আইনি লড়াইয়ে হাথুরু-বিসিবি!
১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
৪৮ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই দিন আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে। অবশেষে তাকে পাকাপাকিভাবে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাতিল করা হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও। গতকাল দুপুরে জরুরি এক জুম মিটিংয়ে হাতুরাসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করে বিসিবি। দেশে থাকা পরিচালকরা জুম মিটিংয়ে বসেছিলেন আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে থাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
গত মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানান বিসিবি সভাপতি। পাশাপাশি বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের ঘোষণাও দেন তখন। বেশ কিছু বিষয়ে তার উপর অসন্তুষ্ট থাকায় হাথুরুকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও বলেন তিনি। তবে এই চিঠি বিসিবির কাছে পরের পদক্ষেপ নেওয়ার ¯্রফে একটা আনুষ্ঠানিকতা। জবাব যাই হোক না কেন তাকে চাকরীচ্যুত করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বিসিবি। তবে সময় বেধে দেওয়া হয় ৪৮ ঘণ্টার বেশ আগেই চিঠির জবাব দিয়েছেন হাথুরুসিংহে। যেসখানে কি আছে বিস্থারিত না বললেন তিনি জানান, ‘হ্যাঁ আমি চিঠির জবাব দিয়েছি।’ হাথুরুসিংহে তার আইনজীবীর পরামর্শে চিঠির জবাব দিয়ে অপেক্ষা করছেন বিসিবির পরের পদক্ষেপের। বিসিবি তাকে চাকরীচ্যুত করলে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলবেন এই লঙ্কান।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন এক ক্রিকেটারকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ আনা হয় হাথুরুসিংহের বিপক্ষে। সেই সঙ্গে বোর্ডকে না জানিয়ে বরাদ্দের বেশি ছুটি কাটানোও অসদাচারণ হিসেবে দেখছে বিসিবি। এই দুই অভিযোগেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সম্পর্কে হাথুরুসিংহের ভাষ্য, এগুলো ¯্রফে অভিযোগ, ঠিক সময়ে জবাব দেবেন তিনি। পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের ইতিহাসের সফলতম কোচ সতর্ক পথে আইনি লড়াই করতে পারেন।
বাংলাদেশ জাতীয় দলে দুই দফা কোচ ছিলেন হাথুরুসিংহে। প্রথম দফায় ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। তবে চুক্তির মাঝপথে চাকুরী থেকে অব্যাহতি দেন তিনি। তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মূলত শ্রীলঙ্কার কোচ হওয়ার জন্য সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তবে খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি নিজ দেশে। এরপর ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে আবার হাথুরুসিংহকে কোচের পদে ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের অধীনে থাকা তৎকালীন ক্রিকেট বোর্ড। তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়ে। অর্থাৎ সেই মেয়াদ ছিল আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এর আগেই বরখাস্ত করা হলো এই কোচকে।
বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী এখন আইসিসি বৈঠকে যোগ দিতে দুবাইয়ে। তারা ফিরলেই হাথুরুর চিঠিতে কি আছে সেটি যেমন জানা যাবে, তার পাশাপাশি বিসিবিও ঠিক করতে পারবে নিজেদের করণীয়। তবে চুক্তি সম্পন্ন হবার আগেই তাকে ‘নিয়মবহির্ভূত’ বরখাস্ত করায় হাথুরু যে আদালতের স্মরণাপন্ন সেটি অনেকটা অনুমেয়ই। শ্রীলঙ্কার হেড কোচের পদ থেকে বরখাস্ত করার পর নিজ দেশের ক্রিকেট বের্ডকেও যে আদালতে নিতে ছাড়েননি হাথুরু!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত