বাংলাদেশের টি-টোয়েন্টির চ্যালেঞ্জ!
০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
ম্যাচ জেতার সামান্য সুযোগ থাকলেও সেটা নিতে চাইবে ভারত, এই আভাস আগেই মিলেছিল। সেই চেষ্টাই চালাচ্ছে তারা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যা করেছেন, দেখে মনে হয়েছে টিভিতে সরাসরি কোনো টেস্ট ম্যাচ নয়, টি-টেন ম্যাচের হাইলাইটস চলছে! বৃষ্টিতে প্রথম তিন দিনে মাত্র ৩৫ ওভার খেলা হলেও চতুর্থ দিন শেষে কানপুর টেস্টে ফলাফলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই চ্যালেঞ্জ উৎরাতে বাংলাদেশকেও দেখাতে হবে টি-টেনের মনসিকতা।
পরপর দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কানপুর টেস্টের চতুর্থ দিনে হলো প্রায় সব কিছু। সারা দিনে খেলা হওয়া ৮৫ ওভারে দুই মিলিয়ে পড়েছে ১৮টি উইকেট, বিপরীতে তারা করেছে ৪৩৭ রান। দিন শেষে চালকের অবস্থানে স্বাগতিকরাই। বাংলাদেশককে ২৩৩ রানে অলআউট করে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। এরই মধ্যে ড্রেসিং রুমে ফিরেছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। সাদমান ইসলাম ৪০ বলে ৭ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক ২ বলে ০ রানে শেষ দিনের খেলা শুরু করবেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই করেন মুমিনুল। দেশের বাইরে দ্বিতীয় ও সব মিলিয়ে ১৩তম সেঞ্চুরিতে ১০৭ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। আর কেউ ৪০ রানও করতে পারেননি। এরপর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে ভারত। মাত্র ৩ ওভারে পঞ্চাশ, ১০.১ ওভারে একশ, ২৪.২ ওভারে দুইশ রান করে ফেলে তারা। তিনটিই টেস্ট ইতিহাসের দ্রæততম। শেষ পর্যন্ত ২৮৫ রানে নবম উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা দেন রোহিত। এর আগে কখনও এত কম রানে প্রথম ইনিংস ঘোষণা করেনি ভারত। স্বাগতিকদের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৭২ রান করেন জয়স্বী জয়সওয়াল। লোকেশ রাহুল খেলেন ৪৩ বলে ৬৮ রানের ইনিংস। ভিরাট কোহলির ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৭ রান। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
এদিন লাঞ্চের পর বাংলাদেশকে ২৩৩ রানে গুটিয়ে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি অ্যাপ্রোচ বেছে নেয় ভারত। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ছেড়ে দেয় তারা। এরপর ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনারদের চেপে ধরে তারা। প্রবল চাপ শুরুর আধঘন্টা পার করে দিলেও ৮ম ওভারে কাটা পড়েন জাকির হাসান। রবীচন্দ্রন অশ্বিনের দারুণ অফ অফ স্পিনে এলবিডবিøউ হন তিনি। তিনে নাইটওয়াচ ম্যাচ হাসান মাহমুদকে পাঠায় বাংলাদেশ, লাভ হয়নি। অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে তিনি টিকতে পারেন ৯ বল, করেন ৪ রান। ২৬ রানে ২ উইকেট হারানো সফরকারীরা ৩ উইকেটও হারাতে পারত। ৭ রানে থাকা সাদমানের ক্যাচ সিøপে রাখতে পারেননি লোকেশ রাহুল।
প্রথম দিনের ৩৫ ওভারের পর দ্বিতীয় ও তৃতীয় দিন ভেসে যায় প্রতিক‚ল আবহাওয়ায়। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নেমে মুমিনুল ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। তার একার সেঞ্চুরিতে দুইশো ছাড়িয়ে থামে বাংলাদেশ। লাঞ্চের পর ব্যাটিং পেয়ে ভারতীয়রা মাতে চার-ছক্কায়। মাত্র ৩ ওভারে দলীয় পঞ্চাশ, ১০.১ ওভারে একশো রান করে বিশ্বরেকর্ড গড়ে গেলে। এরপর দ্রæততম দেড়শো, দুইশো, আড়াইশো রানের রেকর্ডও নিজেদের করে নেয় তারা। টি-টোয়োন্টি গতিতে ওভার প্রতি আটের উপর রান আনতে থাকেন স্বাগতিক ব্যাটাররা। যশভি জয়সওয়াল, লোকেশ রাহুল ফিফটি পেলেও অবদান আছে বিরাট কোহলি, শুবমান গিল, রোহিত শর্মাদের। ক্রিজে যারাই গেছেন দ্রæত রান বাড়ানোর প্রয়াস ছিলো সবার ব্যাটে।
শেষ সেশনে বাংলাদেশকে ১০ ওভারের বেশি ব্যাট করিয়ে একাধিক উইকেট ফেলতে চেয়েছিল তারা। ২১ ওভার আগে ইনিংস ছেড়ে ১১ ওভার সফরকারীদের ব্যাট করিয়ে ২ উইকেট তুলতে পেরেছে তারা। রাহুল সাদমানের ক্যাচ না ফেললে উইকেট পড়তে পারত তিনটা। শেষ দিনে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধাঘন্টা আগে। খেলায় ফল আসার জন্য ভারতের প্রবল চেষ্টার বিপরীতে বাংলাদেশের অ্যাপ্রোচ কেমন হবে দেখার বিষয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি