মালদিনির রাতে জার্মান চমক
১৬ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
প্রথম দল হিসেবে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি। সোমবার রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় গ্রুপ ‘৩’ এর ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে জার্মানরা। বলের দখলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসমানের দল। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে চমক দেখিয়েছেন জার্মানির হয়ে অভিষেক হওয়া ফরোয়ার্ড জেমি লিওয়েলিং। ৬৪ মিনিটে তার করা বুলেট গতির শটে ডাচদের হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই প্রথম বারের মত নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাভারিয়ানরা। এই জয়ে চার ম্যাচে জার্মানির সংগ্রহ ১০ পয়েন্ট। আর তাতেই শেষ আট নিশ্চিত হয়েছে জার্মানির। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস জার্মানি।
এদিকে, ঘরের মাঠে ইসরাইলকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরো এগিয়ে গেলো ইতালি। ইতালির উদিনেসে গ্রুপ ‘২’এর ম্যাচে ৪-১ গোলে জয় পায় লুসিয়ানো স্পালেত্তির দল। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টিতে গোল করে খাতা খোলেন মাতেও রিতেগুই। এরপর ডি লরেঞ্জো দুটি এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি। ইসরাইলের হয়ে একমাত্র গোলটি করেন আবু ফানি। এই ম্যাচে ইতালির হয়ে দানিয়েলের অভিষেকে ইতিহাসে নাম লিখিয়েছে মালদিনি পরিবার। প্রথমবারের মতো ইতালি জাতীয় দলের হয়ে খেললো কোনও পরিবারের তিন প্রজন্ম। বাবা পাউলো মালদিনি ছিলেন ইতালিয়ান ফুটবল আইকন। তার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে ডাক পড়ে ছেলে দানিয়েল মালদিনির। দানিয়েলের আগে বাবা পাউলো মালদিনি ও দাদা সিজার মালদিনি জাতীয় দলে খেলেছেন। ইতালির অন্যতম কিংবদন্তির একজন পাউলো মালদিনি দেশের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন। যা একটা সময় ছিল রেকর্ড সর্বোচ্চ। পরে অবশ্য সেই রেকর্ড নিজেদের করে নিয়েছেন ফাবিও ক্যানাভারো ও পরে জিয়ানলুইজি বুফন। দাদা সিজার মালদিনি অবশ্য খেলেছেন ১৪টি ম্যাচ।
এদিন ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে রাসপাদোরির বদলি হয়ে মাঠে নামেন দানিয়েল মালদিনি। এ সময় ছেলের ইতিহাস গড়ার দিন মাঠে উপস্থিত ছিলেন পাউলো মালদিনি। ইতালির হয়ে ঐতিহাসিক এক নজির গড়ার পর জুনিয়র মালদিনি বলেছেন, ‘বলা যায় এটা খুবই শক্তিশালী ও ইতিবাচক অনুভূতি। আমি দারুণ খুশি এটা ভেবে যে, বদলি হয়ে নেমেছি, ম্যাচটা ভালো মতো শেষ হয়েছে। দেখে ভালো লাগছে মা-বাবাও এখানে উপস্থিত আছেন। বাড়ি যাওয়ার পর তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলবো।’
ইতালির বড় জয়ের রাতে কোয়ার্টার ফাইনালের পথে আরো একটি বড় বাধা পেরিয়েছে ফ্রান্স। ব্রাসেলসে স্বাগতিক বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। পেনাল্টি স্পট থেকে শুরুর গোলটি করেন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। প্রথমার্ধের স্টপেজ টাইমে লুইস ওপেন্দার গোলে সমতায় ফেরে বেলজিয়াম। খেলার ৬২ মিনিটে নিজের জোড়া গোলে ফ্রান্সের জয় নিশ্চিত করেন মুয়ানি। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। পরের রাউন্ড নিশ্চিত করতে পরের দুই ম্যাচ থেকে ইতালির প্রয়োজন মাত্র এক পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দেখেই কোয়ার্টার ফাইনালের পথে ফ্রান্স।
সুযোগ পেয়েই অভিষেকে সেঞ্চুরি কামরানের!
স্পোর্টস ডেস্ক : কামরান গুলামের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১৩ সালের মার্চে। সাড়ে ১১ বছর পর সেই কামরানের টেস্ট অভিষেক হলো আজ। আর অভিষেকেই সেঞ্চুরি করে মাতিয়ে দিলেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। পাকিস্তানের ১৩তম ব্যাটসম্যান হিসেবেই এই কীর্তি গড়লেন বাবর আজমের জায়গায় দলে সুযোগ পাওয়া কামরান। সব মিলিয়ে টেস্ট ইতিহাসের ১১৪তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে এই কীর্তিতে নাম লেখালেন এই ব্যাটার।
ম্যাচের দশম ওভারে পাকিস্তান ১৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামা কামরান তিন অঙ্ক ছুঁয়েছেন ৭৪তম ওভারের শেষ বলে। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটকে সøগ সুইপে লং অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পেয়ে যান খাইবার পাখতুনখাওয়ার ছেলে কামরান। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে কামরান করেছেন ১১৮ রান। ৭৯ রানে একবার ক্যাচ তুলেও বেন ডাকেটের ব্যর্থতায় বেঁচে যাওয়া কামরান ২২৪ বলের এই ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্বা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হারা পাকিস্তান দিনটা শেষ করেছে ৫ উইকেটে ২৫৯ রান তুলে। মোহাম্মদ রিজওয়ান ৩৭ ও আগা সালমান ৫ রান নিয়ে দিন শেষ করেছেন।
প্রথম টেস্ট যে উইকেটে খেলা হয়েছিল, দ্বিতীয় টেস্টেও খেলা হয়েছে সেই উইকেটেই। সেই উইকেটেই প্রায় ৭৫ ওভার টিকে ছিলেন কামরান। প্রথম দিনে ৫৭ ওভার বোলিং করেছেন ইংল্যান্ডের স্পিনাররা। প্রথম ওভারে ৫ রান দিলেও ইংলিশ বাঁহাতি স্পিনার জ্যাক লিচ পরের ওভারেই বোল্ড করে দেন আবদুল্লাহ শফিককে। পরের ওভারেও উইকেট পেলেন লিচ, এবার শিকার পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাজে শট খেলে শর্ট মিডউইকেটে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দেন মাসুদ। দিনের বাকি সময়টা শুধুই কামরানের। তৃতীয় উইকেটে সাইম আইয়ুবকে নিয়ে ১৪৯ রানের জুটি গড়েন। ১৬০ বলে ৭৭ রান করে সাইমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সৌদ শাকিল। ব্রায়ডন কার্সের বলে উইকেটকিপারকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৪ রান। দিনটা মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে প্রায় পাড়ই করে দিয়েছিলেন কামরান। ৬০তম প্রথম শ্রেণির ম্যাচে ১৭তম সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটসম্যান ফেরেন ৮৫তম ওভারে অফ স্পিনার শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৯০ ওভারে ২৫৯/৫ (কামরান ১১৮, সাইম ৭৭, রিজওয়ান ৩৭*; লিচ ২/৯২, কার্স ১/১৪, পটস ১/৩৬, বশির ১/৬৬)। (১ম দিন শেষে)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত