সেই ব্যাঙ্গালুরুতেই ভারতের ৪৬ রানের লজ্জা!
১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
টিভি পর্দায় চোখ রাখলে তবু বিশ্বাস-অবিশ্বাসের ঘোরে পড়ে যেতে পারেন অনেকেই। আসলে কী ভারতের স্কোরকার্ড এটি! সেই অবিশ^াস কাটাতেই কি-না ধারাভাষ্য কক্ষে থাকা হার্শা ভোগলে বললেন, ‘দয়া করে চোখ কচলাবানে না, যা দেখছেন, সেটিই সত্যি...।” ঘোর থাকলেও তাতে ইতিহাস গড়া হয়েই গেছে। ভারতের প্রবল পরাক্রমশালী ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কিউই পেসারদের নিখুঁত লাইন-লেংথ, দুর্দান্ত সুইং ও সিম বোলিং আর ফিল্ডারদের অসাধারণ ক্যাচে দেশের মাঠে সবচেয়ে কম রানে গুটিয়ে গেছে রোহিত শার্মার দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে গতকাল ৪৬ রানেই অলআউট ভারত। স্বাগতিক শিবির যেখানে অল্পে গুটিয়ে গিয়েছে সেখানে নিজেদের প্রথম ইনিংসে দাপট দেখাতে শুরু করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে এরমধ্যেই ১৩৪ রানে এগিয়ে আছে সফরকারীরা।
সেই ১৯৩৩ সাল থেকে টেস্ট ক্রিকেট আয়োজন করছে ভারত। ইতিহাসে এই প্রথম তাদের মাঠে কোনো দল পঞ্চাশের নিচে গুটিয়ে গেল। আগের সর্বনিম্ন ছিল ২০২১ সালে নিউজিল্যান্ডের ৬২। ১৫ রানে ৫ উইকেট নিয়ে ভারতের মূল হন্তারক ম্যাট হেনরি। টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু করা উইল ও’রোকের শিকার ২২ রানে ৪ উইকেট। ভারতের প্রথম আট ব্যাটসম্যানের পাঁচজনই ফেরেন শূন্য রানে। দেশের মাঠে ভারতের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ৭৫ রান। দেশ-বিদেশ মিলিয়ে টেস্টে ভারতের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে তারা গুটিয়ে গিয়েছিল ৩৬ রানে, ১৯৭৪ সালে লর্ডসে তাদের ইনিংস থেমেছিল ৪২ রানে। তবে এবার দেশের মাঠে ভারতের এমন ব্যাটিং ধস একদমই অভাবনীয়। সবশেষ টেস্টে কানপুরে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পরও চমকপ্রদ বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ জিতে নিয়েছিল তারা। সেই দল এবার দেখাল উল্টো চিত্র।
ব্যাঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনের খেলা শুরু হয় মেঘলা আকাশের নিচে। উইকেটও ছিল কিছুটা স্যাঁতস্যাঁতে। রোহিত তবু টস জিতে ব্যাটিং বেছে নেন। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিতেন টম ল্যাথামও। ভারতের দুঃস্বপ্নের শুরু হয় রোহিতকে দিয়েই। নেতৃত্ব হারানোর পর প্রথম টেস্ট খেলতে নামা টিম সাউদি স্বপ্নের মতো এক ডেলিভারিতে বোল্ড করে দেন ভারতীয় অধিনায়ককে। বলটি পিচ করে এতটা ভেতরে ঢোকে যে, কোনো অফ স্পিনারকেও চমকে দিতে পারে তা। শুবমান গিল না থাকায় আট বছরের বেশি সময় পর তিন নম্বরে নামেন ভিরাট কোহলি। তাকে শূন্য রানে ফিরিয়ে শিকার শুরু করেন ও’রোক। কোহলির টেস্ট ক্যারিয়ারের ১৫তম শূন্য সেটি। সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল তার তিন বছর আগে ট্রেন্ট ব্রিজে। পরের ওভারেই ম্যাট হেনরি ফেরান সারফারাজ খানকে। মিড অফে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন ডেভন কনওয়ে। ফিট না থাকা গিলের জায়গায় একাদশে ফেরা ব্যাটসম্যান রানের দেখা পাননি। তিন সপ্তাহ আগে কানপুরে তিন ওভারে ফিফটি করে ফেলা ভারত এবার প্রথম ১২ ওভারে বাউন্ডারিই মারতে পারেনি।
বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে আবার। বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেটের বৃষ্টিও শুরু হয় আবার। এজাজ প্যাটেলের দারুণ ক্যাচে বিদায় নেন ইয়াসাসভি জয়সওয়াল। কানপুরে ৫১ বলে ৭২ রান করা ব্যাটসম্যান এবার ১৩ রান করেন ৬৩ বল খেলে। এক প্রান্তে রিশাভ পান্ত টিকে থাকলেও আরেক প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। রান করতে পারেননি লোকেশ রাহুল, বাজে শটে ফেরেন রাভিন্দ্রা জাদেজা, প্রথম বলেই আউট রবিচন্দ্রন অশ্বিন। পান্তের লড়াই শেষ হয় ৪৯ বলে ২০ রান করে। ভারতের কিপার-ব্যাটসম্যানকে ফেরানোর পর হেনরি অসাধারণ এক ক্যাচে আউট করেন জাসপ্রিত বুমরাহকে। উইল ও’ রোক ও ম্যাট হেনরি, দুজনেরই উইকেট তখন চারটি করে। কুলদিপ ইয়াদাভকে ফিরিয়ে পঞ্চম শিকার ধরার পাশাপাশি টেস্টে একশ উইকেটও পূর্ণ করেন হেনরি। এবার চোখধাঁধানো ক্যাচ নেন বদলি ফিল্ডার মাইকেল ব্রেসওয়েল। ব্যাঙ্গালুরুর দর্শকদের হতভম্ব করে ভারত থমকে যায় ৪৬ রানে।
দ্বিতীয় দিনের খেলাও শেষ হয়েছে ১১ ওভার বাকি থাকতেই। তারপরও বড় লিড নিয়েছে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই লিড এনে দেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম। ৬৭ রানের জুটি গড়েন এ দুই ওপেনার। ল্যাথামকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এ জুটি ভাঙেন কুলদিপ যাদব। ৪৯ বলে ১৫ রান করেন অধিনায়ক। এরপর উইল ইয়ংয়ের সঙ্গে ৭৫ রানের আরও একটি জুটি গড়েন কনওয়ে। ইয়ংকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তার ক্যাচ ফাইন লেগে যখন ধরেন কুলদিপ, ততোক্ষণে নিউজিল্যান্ডের লিড ছাড়ায় একশ। ৭৩ বলে ৩৩ রান করেন ইয়ং। অবশ্য দ্রুত আরেক সেট ব্যাটার কনওয়েকে তুলে নিয়ে পারে স্বাগতিকরা। তাকে বোল্ড করে দেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১০৫ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৯১ রান করেন তিনি। এরপর দলের হাল ধরেন রাচীন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে অপরাজিত রয়েছেন দুই ব্যাটারই। রাচীন ২২ ও মিচেল ১৪ রানে ব্যাটিং করছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত