৩ ওভারে ৬৫ রান তুলে চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া
০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম
মন্থর উইকেটে রানের জন্য রীতিমত লড়াই করছিলেন ব্যাটাররা। কোচ ড্যারেন স্যামি ও অধিনায়ক ফাফ দু প্লেসির বার্তায় জেগে ওঠেন রোস্টন চেইস ও অ্যারন জোন্স। তিন ওভারেই দুজন মিলে তুললেন ৬৫ রান! তাদের ঝড়ো ব্যাটিংয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবার শিরোপা জিতেছে সেন্ট লুসিয়া কিংস।
প্রতিযোগিতাটির দ্বাদশ আসরের ফাইনালে বাংলাদেশ সময় সোমবার সকালে গত আসরের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করেছে সেন্ট লুসিয়া। ১৩৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১১ বল হাতে রেখে।
সেন্ট লুসিয়া জুকস থেকে সেন্ট লুসিয়া স্টার্স হয়ে এখন সেন্ট লুসিয়া কিংস, সব মিলিয়ে সিপিএলে সেন্ট লুসিয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম শিরোপা এটি। আইপিএলে পাঞ্জাব কিংসের স্বত্বাধিকারী নেস ওয়াদিয়া, প্রীতি জিনতাদের কনসোর্টিয়াম ২০২১ সালে কিনে সেন্ট লুসিয়ার এই ফ্র্যাঞ্চাইজি। আইপিএল, সিপিএল মিলিয়ে এই কনসোর্টিয়ামের প্রথম ট্রফি এটি।
৪৫ বছর বয়সী লেগ স্পিনার ইমরান তাহিরের দারুণ অধিনায়কত্বে প্রাথমিক পর্বে শীর্ষে থাকলেও ফাইনালে পারল না গায়ানা। ৪০ বছর বয়সী দু প্লেসির নেতৃত্বে শিরোপার স্বাদ পেল সেন্ট লুসিয়া। ট্রফি নিয়ে গোটা দলের সঙ্গে আবেগময় উল্লাসে উদযাপনে মেতে উঠলেন সেন্ট লুসিয়ারই সন্তান কোচ স্যামি।
টসে হেরে ব্যাটিংয়ে নামা গায়ানার হয়ে রান পাননি কেবল রহমানউল্লাগ গুরবাজ। বাকি সবাই রান পেলেও কেউই তেমন ঝড় তুলতে পারেননি। ১৮ ওভার শেষে গায়ানার রান ছিল কেবল ১০২। শেষ দুই ওভারে ডোয়াইন প্রিটোরিয়াস ও রোমারিও শেফার্ডের ঝড়ে রান আসে ৩৬। ১২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন প্রিটোরিয়াস, ৯ বলে ১৯ রানে শেফার্ড।
সেন্ট লুসিয়ার আফগান বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ তিন উইকেট নেন ১৯ রান দিয়ে। বাকি ৫ বোলারের প্রত্যেকে নেন একটি করে উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন দাভিদ ভিসা। ৩ ওভারে এই অভিজ্ঞ অলরাউন্ডার দেন ৩৪ রান।
মাঝবিরতিতে চলে নাচ-গান-উৎসব। এরপর শুরু হয় সেন্ট লুসিয়ার রান তাড়া। গায়ানার মতো তারাও শুরুতে যেন পেছন পানেই হাঁটতে থাকে। অভিজ্ঞ জনসন চার্লস ফেরেন ১০ বলে ৭ রান করে, অধিনায়ক ফাফ দু প্লেসির ব্যাট থেকে আসে ২১ বলে ২১। ব্যর্থ হন টিম সাইফার্টও (১০ বলে ৩)।
১০ ওভারে সেন্ট লুসিয়ার রান ছিল ৪ উইকেটে ৫১। এরপর শুরু চেইস-জোন্স জুটি। তাদের জুটির শুরুর ৫ ওভারে বাইন্ডারি হয়নি একটিও, রান আসে কেবল ২২।
ষোড়শ ওভারে চড়াও হন দুজন। মঈন আলির ওভার থেকে আসে ২৭ রান। পরে প্রিটোরিয়াসের ওভার থেকে আসে ১৮ রান।
৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জোন্স। গুরুত্বপূর্ণ একটি উইকেট নেওয়ার পর ২২ বলে অপাজিত ৩৯ রান করে ম্যান অব দা ম্যাচ রোস্টন চেইস।
১২ ম্যাচে ২২ উইকেটে নিয়ে ম্যান অব দা টুর্নামেন্ট নুর আহমাদ।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৩৮/৮ (মইন ১৪, গুরবাজ ০, হোপ ২২, হেটমায়ার ১১, পল ১২, সিনক্লেয়ার ১১, রিফার ১৩, শেফার্ড ১৯, প্রিটোরিয়াস ২৫*, মোটি ০*; পিয়ের ৪-০-২১-১, ফোর্ড ৩-০-১১-১, জোসেফ ৪-০-৩৫-১, নুর ৪-০-১৯-৩, চেইস ২-০-১৩-১, ভিসা ৩-০-৩৪-১)।
সেন্ট লুসিয়া কিংস: ১৮.১ ওভারে ১৩৯/৪ (দু প্লেসি ২১, চার্লস ৭, অগাস্তে ১৩, সাইফার্ট ৩, চেইস ৩৯*, জোন্স ৪৮*; মোটি ৪-০-২০-০, শেফার্ড ২.৫-০-২৯-১, সিনক্লেয়ার ১.১-০-৫-১, তাহির ৩.১-০-১৬-০, মইন ৪-০-৪১-০, প্রিটোরিয়াস ৩-০-২৫-১)।
ফল: সেন্ট লুসিয়া কিংস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ফাইনাল: রোস্টন চেইস।
ম্যান অব দা টুর্নামেন্ট: নুর আহমাদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প