৯ উইকেট নেই বাংলাদেশের
৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
বুমরার বলে স্লিপে ক্যাচ দিলেন মিরাজ। এসে টিকলেন না তাইজুল ইসলাম ও হাসান মাহমুদও। ৬ উইকেটে ২২৪ থেকে মুহূর্তেই বাংলাদেশের স্কোর হয়ে গেল ৯ উইকেটে ২৩১!
অন্য প্রান্ত আগলে রেখে এখনও লড়ছেন মুমিনুল। ইনিংস টেনে নিতে তার শেষ ভরসা খালেদ আহমেদ।
সবশেষ: বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৩.৪ ওভারে ২৩৩/৯। (মুমিনুল ১০৭*, খালেদ ০*)
মুমিনুলের ১০০, বাংলাদেশের ২০০
মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারের দ্বিতীয় বলে আশ্বিনকে সুইপ শটে বাইন্ডারি হাঁকালেন মুমিনুল হক। এই শটেই তিন অঙ্ক স্পর্শ করলেন মুমিনুল, বাংলাদেশ পৌঁছে গেল ২০০ রানের ঘরে।
১৭২ বলে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি করলেন মুমিনুল। বাউন্ডারি ১৬টি, একটি ছক্কা।
টেস্ট ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার দেশের বাইরে সেঞ্চুরি করলেন মুমিনুল। প্রথমটি করেছিলেন ২০২১ সালের এপ্রিলে, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে।
পরে আরও ২ রান যোগ করেছেন নামের পাশে। ৬ রানে অপরাজিত থাকা মিরাজকে নিয়ে লাঞ্চের পর ১০২ রানে আবার ব্যাটিং শুরু করবেন মুমিনুল।
কানপুর টেস্টের টানা দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ৯৮ রানে যোগ করতে গিয়ে মুশফিক, লিটন ও সাকিবের উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। তা থেকে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান।
সবশেষ স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ৬৬ ওভারে ২০৫/৬
ছক্কা হাঁকাতে গিয়ে ধরাশায়ী সাকিব
রবিচন্দ্রন আশ্বিনের মুখোমুখি হওয়া প্রথম বলেই দারুণ কাভার ড্রাইভে চার মেরেছিলেন সাকিব আল হাসান। পরের বলে ছক্কায় ওড়াতে গিয়ে টাইমিং হলো না ঠিক মতো। মিড অফ থেকে পিছনের দিকে দৌড়ে অসাধারণ ক্যাচ নিলেন মোহাম্মদ সিরাজ।
১৭ বলে ৯ রান করে ফিরলেন সাকিব। ৫৬ ওভারে ১৭০ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। অন্য প্রান্ত আগলে রেখেছেন মুমিনুল হক (১৪৬ বলে ৭৬)। তার নতুন সঙ্গী মেহেদি হাসান মিরাজ।
লিটনকেও হারালেন মুমিনুল
সঙ্গীর অভাব বোধ করছেন মুমিনুল হক। লিটন দাসকেও সাজঘরে যেতে দেখলেন অপর প্রান্ত থেকে। মোহাম্মদ সিরাজের বলে মিড-অফে এক হাতে লিটনের দারুণ ক্যাচ নেন রোহিত শর্মা।
৫০তম ওভারে ১৪৮ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। লিটন করেছেন ৩০ বলে ১৩। ৬২ রানে ব্যাট করছেন মুমিনুল। তার নতুন সঙ্গী সাকিব আল হাসান।
দিনের শুরুতেই মুশফিককে হারাল বাংলাদেশ
কানপুরে টানা দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে দিনের শুরুতেই জাসপ্রিত বুমরার শিকার হয়ে ফিরেছেন মুশফিকুর রহিম।
দিনের ষষ্ঠ ওভারের দ্বিতীয় ডেলিভারি ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়েছিলেন মুশফিক। বল বেরিয়ে যাওয়ার সময় বেলস ফেলে দেয়। দলীয় ১১২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
মুমিনুল হকের নতুন সঙ্গী লিটন এসেই বুমরার পরের ওভারে চার মেরেছেন তিনটি। প্রথমটি কভার–পয়েন্ট দিয়ে ড্রাইভ শটে, দ্বিতীয়টি কভার ড্রাইভে এবং তৃতীয়টি স্কয়ার লেগ দিয়ে।
সবশেষ স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ৪৪.২ ওভারে ১৩২/৪। (মুমিনুল ৪৭*, লিটন ১২*)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি