ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

ঘটনাবহুল দিনে পিছিয়ে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

ম্যাচের অর্ধেকের বেশি সময় কেড়ে নিয়েছে বেরসিক বৃষ্টি। বাকি যে সময়টুকু আছে তার মধ্যেই ম্যাচের ফল বের করে আনতে মরিয়া ভারত। যে কারণে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ইনিংস ঘোষণা করেছে দলটি। গড়েছে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রানের দলীয় রেকর্ড। জবাবে শেষ দিন আরও বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ।

কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ভারতের চেয়ে এখনও তারা ২৬ রানে পিছিয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে স্রেফ ৩৪.৪ ওভারে ওভারপ্রতি আটের উপরে রান তুলে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

এদিন উইকেট পড়েছে মোট ১৮টি। ছক্কা হয়েছে ১২টি। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে দিন শুরু করে সফরকারী দলটি। ৪০ রানে ব্যাটিং শুরু করা মুমিনুল হক ক্যারিয়ারের ১৩তম শতক তুলে নিয়ে অপরাজিত থাকেন ১০৭ রানে। অন্য প্রান্তে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

প্রথম সেশনে আউট হন মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। মুমিনুল আরেক প্রান্তে দারুণ খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি।

লাঞ্চের পর মিরাজ আউট হওয়ার পরই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৪ উইকেটের পতন হয় ৯ রানের মধ্যে।

ভারতের সব বোলারই পান উইকেটের দেখা। ৫০ রানে সর্বোচ্চ ৩টি শিকার ধরেন জাসপ্রিত বুমরা। ২টি করে নেন সিরাজ, আশ্বিন ও আকাশ। খালেদের শেষ উইকেটটি নিয়ে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জাদেজা।

ক্যারিয়ারের ১৩তম টেস্ট শতক হাঁকানো মুমিনুল ১৯৪ বলে ১০৭ রানের ইনিংসটি সাজান ১৭টি চার ও ১ ছক্কায়।দেশের বাইরে তার দ্বিতীয় শতরান এটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করা শান্ত বিদায় নিয়েছিলেন প্রথম দিনেই। ৪২ বলে ২০ রান করেন মিরাজ।

জাবাবে শুরু থেকেই ঝড় তোলেন রোহিত শর্মা ও ইয়াসভি জয়সয়াল। নিজের প্রথম দুই  বলই ছক্কায় ওড়ান রোহিত। প্রথম ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকান জয়সয়াল।

রোহিত অবশ্য বেশিদূর যেতে পারেননি। তবে উপহার দেন স্রেফ ১৮ বলে ৫০ রান। টেস্টে বলের হিসাব রাখার পর থেকে যা দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড। রোহিতকে বোল্ড করে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। ১১ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৩ রান করেন রোহিত।

বাংলাদেশের বোলারদের তুলোধুনা করে স্রেফ ৬১ বলে দলীয় একশ’ পার করেছে স্বাগতিকরা। টেস্টে যা দ্রুততম দলীয় শতকের রেকর্ড। দ্রুততম শতকে নিজেদের রেকর্ড ভেঙেছে ভারত। দলটি ১২.২ ওভারে দলীয় শতক করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, গত বছর, পোর্ট অব স্পেনে।

৩১ বলে ফিফটি পূর্ণ করে ৫১ বলে ১২টি চার ও ২ ছক্কায় ৭২ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন জয়সয়াল।

বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন সাকিব। নিজের টানা ওভারে শুবমান গিল ও ঋশাভ পান্তকে ফেরান এই স্পিনার। ১৪১ রানে তৃতীয় ও ১৫৯ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

দুটি ক্যাচই নেন হাসান। লং অফ থেকে নেন ৩৬ বলে ৩৯ রান করা গিলের ক্যাচ। ১১ বলে ৯ রান করা পান্তের ক্যাচ নেন অং অফ থেকে।

৫০, ১০০ ও ১৫০ রানের পর দ্রুততম ২০০ রানের রেকর্ডও হয়েছে আজই। টেস্ট ক্রিকেটে এত দিন দ্রুততম দুই শ ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়া–পাকিস্তানের সিডনি টেস্টে, স্বাগতিকদের লেগেছিল ২৮.১ ওভার। কানপুরে ভারত আজ বাংলাদেশের বিপক্ষে দুই শয় পৌঁছায় ২৪.২ ওভারে।

বিরাট কোহলিকে বোল্ড করে ৫৯ বলে ৮৭ রানের জুটি ভাঙেন সাকিব। এরপর আর তেমন জুটি পায়নি ভারত। চারটি করে উইকেট নেন মিরাজ ও সাকিব।

জবাবে দ্বিতীয় ইনিংসে অষ্টম ওভারে জাকিরকে হারায় বাংলাদেশ। নাইটউয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও হন আশ্বিনের শিকার। এক দিনে দুবার ব্যাটে নামা মুমিনুল ২ বল খেলে অপরাজিত আছেন। সামদানকে (৪০ বলে ৭) নিয়ে শেষ দিন শুরু করবেন তিনি।

টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। এরপর টানা দুই দিনের খেলা বৃষ্টির বাধায় হয়েছে পরিত্যক্ত। চতুর্থ দিনে দেখা গেল অদ্ভুদ সব ঘটনা। এখন অপেক্ষা শেষ দিনের।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সেঞ্চুরির সপ্তমে বিপিএল
লিটনের ম্যাচে নায়ক থিসারা
হার দিয়েই জ্যোতিদের উইন্ডিজ সফর শুরু
আরও

আরও পড়ুন

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

অস্ত্র মামলায় মামুন খালাস

অস্ত্র মামলায় মামুন খালাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী