ইচ্ছা পূরণ হচ্ছে সাকিবের
১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
গত দু’দিন ধরে সামাজিক মাধ্যমগুলো সয়লাব একটি খবরে- দেশে আসছেন সাকিব আল হাসান। যদিও এই খবরের পক্ষে-বিপক্ষে দাঁড়িয়ে দুটি দল। সেটিকে না তাকিয়ে দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে রেখেই গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত ভারত সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন আছে কেবল একটি। জায়গা হারিয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদ। তার জায়গায় নেওয়া হয়নি কাউকে। খোঁজ নিয়ে জানা গেছে, আজ রাতেই দেশে ফিরছেন এই অলরাউন্ডার। অনেক অনিশ্চয়তা ও টানাপোড়েনের পর যদি শেষ পর্যন্ত সাকিব আসেন তাহলে দেশের মাটিতেই বিদায়ী টেস্ট খেলতে যাচ্ছেন দেশসেরা এই অলরাউন্ডার। সাদা পোশাকে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে পারবেন প্রিয় আঙিনাতেই।
ভারত সফরেই দ্বিতীয় টেস্টের আগে কানপুরে সাকিব জানান, প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই সংস্করণকে বিদায় জানাতে চান তিনি। তবে তার চাওয়া পূরণ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল প্রবল। দেশের রাজনৈতিক পালাবদলের পর হত্যা মামলায় আসামী করা হয় তাকে। দেশে ফেরা নিয়ে সংশয়ে ছিলেন তিনি নিজেও। বিদায়ের ঘোষণা দেওয়ার সময়ই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আকুতি জানিয়েছিলেন, নিরাপদে দেশে ফেরা ও পরে নির্বিঘেœ দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা চান তিনি। তার চাওয়ার প্রেক্ষিতে শুরুতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কণ্ঠে ছিল কঠিন বার্তা। সাকিবকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহবানও জানান ক্রীড়া উপদেষ্টা।
পরে সময়ের সঙ্গে তাদের কণ্ঠের সুর বদলে যায় অনেকটা। সাকিব কিছুদিন আগে ফেইসবুকে দীর্ঘ বার্তায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি নিজের অবস্থান তুলে ধরেন। ক্রীড়া উপদেষ্টা মন্তব্য করেন, সাকিবের দেশে ফেরা ও বাইরে যাওয়ায় কোনো সমস্যা তিনি দেখেন না। সবকিছুতেই ফুটে উঠছিল, সাকিবের দেশে ফেরার পথ সুগম হচ্ছে। সেটিই নিশ্চিত হলো দল ঘোষণার পর। দেশের ‘হোম অব ক্রিকেট’ থেকে, ভক্ত-সমর্থক ও ক্রিকেট অনুসারীদের সামনে থেকেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারবেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
২০০৭ সালের মে মাসে ভারতের বিপক্ষে চট্টগ্রামে যে পথচলা শুরু হয়েছিল, ১৭ বছরের বেশি সময় পর শেষ হবে মিরপুরে। অনেক মাইলফলক-রেকর্ডকে সঙ্গী করে, বাংলাদেশের ক্রিকেটকে অনেক ‘প্রথম’ অর্জনের স্বাদ দিয়ে টেস্ট ইতিহাসের সেরা অলরাউন্ডদের একজনের সমৃদ্ধ ক্যারিয়ার শেষ হবে ৭২ টেস্টে। টেস্টে সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য খুব একটা ভালো নয়। এমনকি স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তোলা যায়। তবে বিদায়ী ম্যাচ একটি খেলতে চাওয়ার অধিকার হয়তো তিনি অর্জন করেছেন তার ক্যারিয়ার দিয়েই।
ভারত সফরে দুই টেস্টে বাংলাদেশর পারফরম্যান্স খুব ভালো না হলেও দলে তেমন পরিবর্তন আনেননি নির্বাচকরা। সবশেষ ৯ ইনিংসে ফিফটি না করা ওপেনার জাকির হাসান টিকে গেছেন দলে। ভারতে খেলার সুযোগ না পেলেও জায়গা ধরে রেখেছেন কিপার-ব্যাটসম্যাস জাকের আলি। বাদ পড়েছেন শুধু ভারতের বিপক্ষে কানপুর টেস্টে খরুচে বোলিং করে উইকেটশূন্য থাকা পেসার খালেদ। স্কোয়াডে এরপরও পেসার আছেন তিনজন-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। চোটের কারণে ভারতে টেস্ট সিরিজে না থাকা পেসার শরিফুল ইসলাম নেই মিরপুর টেস্টেও।
আগামী সোমবার থেকে মিরপুরের শেরাবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টাইগার কোচ হিসেবে ফিল সিমন্সের প্রথম ম্যাচ হবে এটিই। গতপরশু চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার দিনই ঘোষিত অন্তর্বর্তীকালীন এই ক্যারিবিয়ান কোচ গতকালই এসে যোগ দিয়েছেন শিষ্যদের সঙ্গে। একই ফ্লাইটে সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারাও। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দ.আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দল ঘোষণা
মিরপুর টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত