বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বরখাস্ত হাথুরুসিংহে, নতুন কোচ সিমন্স

আর কেমন বিদায় চেয়েছিলেন হাথুরু!

Daily Inqilab ইমরান মাহমুদ

১৬ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম


বাংলাদেশ থেকে জাতীয় দলের কোচদের বিদায় বরাবরই তিক্ততার জন্ম দেয়। সেটি ফুটবলে খুব বেশি আলোচনা না হলেও ক্রিকেটে এটা যেন ‘অমোঘ বানী’র মতো সত্য। চন্ডিকা হাথুরুসিংহের বেলায় সেটি তো হবারই ছিল! বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে যখন নতুনভাবে ঢেলে সাজছে নতুন বাংলাদেশ, বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ফারুক আহমেদের ইঙ্গিত সেটিকে তরান্বিত করেছে মাত্র। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। প্রথম দফার মতো এই লঙ্কানের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে গতকাল দায়িত্ব থেকে ‘কড়া হেড মাস্টারকে’ অব্যাহতি দিল দেশের ক্রিকেটে শীর্ষ সংস্থাটি। আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির মাস পাঁচেক বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ। সেই সাথে আপৎকালীন কোচের নামও ঘোষনা করেছে বিসিবি, ফিল সিমন্স।
গতকাল বিকেলে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনেই বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে। নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির। বিসিবি সভাপতি জানান, মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘আমাদের বর্তমান কোচের ব্যাপারে... দু-তিনটি ঘটনা ঘটেছে, যা আসলে খুব পীড়াদায়ক ছিল আমার জন্য, সাবেক ক্রিকেটার হিসেবে। দলের জন্যও খুব ভালো ব্যাপার ছিল না আর কী। সেদিক বিবেচনা করে তাকে আমরা শোকজ নোটিশ অ্যান্ড সাসপেনশন ফ্রম ডিউটি অ্যাজ হেড কোচ আজকে সার্ভ করেছি। এই প্রক্রিয়াগুলো খুব সহজ নয়, আইনী ব্যাপার থাকে। হাথুরুর সাসপেনশন হলো... ৪৮ ঘণ্টার একটা নোটিশ দিয়েছি। মিসকন্ডাক্টের কারণে যখন একটা কোচের বা কারও চাকরি যায়, তখন কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না নোটিশ দেওয়ার। তবে যেহেতু তিনি শুধু আমাদের কোচই নন, একজ আন্তর্জাতিক ব্যক্তি এবং এটা দেশের সীমানার বাইরে যাবে, এজন্য আমরা নিজেদের দেশের ও আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে চাই। এজন্য ৪৮ ঘণ্টার নোটিশ দিয়েছি। ইমিডিয়েট ক্ষেত্রে আমরা তাকে সাসপেন্ড করেছি, তার পর টার্মিনেশন হবে।’
বিসিবি প্রধান পরে আরও বিস্তারিত উল্লেখ করে জানান, ভারতে গত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলার সময় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তোলার অভিযাগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। দলের সেই সময়ের ট্রেনার নিক লি ও দুই-তিন ক্রিকেটার উপস্থিত ছিলেন সেখানে। দলের সিনিয়র ক্রিকেটারদের বিভেদে ভূমিকা রাখারও অভিযোগ আছে কোচের বিরুদ্ধে। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গঠিন তদন্ত কমিটির প্রতিবেদনেও এই ঘটনা উঠে এসেছিল বলে জানা গিয়েছিল। যদিও বরাবরের মতো মদদপুষ্টদের ‘দোষ আড়াল’ করার মানসিকতা দেখিয়ে আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা এড়িয়ে গেছেন বা অস্বীকার করেছেন। তবে এখন সেটিই আনুষ্ঠানিকভাবে সত্যি প্রমাণিত হলো। এছাড়াও চুক্তির শর্ত ভেঙে কোচ অতিরিক্ত ছুটি কাটিয়েছেন বলেও জানান ফারুক। তা ছাড়া চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বছরে যে কয়দিন ছুটি পাওনা, তিনি কাটিয়ে ফেলেছেন তার চেয়ে অনেক বেশি। চুক্তি অনুযায়ী বছরে ৪৫ দিন ছুটি পাওনা থাকলেও চলতি মেয়াদের প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭দিন এবং দ্বিতীয় বছরে এখন পর্যন্ত অতিরিক্ত কাটিয়েছেন ১৪ দিন। এসব ছুটি হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে নেননি বলে বিসিবি বিষয়টাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে। সব মিলিয়ে, ‘মিসকন্ডাক্ট উইথ আ প্লেয়ার অ্যান্ড মিসকন্ডাক্ট অ্যাজ আ এমপ্লয়ি’, দুই কারণেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে হাথুরুসিংহেকে নিয়ে।
