প্রথমবার ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি ব্যবহার!
০৩ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
ক্রিকেটকে আরও সূক্ষ্ম ও রোমাঞ্চকর খেলায় পরিণত করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে। তেমনই এক নতুন পদ্ধতি দেখা যাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আজ থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির প্রথম কোনো ইভেন্ট হিসেবে ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি দেখা যাবে। যার জন্য ম্যাচের ভেন্যুতে ন্যূনতম ২৮টি ক্যামেরা সক্রিয় থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হলেও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বাংলাদেশে বসার কথা ছিল। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক পালাবদলের কারণে বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতিতে পরে মধ্যপ্রাচ্যের দেশে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়। এবারের টুর্নামেন্টটি দিয়ে মেয়েদের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। যেখানে ছেলেদের সমান অর্থ পুরস্কার রেখেছে আইসিসি। গত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি তিন গুণেরও বেশি বাড়িয়ে ৭.৯৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। মেয়েদের বিশ্বকাপে এবার প্রথমবার ব্যবহার করা হবে ‘স্মার্ট রিপ্লে’ পদ্ধতি। এর আগে এই প্রযুক্তির ব্যবহার দেখা গিয়েছিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’ এবং ২০২৪ আইপিএল আসরে। এবার তা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথমবার প্রয়োগ করা হবে। এ নিয়ে এক বিবৃতিতে আইসিসি জানায়,‘প্রতিটি ম্যাচ কভারে ন্যূনতম ২৮টি ক্যামেরা কাজ করবে এবং নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের মানও থাকবে উন্নত।’ বিবৃতিতে আরও বলা হয়,‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রতিটি ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে, এর সঙ্গে হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম টিভি আম্পায়ারদের বিভিন্ন এঙ্গেলের ফুটেজ ও বিশ্লেষণ সরবারাহ করবে। যা আরও যথার্থ ও স্বচ্ছ করে তুলবে তাদের সিদ্ধান্তকে।’
গত আইপিএলে এই প্রযুক্তির ব্যবহারের পর বেশ আলোচনা শুরু হয়। যা দেখে আন্তর্জাতিক ক্রিকেটেও অত্যাধুনিক এই পদ্ধতি আনার প্রয়োজনীয়তা বোধ করে আইসিসি। এ ছাড়া এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং ও ম্যাচ অফিসিয়াল হিসেবে কেবল নারীদের রাখা হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি