চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণ বাংলাদেশ
০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। কানপুরে শেষ টেস্ট চলাকালীনই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত দলটি গতকাল অনুশীলনও করেছে প্রথম ম্যাচের ভেন্যু গোয়ালিয়রে। টেস্ট সিরিজের দলে থাকা পাঁচজনও যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে।
আগামী ২০২৬ টি- টোয়েন্টি বিশ^কাপসে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই হিসেবে তারণ্য নির্ভর একটি দলকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন নির্বাচকরা। পরীক্ষা-নীরিক্ষার শুরুটা হবে এই ভারত সফর দিয়েই। এই সিরিজের দলে ঠাঁই পাওয়া তরুণরাই শোনাচ্ছেন আশার বানী। নিজেদের সবদিক থেকে এগিয়ে রাখছেন তাদেরই একজন তানজিম হাসান সাকিব। সাদা পোশাকে ভালো করতে না পারলেও রঙিন পোশাকে সব দিক থেকেই নিজেদের এগিয়ে রাখছেন তরুন এই পেসার, ‘সবদিক থেকে আমরা নিজেদের এগিয়ে রাখব। আমরা নিজেদের শতভাগ দেব। একটা ম্যাচ জিততে গেলে প্রতিটি বিভাগে আপনাকে ভালো করতে হবে। আমরা যেন প্রতিটি বিভাগে ভালো করতে পারি এবং নিজেদের সেরাটা দিতে পারি, সেজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব জায়গায় আমাদের নজর থাকবে।’
নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৩ এর জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলেননি মিরাজ। টি-টোয়েন্টিতে ভালো করা তরুণ তুর্কি তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। তাদের সঙ্গে ভারসাম্য বাড়াবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা সমৃদ্ধ পেস আক্রমণ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা। দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। সেই শূন্যতা পূরণ করতেই এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও এবারই প্রথম টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে রাকিবুল হাসানকে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর থেকে নিয়মিতভাবে পারফর্ম করছেন ঘরোয়া ক্রিকেটে। সেই পারফরম্যান্সের সুফল পেলেন বাঁহিত এ স্পিনার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে নিজের অনুভূতির কথা জানান রাকিবুল, ‘ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই সবার লক্ষ্য থাকে সেরাটা দেওয়ার। আমি নিজেও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ রাকিবুল ডাক পেয়েছেন ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। স্বাভাবিকভাবে সিরিজটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। একাদশে সুযোগ পেলে সেই চ্যালেঞ্জ জয় করতে চান বাঁহাতি এ স্পিনার, ‘চ্যালেঞ্জ সবসময় থাকে, এখন এটাও একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমি ভালোবাসি। চ্যালেঞ্জ থাকবেই তারপরও চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কীভাবে ভালো করা যায় সেটাই বড় লক্ষ্য থাকবে।’
সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ছিলেন রাকিবুল। তবে সুযোগ পাননি একাদশে। হুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার স্বাদ পান তিনি। তবে জাতীয় দলের হয়ে এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ভারত সফরে ফুরাতে পারে তার সে-ই অপেক্ষা। সাকিব না থাকায় বাঁহাতি স্পিনারের শূন্যতা পূরণ করতে তার ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তার প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বিশ্বকাপ দলে থাকা তানভিরের হাত ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে খেলার বাইরে আছেন। তার জায়গায় রাকিবুলকে বিবেচনা করা হয়েছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী অনেকে ছিলেন। কিন্তু তার পারফরম্যান্স এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টিম কম্বিনেশন।’
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে ভারত সফর শেষ করবে শান্তর দল। দেখা যাক, অভিজ্ঞ আর তারুণের মিশেলে তৈরি দলটি রঙিন পোষাকে ভারত সফর কতটা রাঙাতে পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প