নতুন কোচ সিমন্স ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি, তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকা পালন করেছেন। তার নতুন চ্যালেঞ্জ এবার বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে ৬১ বছর বয়সী এই কোচের দায়িত্ব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ক্যারিবিয়ান গ্রেটকে। আজই তার ঢাকায় চলে আসার কথা। ২০১৭ সালে প্রথম মেয়াদে হাথুরু বাংলাদেশ দলকে মাঝ পথে ছেড়ে যাওয়ার পর ডিসেম্বরে বিসিবিতে প্রেজেন্টেশনও দিয়েছিলেন সিমন্স। দায়িত্বটি তখন পাননি তিনি। এর দু’বছর পর রাসেল ডোমিঙ্গোকে কোচ নিয়োগের সময়ও সিমন্স সম্ভাব্যদের তালিকায় ছিলেন, বিসিবিতে সাক্ষাৎকারও দিয়ে গিয়েছিলেন। এবার সেই হাথুরুসিংহেকে বরখাস্ত করেই তার হাতে দলকে সঁপে দিচ্ছে বিসিবি।
গত আগস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল নিয়মিত। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে হাথুরুসিংহের কোচের প্রবল সমালোচকদের একজন ছিলেন তিনি। নানা সময়েই সেই ভাবনা তিনি তুলে ধরেছেন। দায়িত্ব নেওয়ার কদিন আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাথরুসিংহেকে বাংলাদেশের কোচের দায়িত্বে রাখার কোনো কারণ তিনি দেখেন না। বিসিবি সভাপতি হওয়ার পর গত প্রায় দুই মাসে নানা সংবাদ সম্মেলনে কোচ নিয়ে প্রশ্ন নিয়মিতই শুনতে হয়েছে ফারুককে। তিনি বারবার অনুরোধ করছিলেন অপেক্ষা করতে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তারা।
প্রথম দফায় ২০১৪ সালের জুনে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। তার দুই বছরের মেয়াদ পরে বাড়ানো হয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার কোচিংয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলাসহ ওয়ানডেতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ, স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও। তবে নানা বিতর্কেও তার নাম জড়াতে থাকে। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও ড্রেসিং রুমের আবহে অবনতি নিয়ে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। পরে ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই পদত্যাগ করেন তিনি। এর কিছুদিন পরই নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নেন সাবেক এই অলরাউন্ডার। কিন্তু সেখানেও নানা টানাপোড়েন ও বিতর্কে জের ধরে তিন বছরের চুক্তির মাঝপথেই বরখাস্ত করা হয় তাকে। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছিলেন তিনি।
গত বছরের ৩১ জানুয়ারি বিসিবি জানায়, আবার কোচের দায়িত্বে ফেরানো হচ্ছে হাথুরুসিংহেকে। দুই বছরের চুক্তিতে কাজ শুরু করেন তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে। এবারও শেষ পর্যন্ত মাঠের বাইরের নানা ঘটনা ও বিতর্ক কাল হলো তার জন্য। এই দফায় তার কোচিংয়ে ১০ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে জয়-হার সমান ৫টি করে। আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি সেখানে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দারুণ এক জয় এবং পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়। আবার শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার এবং কদিন আগে ভারত সফরে বিব্রতকর পরাজয়ের গ্লানিও আছে। ওয়ানডেতে জয় এসেছে ১৩টি, হার ১৯টি, পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ। গত বিশ্বকাপে প্রবল আশা নিয়ে গিয়ে চরম হতাশাজনক পারফরম্যান্স করে ফেরে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জয় ১৯টি, হার ১৫টি, পরিত্যক্ত এক ম্যাচ। এই সংস্করণেও গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। সব মিলিয়ে আর কতো ভালোভাবে বিদায় চাইতে পারেন হাথুরু!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইডেনে শুরু হচ্ছে ম্যাককালামের নতুন অধ্যায়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সাম্ভাবনা দেখছেন সৌম্য
পাঁচ ম্যাচ পর জয়ে ফিরলো চেলসি
সেমিতে বাংলাদেশের কাব্য
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম!
আরও

আরও পড়ুন

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

আনিসুল হকের আয়কর নথি জব্দ

আনিসুল হকের আয়কর নথি জব্দ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত