ফিরলেন আফ্রিদি, নেই স্টোকস
০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়ার পর আবার সুযোগ পেলেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। পিঠের সমস্যায় প্রায় ৯ মাস বাইরে থাকার পর টেস্ট একাদশে জায়গা ফিরে পেলেন আমের জামালও। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্ট শুরুর আগের দিন একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। গতকাল ঘোষিত তিন পেসারের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। দলের প্রয়োজনে অফ স্পিন করতে পারেন সালমান আলি আঘা।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে অভিষেক সিরিজে চমক দেখানোর পর আর টেস্ট খেলা হয়নি জামালের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরলেও তাকে একাদশে নেয়নি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন আফ্রিদি ও নাসিম। তাদের জায়গায় খেলা মোহাম্মদ আলি ও মির হামজার পাশাপাশি খুররাম শাহজাদও এবার জায়গা হারালেন। ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। অধিনায়ক শান মাসুদের মতে, এটিই তাদের সেরা একাদশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান বলেন, স্থিতিশীলতা আনতে একই ব্যাটিং লাইন-আপ নিয়ে খেলবেন তারা।
এদিকে, গত আগস্টে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বেন স্টোকস। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ইংল্যান্ড অধিনায়ক। ফলে তাকে ছাড়াই পাকিস্তানের মাটিতে মুলতান টেস্টে নামবে সফরকারীরা। গতপরশু ঘ্যোষিত দলে অনুপস্থিত স্টোকসের নাম। তার জায়গায় অধিনায়কত্ব করবেন অলি পোপ। ইংল্যান্ডের সবশেষ টেস্ট সিরিজেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। ওই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। স্টোকস না থাকায় একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। আড়াই বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। এশিয়ার মাটিতে তিনি শেষবার খেলেছিলেন ২০১৬ সালে।
এই সংস্করণে অভিষেক হতে যাচ্ছে ২৯ বছর বয়সী ডানহাতি পেসার ব্রাইডন কার্সের। তিনি এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ওলি স্টোন ও ম্যাথু পটসকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন একাদশে। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে হারলেও কার্স কাড়েন নজর। ওই সিরিজে তিনি ৯০ কিলোমিটারের আশেপাশে গতিতে বল করেন। তিন পেসার নিয়ে সাজানো একাদশে বাকি ফাস্ট বোলার হলেন গাস অ্যাটকিনসন। এছাড়া, দুজন বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়েছে। তারা হলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ ও অফ স্পিনার শোয়েব বশির। লিচ শেষবার টেস্ট খেলেছিলেন গত জানুয়ারিতে ভারতের মাটিতে।
আজ থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। মুলতানে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে প্রথম টেস্ট।
পাকিস্তান একাদশ : সাইম আইয়ুব, আব্দুল্লাহ শাফিক, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, আমির জামাল, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।
ইংল্যান্ডের একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ ও শোয়েব বশির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’