রেকর্ড পুনরুদ্ধার করে শাহিদির ২৪৬, রেকর্ড গড়ল আফগানিস্তানও
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
দুই দিন আগে হারানো রেকর্ড পুনরুদ্ধার করলেন হাশমতউল্লাহ শাহিদি। দুইশ’ পেরিয়ে খেললেন দেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। ক্যারিয়ারের প্রথম ফিফটিকে শতকে রূপ দিলেন আফসার জাজাই। সেঞ্চুরির পর ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ব্রায়ান বেনেট। ব্যাটাসম্যানদের আধিপত্যের ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছে ড্র।
বুলাওয়ায়ো টেস্টের শেষ দিন ২০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে রেকর্ড ৬৯৯ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ৫৮৬ রান করা জিম্বাবুয়ে ৪ উইকেটে তোলে ১৪২ রান।
টেস্টের শুরু থেকে শেষ দিনের প্রথম সেশন পর্যন্ত দুই দল মিলিয়ে যেখানে উইকেট পড়ে মোটে ১৪টি, সেখানে শেষ দুই সেশনেই পড়ে ১০ উইকেট!
দুই দিন আগে শাহিদির ২০০ রানের রেকর্ড ভেঙে ২৩৪ রানের ইনিংস খেলেছিলেন রহমত শাহ। নিজের দ্বিতীয় দ্বিশতক হাঁকিয়ে এবার ২৪৬ রানের ইনিংস খেলে রেকর্ড পুরনুদ্ধার করেন অধিনায়ক। ৪৭৪ বলের ইনিংসটি সাজান ২১টি চারে।
আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়েন শাহিদি। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ পঞ্চম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই সেঞ্চুরিকে ডাবলে রূপান্তর করলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষেই ২০২১ সালে আবু ধাবিতে করেছিলেন অপরাজিত ২০০।
জাজাই খেলেন ১৬৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ১১৩ রানের ইনিংস।
নিজেদের দশম টেস্টে ছয়শ রানের ঠিকানায় পা রাখল আফগানরা। এত কম টেস্টে প্রথমবার ছয়শ রান করতে পারেনি আর কোনো দল। আগের সর্বনিম্ন ১৯ ম্যাচ লেগেছিল পাকিস্তানের।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেনেট এবার চমক জাগিয়ে অফ স্পিনে ৯৫ রানে নেন ৫ উইকেট। জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন পল স্ট্রাং।
১১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে জিম্বাবুয়ে ৮৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। এরাপর অভিজ্ঞ দুই ব্যাটসম্যান শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে দিন শেষ করে তারা।
অনেকগুলো কীর্তি গড়া শাহিদিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫৮৬
আফগানিস্তান ১ম ইনিংস: (আগের দিন ৫১৫/৩) ১৯৭ ওভারে ৬৯৯ (শাহিদি ২৪৬, জাজাই ১১৩, শাহিদউল্লাহ ২৯*, ওমারজাই ০, জিয়া ৫, গাজানফার ৬, নাভিদ ০, জাহির ০; মুজারাবানি ২৮-৭-৫২-১, গুয়ান্ডা ৩৩-১-১৪২-১, নিয়ামহুরি ২৩-২-৮২-১, উইলিয়ামস ৩৫-১-১৪৫-২, মাভুটা ৪০-০-১৫২-০, বেনেট ২৮-১-৯৫-৫)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৩৪ ওভারে ১৪২/৪ (গাম্বি ২৪, কারান ৪১, কাইটানো ৫, উইলিয়ামস ৩৫, মেয়ার্স ৪, আরভিন ২২*; নাভিদ ৬-২-১৮-০, গাজানফার ৬-০-৩৪-১, জিয়া ৯-০-২৪-০, ওমারজাই ৩-০-৮-০, জাহির ১০-০-৪৩-২)
ফল: ড্র
সিরিজ: ২ ম্যাচের সিরিজে প্রথমটির পর ০-০ সমতা
ম্যান অব দা ম্যাচ: হাশমাতউল্লাহ শাহিদি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাসিকে দুদকের হানা, ধরা পড়ল অনিয়ম
দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের বিভিন্ন দাবী নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি
তালবাহানা চলবে না মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: শহিদুল ইসলাম বাবুল
সাউথইস্ট ব্যাংক থেকে ৫২৬ কোটি টাকা লুটপাট, কেয়া গ্রুপের বিরুদ্ধে ২ মামলা
এসএমপির সেই শাদিদ এখন যাচ্ছেন রংপুরে, কোন বাধাই ঘুষে বিরত রাখেনি তাকে
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার
লামায় স্কুল শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার
জবি ছাত্রদলের পদবঞ্চিতদের উগ্রতায় সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ
ফুলপুরে মার্কেটে হামলাসহ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন
রাবিতে অচলাবস্থা: শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, অফিসারদের কর্মবিরতির হুমকি
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল না করলে রোববার থেকে রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’
মির্জাপুরে গভীর রাতে দিনমুজুরদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও এসিল্যান্ড
ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডের বিষয়ে ইয়েমেনের সঙ্গে আলোচনায় ইরান
আচমকাই নিজের নাম পাল্টে ফেললেন ইলন মাস্ক, কিন্তু কেন?
শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: খেলাফত মজলিস
কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন
এবার নিউইয়র্কের নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলা
কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময়
দোয়ারাবাজারে সমাজসেবা দিবস পালিত
গাজায় ইসরাইলের হত্যার শিকার ২ বছরের কম বয়সি ১১০০ শিশু