাদমান ইসলামের (৫৮ বলে ৩০*) নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত (১০ বলে ৮*)। আশ্বিনের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসী শুরু পেয়েছেন শান্ত।

রেকর্ড রান তাড়ায় বাংলাদেশের অত্মবিশ্বাসী শুরু

লক্ষ্যটা প্রায় অসম্ভবের কাছাকাছি। তবে রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুতে বেশ আত্মবিশ্বাসী বাংলদেশ। শুরুতেই জাকির হাসান ও সাদমান ইসলাম এনে দিয়েছেন ফিফটি জুটি।

চেন্নাই টেস্টে ভারতের ছুড়ে দেওয়া ৫১৫ রানের লক্ষ্যে চা বিরতির আগ পর্যন্ত ১৩ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলেছে বাংলাদেশ। ৩৮ বলে ৩২ রানে জাকির এবং ৪০ বলে ২১ রানে সাদমান ব্যাট করছেন।

জয় থেকে এখনও ৪৫৯ রানে দূরে বাংলাদেশ।

বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিল ভারত

সকাল থেকেই আগ্রহের বিষয় ছিল- কখন ইনিংস ঘোষণা করবে ভারত। বাংলাদেশের বিপক্ষে জয় পেতে কত রানকে নিরাপদ মনে করবেন দলটির অধিনায়ক রোহিত শর্মা? অবশেষে জানা গেল তা।

চেন্নাই টেস্টে জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে রান তাড়ার বিশ্ব রেকর্ড। শান্ত বাহীনিকে ৫১৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রোহিতের দল। প্রায় দেড়শ বছরের ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই আন্তর্জাতিক ক্রিকেটে। তার মানে এই টেস্টে জয় বাংলাদেশের কাছে অসম্ভবের কাছাকাছি। 

তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর ৫০ মিনিট ব্যাট করেছে ভারত। ৪ উইকেটে ২৮৭ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। অবিচ্ছিন্ন এই জুটি থেকে এসেছে ৫১ বলে ৫৩ রান।

বল হাতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদ ও নাহিদ রানার শিকার ১টি করে উইকেট।

সেঞ্চুরি করে ফিরলেন পান্ত, গিলও তিন অঙ্কে

ওয়ানডে ঘরোনার ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন ঋশাব পান্ত। তবে এরপর টিকলেন না বেশিক্ষণ। মেহেদি হাসান মিরাজকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন এই কিপার-ব্যাটার। মিরাজেরই পরের ওভারে তিন অঙ্ক স্পর্শ করলেন গিল।

দুই শতকে ভারত লিড নিয়েছে ৪৮৩ রানে।

১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রানের ইনিংস খেললেন পান্ত। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। প্রায় ৭০০ দিন পর এই সংস্করণে ফিরেই শতকের দেখা পেলেন এই স্টাইলিশ ব্যাটার। তার বিদায়ে ভাঙে ১৬৭ রানের চতুর্থ উইকেট জুটি।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর শেষ করে ভারতের ফেরার পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান এরপর টেস্টে ফিরলেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়েই।

সেঞ্চুরির সামনে এসে বেশ সাবধানী চিলেন গিল। অবশেষে মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক পূর্ণ করেন এই টপ-অর্ডার ব্যাটার। ১৬১ বলে ৯টি চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি।

গিল-পান্তের ব্যাটে পিষ্ট বাংলাদেশ

প্রথম সেশনে বল হাতে সাফল্য পেল না বাংলাদেশ। ঋশাব পান্ত ও শুবমান গিলের ব্যাটে বিশাল সংগ্রহের পথে ভারত।

চেন্নাই টেস্টের তৃতীয় দিন শনিবার প্রথম সেশন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। বাংলাদেশের ঘাড়ে ইতোমধ্যে চেপেছে ৪৩২ রানের বোঝা।

১৩৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৬ রানে ব্যাট করছেন গিল। ১০৮ বলে ৯টি চার ও ৩ ছক্কায় ৮২ রানে ব্যাট করছেন পান্ত। অবিচ্ছিন্ন এই জুটি থেকে এসেছে ৩১.৪ ওভারে ১৩৮ রান।

দলের কঠিন সময়ে পান্তের সহজ ক্যাচ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া উড়িয়ে মারতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন পান্ত। লং অন থেকে অনেকটা দৌড়ে বলের নিচে গেলেও হাতে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৭২ রানে বেঁচে যান পান্ত।

৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শুরু করে ভারত। প্রথম সেশনে ২৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান তুলেছে দলটি। ওয়ানডে ঘরোনার ব্যাটিং করছেন দুই অপরাজিত ব্যাটার।

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলেছেন, পান্ত–গিলের ব্যাটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষা পড়ে গেছে! ৭২ রানে পান্তের সহজ ক্যাচ মিস তারই প্রমাণ। আগের ওভারে হাসান মাহমুদও পন্তের ক্যাচ মিস করেন।

প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ভারত দ্বিতীয় ইনিংস: ৫১ ওভারে ৩ উইকেটে ২০৫। দুই ইনিংস মিলিয়ে ৪৩২ রানের লিড নিয়েছে ভারত।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম

চোট নিয়ে খেলছেন সাকিব: যে প্রশ্ন তুললেন তামিম

কুমিল্লার আদালতে মামলা স্থগিতেও সাবেক আইনমন্ত্রীর প্রভাব

কুমিল্লার আদালতে মামলা স্থগিতেও সাবেক আইনমন্ত্রীর প্রভাব

আ'লীগের মতো বিএনপিও যদি জুলুম করে জনগণ যাবে কোথায়? - সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

আ'লীগের মতো বিএনপিও যদি জুলুম করে জনগণ যাবে কোথায়? - সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হওয়ায় সাংবাদিক ইউনিয়ন যশোরের অভিনন্দন

এম আবদুল্লাহ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হওয়ায় সাংবাদিক ইউনিয়ন যশোরের অভিনন্দন

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্্যালী সমাবেশ অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য র্্যালী সমাবেশ অনুষ্ঠিত