ভারত হারলেই ওঠে বিতর্ক!
০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
নিউজিল্যান্ডের ইনিংসে ১৪তম ওভার। ভারতের স্পিন অলরাউন্ডার দীপ্তি শর্মার শেষ বলটি লং অফে খেলে ১ রান নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। লং অফে বলটি ধরে থ্রো না করে হাতে রেখেই দৌড়ে আসছিলেন ভারতের হারমানপ্রীত কৌর। এই সুযোগে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন অ্যামেলিয়া ও সোফি ডিভাইন। কিন্তু ওভার শেষ হওয়ায় ততক্ষণে আম্পায়ারের কাছ থেকে টুপিটা নিয়ে নিয়েছেন বোলার দীপ্তি শর্মা। ‘ওভার’ ডেকে তার হাতে টুপিটা তুলে দেন আম্পায়ার। ঝামেলাটা বেধেছে ঠিক এখানেই। অ্যামেলিয়া রানটি নিতে পারেননি। স্ট্রাইক প্রান্তে রানআউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন। সীমানা পার হওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন। এমন সময় চতুর্থ আম্পায়ার তাঁকে ফিরিয়ে আনেন। অ্যামেলিয়াকে জানানো হয়, তিনি আউট হননি। রানআউটের ঘটনাটি ঘটার আগেই বল ‘ডেড’ হয়ে গেছে। কারণ, দ্বিতীয় রান নিতে দৌড় শুরুর আগেই ‘ওভার’ ডেকে ফেলেন আম্পায়ার।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গতপরশু রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে এই ঘটনা ঘটে। ভারতের অধিনায়ক হারমানপ্রীত মাঠের দুই আম্পায়ার অ্যানা হ্যারিস ও জ্যাকুলিন উইলিয়ামসের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। মাঠের দুই আম্পায়ারের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলার পাশাপাশি সীমানার কাছাকাছি গিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গেও উত্তেজিতভাবে কথা বলেন হারমানপ্রীত। ভারতের কোচ অমল মজুমদারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়েন। ৭ মিনিটের বেশি সময় বন্ধ ছিল খেলা। তবে শেষ পর্যন্ত অ্যামেলিয়া আউট হননি। কারণ, আম্পায়ার ‘ওভার’ ডাকার সঙ্গে সঙ্গে ডেলিভারিটি ‘ডেড’ হয়ে গেছে। তারপর ওই ডেলিভারিতে আর কোনো ঘটনা আমলে নেওয়ার সুযোগ নেই। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসির প্লেয়িং কন্ডিশনে ২০.১ অনুচ্ছেদে এই নিয়মের কথা বলা আছে।
ভারত ম্যাচটি হেরেছে ৫৮ রানে। হারের পর ভারতের ব্যাটার জেমিমা রদ্রিগেজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দ্বিতীয় রানের ব্যাপারে নিশ্চিত ছিল নিউজিল্যান্ড এবং অ্যামেলিয়া দৌড়েছেও, যা প্রমাণ করে ওভার তখনো ডাকা হয়নি এবং আমরাও সেটাই ভেবেছি। মানে, আমরা রানআউটটি করতে পেরেছি। শেষ পর্যন্ত আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করি এবং এটা (রানআউট না দেওয়া) নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু ব্যাপারটা একটু কঠোর হয়ে গেছে। কারণ, অ্যামেলিয়া নিজেই চলে যাচ্ছিল। কারণ, সে জানত সে আউট।’ নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন বলেছেন, ‘আম্পায়ার ওভার ডেকেছেন, সেটা আমি শুনিনি। তবে অবশ্যই কখন বল ডেড বিবেচনা করা হবে, তা আম্পায়ারদের বিচক্ষণতার ওপর নির্ভর করে।’ ডিভাইন পরে আরও বলেছেন, ‘ক্রিকেট-ঈশ্বর আজ (গতকাল রাতে) আমাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’
তবে ঘটনার এখানেই শেষ নয়; ১৪তম ওভারের শেষ বলে ১ রান দেওয়ায় ১৫তম ওভারে স্ট্রাইকে থাকার কথা ছিল অ্যামেলিয়ার। কিন্তু সেই ওভারে প্রথম বলটি খেলেন ডিভাইন। আম্পায়ারা এ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেন। ডিভাইন ১ রান নিয়ে অ্যামেলিয়াকে স্ট্রাইক দেওয়ার পর তিনি আউট হন। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬০ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাড়া করতে নেমে ১৯ ওভারে ১০২ রানে অলআউট হয় ভারত।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও ‘ডেড বল’ নিয়ে আরও একটি ঘটনা দেখা গেছে। শ্রীলঙ্কার ইনিংসে নিলাকশিকা সিলভা সুইপ করতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি। এলবিডব্লুর আবেদনে আউট দেন আম্পায়ার। কিন্তু নিলাকশিকা রিভিউ নেওয়ার পর টিভি রিপ্লেতে দেখা যায়, বোলিংয়ের সময় বোলার নাশরা সান্ধুর কোমর থেকে রুমাল পড়ে গেছে। ব্যাটসম্যানের মনোযোগে তাতে ব্যাঘাত ঘটেছে মনে করে ডেলিভারিটি ‘ডেড’ ঘোষণা করায় বেঁচে যান লঙ্কান ব্যাটার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’