ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েও পারল না বাংলাদেশ
০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৬ এএম
কাগজে- কলমে ফেভারিট ছিল ইংলিশরাই। তবে বোলারদের সাফল্যে আশা দেখছিল বাংলাদেশ। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনরা অল্পতেই আটকে রেখেছিলেন।ব্যাটসম্যানদের ব্যর্থতায় অবশ্য রুপকথা লেখা হয়নি বাংলাদেশের।নাগালে এসেও পাওয়া হয়নি আসরের টানা দ্বিতীয় জয়।
টানা দ্বিতীয় জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ১১৯ রান।তবে সাদামাটা ব্যাটিংয়ে রান তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে।হার ২২ রানের।
শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। আর এক রান করে ভেঙে যায় এই জুটি। সপ্তম ওভারে রাবেয়া খান মাইয়া বুশিয়ারকে (২৩) নাহিদা আক্তারের ক্যাচ বানান।
পরের ওভারে ফাহিমা খাতুন ন্যাট স্কিভার-ব্রান্টকে (২) এলবিডব্লিউ করেন।এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক হিদার নাইটকে (৬) বোল্ড করেন রিতু মনি। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার ড্যানি উইয়াট হজের (৪১) উইকেট নেন নাহিদা আক্তার।
ফাহিমা ও নাহিদা পরে অ্যালিস ক্যাপসি (৯) ও ড্যানিয়েল গিবসনকে (৭) নিজেদের দ্বিতীয় শিকার বানান।
শেষ ওভারে চার্লিস ডিনকে (৪) স্টাম্পিং করে দ্বিতীয় উইকেট নেন রিতু মনি। নেমেই ইনিংসের একমাত্র ছক্কা মারেন সোফি এক্লেসটন। তিনি ৮ ও এমি জোন্স ১২ রানে অপরাজিত ছিলেন।ফাহিমা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। সমান উইকেট পান নাহিদা ও রিতু।
লক্ষ্যটা খুব বড় ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই পৌঁছে যাওয়া যেত ১১৯ রানের জয়ের লক্ষ্যে। কিন্তু জ্যোতিদের ব্যাটিং দেখে যে কেউ সন্দেহ করতেই পারেন তারা আসলেও সেই লক্ষ্য ভাঙার জন্যই খেলছিল কিনা। ২৭ রান তুলতেই ৮ ওভার শেষ হয়ে যায় টাইগারদের।শেষদিকে চেষ্ঠা করলেও ক্রমশ কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর জয় পাওয়া হয়নি বাংলাদেশের।
রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। ১৭ রানে দুই উইকেট হারানোর পর সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। কিছুটা স্লো খেললেও দারুণ ব্যাটিং করছিলেন তারা। কিন্তু স্কোরবোর্ডে ৫২ রান জমা হতেই নিগার (১৫) রান আউটের শিকার হন। অধিনায়কের আউটে ৪৪ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙ্গে। এরপর স্বর্ণাও (২) দ্রুত বিদায় নেন।
তবে আগের ম্যাচে অভিষেক হওয়া তাজ নেহারকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সোবহানা। দ্রুত রান তুলতে গিয়ে ২৫ রানের জুটি গড়ে আউট হন নেহার। শেষ তিন ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ৩৬ রানের। বড় রানের এই চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে লক্ষ্য থেকে অনেক আগেই থামতে হয় তাদের। সর্বোচ্চ ৪৪ রান এসেছে সোবহানার ব্যাট থেকে। সোবহানা এবং নিগার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
বাংলাদেশকে ধসিয়ে দিতে বল হাতে ভূমিকা রাখেন লিন্সে স্মিথ। ৪ ওভারে ১১ রান খরচায় তার শিকার দুটি উইকেট। এছাড়া চার্লি ডিন ২২ রানে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন সারাহ গ্লেন ও ড্যানি উইয়াট-হজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর