স্যামসনের ৪০ বলে সেঞ্চুরি
১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম
মেহেদি হাসানকে তার মাথার উপর দিয়ে উঠিয়ে বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন সান্জু স্যামসন। ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
ইনিংসে ১০টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। এর মধ্যে রিশাদ হোসেনকে মারেন টানা ৫ ছক্কা।
৩০ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৬৬ রানে ব্যাটে আছেন সূর্যকুমার। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ইতোমধ্যে নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে ছুটছে। ইতোমধ্যে তারা যোগ করেছে স্রেফ ৬৬ বলে ১৬৭ রান।
সবশেষ: ভারত ১৩ ওভারে ১৯০/১।
৭.১ ওভারেই ভারতের একশ’
পাওয়ার প্লে শেষ ওভার করতে আসলেন তানজিম হাসান সাকিব। শেষ চার বলে সূর্যকুমার টানা তিন বাউন্ডারির পর শেষটি ওড়ালেন ছক্কায়। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলল ভারত।
পরের ওভারে সেই ধারা ধরে রাখেন স্যামসন। রিশাদ হোসেনকে টানা দুই বাউন্ডারির পর ছক্কা হাঁকিয়ে স্রেফ ২২ বলে ফিফটিতে পৌঁছে যান স্যামসন। বাংলাদেশের বিপক্ষে কোনো ভারতীয়র যা দ্রুততম ফিফটি।
তার মানে টানা সাত বলে বাউন্ডারি হাঁকালো ভারত- ৫টি চার ও দুটি ছক্কা। অষ্টম ওভারের প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করে দলীয় ১০০ পূর্ণ করল ভারত।
সবশেষ স্কোর: ভারত ৮ ওভারে ১১৩/১। স্যামসন ২৬ বলে ৫৯*, সূর্যকুমার ১৮ বলে ৪২*।
এসেই অভিষেককে ফেরালেন তানজিম
প্রথম সফলতার দেখা পেল বাংলাদেশ। বোলিংয়ে এসেই ভারতীয় ইনিংসে প্রথম আঘাত হানলেন তানজিম হাসান। তরুণ পেসারকে উঠিয়ে মারতে গিয়ে মিডউইকেটে মেহেদী হাসানকে ক্যাচ দেন অভিষেক শর্মা।
তৃতীয় ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারাল ভারত। তাসকিন আহমেদকে টানা চার হাঁকানো সান্জু স্যামসনের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
সবশেষ স্কোর: ভারত ৩ ওভারে ৩৫/১
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে পরিবর্তন দুটি।
হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।
বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। তাঁদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী।
একাদশে একটি পরিবর্তনের কথা জানালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর্শদিপ সিংয়ের জায়গায় এসেছেন রবি বিষ্ণই।
পিচ রিপোর্টার অভিনব মুকুন্দ মনে করেন, এটা দুইশ’ প্লাস স্কোর হওয়ার মতো উইকেট।
ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও একই অবস্থার মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। জয় দিয়ে তাই সফল শেষ করার আশা বাংলাদেশের।
আরেকটি কারণে বাংলাদেশের জন্য এই ম্যাচ বিশেষ। জাতীয় দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ এটি। সিরিজের প্রথম ম্যাচের পর অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই মিডলঅর্ডার। এই ম্যাচ দিয়েই ১৭ বছরের বেশি সময়ের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইতি টানবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।
গোয়ালিয়রের পর দিল্লিতেও ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে একছত্র দাপট দেখায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ার বাইপাইলে মার্কেটে আগুন
ঢাবি সাদা দলে ভাঙন, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
রাইখালীতে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা
বাঘায় রত্নগর্ভা হাসনা-হুদা দম্পতির ১২ সন্তান উচ্চ শিক্ষায় সফল
শহীদ জিয়ার মিঠাছড়া খাল খননে হাজারো কৃষকের ভাগ্য খুলেছিল ' - মীর হেলাল
ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ভিজিডির ৫১ বস্তা চুরি
গোলাপগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই জনকে জরিমানা ও কারাদণ্ড
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের
নিজ জমিতে যাওয়া হলো না সিলেটে এক ব্যবসায়ীর : হামলা করলো যূবদলনামধারী ভূমিখেকো চক্র
প্রতারণার দায়ে অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি
রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
‘ইসলাম প্রচার প্রসারে সউদী সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে’
টেলিটকের দুটি স্পেশাল ডাটা প্যাকেজের উদ্বোধন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব
এসিআই লিমিটেড ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে
এবার ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ
কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর
খুশদিলের শেষের ঝড়ে রংপুরের বড় সংগ্রহ