মাস না ঘুরতেই উল্টো পিঠ দেখল বাংলাদেশ
০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম দিন- মাস ঘুরতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুই-ই দেখে ফেলল বাংলাদেশ দল। গত মাসের শুরুতে পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই দলটা এ মাসের প্রথম দিন ভারত সফরে টেস্ট সিরিজে হলো ধবলধোলাই। গতকাল কানপুর টেস্টের শেষ দিনে রোহিত-কোহলি-বুমরাহদের কাছে অসহায় আত্মসমর্পণের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার সাতে নেমে গেছে নাজমুল হোসেনের দল। ভারতের কাছে বাংলাদেশ ৭ উইকেটে হেরে যাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পরের টেস্ট সিরিজ এই প্রোটিয়াদের বিপক্ষেই, দেশের মাটিতে। অর্থাৎ বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে টেম্বা বাভুমার দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব পয়েন্ট দিয়ে নয়; পয়েন্টের শতকরা হার দিয়ে নির্ধারিত হয়। সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮, পাঁচে উঠে আসা দক্ষিণ আফ্রিকার ৩৮.৮৯। ২০২৩-২৫ চক্রে মোট ১২ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮টি এরই মধ্যে খেলে ফেলেছে। জিতেছে ৩টি, হেরেছে ৫টি। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শেষ দুটি নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। সেই হিসেবে ৩ জয়ে বাংলাদেশের পয়েন্ট হওয়ার কথা ৩৬। কিন্তু গত আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়ের আনন্দের রেশ থাকতেই দুঃসংবাদ পায় নাজমুলের দল। ওই টেস্টে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশের ৩ পয়েন্ট কেটে নেয় আইসিসি। তাই দলটির বর্তমান পয়েন্ট ৩৩। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব কটি (মোট ৪টি) ম্যাচ জিতলে বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৮১। সে ক্ষেত্রে পয়েন্টের শতকরা হার হবে ৫৬.২৫। শীর্ষে থাকা ভারতের এখন পয়েন্ট ৭৪.২৪ শতাংশ, অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। টানা তৃতীয় চক্রে ফাইনাল খেলার পথে অনেকটা এগিয়েও গেছে ভারত। আগামী বছর জুনে লর্ডসে হবে ফাইনাল।
ভারতের কাছে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হলেও এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পারফরম্যান্স আগের দুবারের তুলনায় ভালো। ২০১৯-২১ প্রথম চক্রে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ২০২১-২৩ দ্বিতীয় চক্রে জিতেছিল একটি- ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট। এবার ৪ ম্যাচ বাকি থাকতেই জিতেছে ৩ ম্যাচ। পাকিস্তানকে ধবলধোলাই করার আগে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছে সিলেট টেস্ট। বাংলাদেশের এবারের প্রাপ্তি একেবারেই কম নয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি