সাউদির পদত্যাগ, নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক ল্যাথাম
০২ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বড় পরাজয়ের পর নিউজিল্যান্ড দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম সাউদি। তার স্থানে নতুন অধিনায়ক হিসেবে টম ল্যাথামের নাম ঘোষণা করা হয়েছে।
কেন উইলিয়ামসের কাছ থেকে দুই বছরের কম সময় আগে উত্তরাধিকার সূত্রে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন অভিজ্ঞ সিম বোলার সাউদি। পদ থেকে সড়ে দাঁড়ানোর সময় সাউদি বলেছেন এটাই এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে ভাল সিদ্ধান্ত। একজন খেলোয়াড় হিসেবে তিনি এখন দলের জন্য অবদান রাখার উপর গুরুত্ব দিতে পারবেন। এসময় তিনি ল্যাথামের প্রতি শুভকামনাও জানিয়েছেন।
উদ্বোধনী ব্যাটার ল্যাথাম এর আগে নয়টি টেস্টে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। আগামী ১৬ অক্টোবর থেকে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে ল্যাথাম পূর্ণাঙ্গভাবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে বলা হয়েছে সাউদিকে আসন্ন ভারত সফরের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। সপ্তাহের শেষে এই দল ঘোষনা করা হবে।
সাউদি বলেছেন ২০২২ সালের ডিসেম্বর থেকে ১৪ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়া সত্যিই সম্মানের বিষয় ছিল। এই সময়ের মধ্যে নিউজিল্যান্ড ছয়টি জয়, ছয়টিতে ড্র করলেও ছয়টিতে পরাজিত হয়েছে।
গত দুই বছর যাবত নিউজিল্যান্ড টেস্ট দলের ফলাফল সন্তোষজনক ছিলনা। এর মধ্যে গলে শ্রীলঙ্কার কাছে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে কিউইরা।
এক বিবৃতিতে সাউদি বলেছেন, ‘পুরো ক্যারিয়ার জুড়ে আমি সবসময় চেষ্টা করেছি দলকে সবসময়ই সামনে এগিয়ে রাখতে। আমি বিশ্বাস করি আজকের এই সিদ্ধান্ত পুরো দলের জন্যই ভাল হয়েছে। এর ফলে আমি মাঠে নিজের পারফরমেন্সের প্রতি আরো বেশী মনোযোগী হতে পারবো। আবারো নিজের সেরা ফর্মে ফিরে টেস্টে নিউজিল্যান্ডের জয়ে অবদান রাখতে পারবো।’
ডান-হাতি সীমার সাউদি নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাবেক তারকা রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন। ১০২ ম্যাচে তিনি ২৯.৯ গড়ে এ পর্যন্ত ৩৮২ উইকেট দখল করেছেন।
কোচ গ্যারি স্টিড স্বীকার করেছেন অধিনায়ক হিসেবে সাউদির বিশাল অবদান ছিল। একইসাথে তিনি আশা প্রকাশ করেছেন টেস্টে আবারো পুরনো রূপে তিনি সাউদিকে দেখতে পাবেন।
স্টিড বলেন, ‘যা কিছু তুমি ভালবাসো সেটাকে হুট করেই তুলে রাখা মোটেই সহজ কাজ নয়। টিম একজন সত্যিকারের ভাল খেলোয়াড়। দলের সেরা স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাউদি আমাদের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। টেস্ট দলকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা এখনো তার সার্ভিস প্রত্যাশা করি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি