এমন ম্যাচও বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৪, ০২:৩০ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
ম্যাচের অর্ধেকেরও বেশি সময় কেড়ে নিয়েছিল বৃষ্টি। সম্ভাব্য ফল ছিল তাই ড্র। কিন্তু জয় পেতে ভারত ছিল মরিয়া। বাংলাদেশও মেলে ধরে ব্যাটিংয়ে ব্যর্থতার চূড়ান্ত প্রদর্শণী। কানপুরে তাই আড়াই দিনে রূপ নেওয়া টেস্টেও প্রায় দেড় সেশন হাতে রেখেই বিশাল ব্যবধানে হেরে গেল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। স্রেফ ৯৫ রানের লক্ষ্য দ্বিতীয় সেশনে ১৭.২ ওভার ব্যাটিং করেই পূরণ করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও ঝড়ো ফিফটি করেছেন যশস্বী জয়সয়াল।
বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পরও দুর্দান্ত বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ে জয় আদায় করে নিল ভারত। শেষ দিনের অর্ধেক সময় তখনও বাকিই ছিল।
ম্যাচের চার ইনিংসে খেলা হয়েছে মোট ১৭৩.২ ওভার। সব মিলিয়ে তাই বলা যায়, এই টেস্টে খেলা হয়েছে দুই দিনেরও বেশ কম সময়।
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো সফরকারী দলটি।
বাংলাদেশের পরাজয়ের ভীত রচনা হয়েছিল চুতুর্থ দিনেই। মুমিনুল হকের সেঞ্চুরির পরও স্রেফ ২৩৩ রানে গুটিয়ে যায় দল। পরে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে টেস্টে দলীয় দ্রুততম সংগ্রহের রেকর্ড গড়ে ভারত প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৮৫ রানে, ৫২ রানে এগিয়ে থেকে। দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ।
শেষ দিনে বাংলাদেশের সামনে লড়াই ছিল তাই টিকে থেকে ম্যাচটা ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার। সেই লড়াইয়ে সাত সকালে শুরুতেই ফেরেন মুমিনুল। তবু নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামের ফিফটি জুটিতে ড্রয়ের পথেই ছিল দল।
দলপতি শান্তর এক ভুলেই বাংলাদেশের ব্যাটিং পড়ে অবিশ্বাস্য ধ্বসে। ৩ রানের ব্যবধানে হারায় ভারসার ৪ উইকেট। ৩ উইকেটে ৯১ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৯৪ রানে ৭ উইকেট! একে একে সাজঘরে ফিরেন শান্ত, সাদমান ইসলাম, লিটন দাস ও সাকিব আল হাসান। এর তিনটিই নেন রবীন্দ্র জাদেজা।
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারও মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে বুমরাহর স্লো অফ কার্টারে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করতে পারে ১৪৬ রান।
ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন সাদমান। ভারতের মাটিতে যা বাংলাদেশের কোনো ওপেনার প্রথম ফিফটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ২০ রানও নেই আর কারও।
মামুলি লক্ষ্যে ভারতের জয় নিয়ে কোনো শঙ্কা ছিল না। আগ্রহের বিষয় ছিল প্রথম ইনিংসে ওভারপ্রতি সাড়ে আটের উপরে রান করা দলটি এবার কত দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারে। রোহিত শর্মা ও শুবমান গিলকে বেশি দূর যেতে দেননি মিরাজ। তবে জয়সয়াল ও কোহলি ধিলেন দৃঢ়প্রতিজ্ঞ। জয় থেকে ৩ রান দূরে থাকতে জয়সয়ালকে ফেরান তাইজুল। বাকিটা ঋশাভ পান্তকে নিয়ে সহজেই সারেন কোহলি।
জয়সয়াল দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ব্যাটিং করেছেন। ফিফটি করেছেন ৪৩ বলে। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন ৩১ বলে। দুই ইনিংসে যথাক্রমে ৭২ ও ৫১ রান করে ম্যাচের নায়ক এই ওপেনারই।
ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায়ি করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি বলেন, 'দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করতে হবে।'
আগামী রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬ (আগের দিন ২৬/২) (সাদমান ৫০, মুমিনুল ২, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*; বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ১০, জয়সয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*; মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: যশস্বী জয়সয়াল।
ম্যান অব দা সিরিজ: রাভিচান্দ্রান অশ্বিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