সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করেন ক্রীড়া উপদেষ্টা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ এএম

ছবি: ফেসবুক

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলুক সাকিব আল হাসান- ব্যক্তিগতভাবে এমন চাওয়া ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার পরও বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে দেশে ফিরতে নিরুৎসাহিত করেন আসিফ নিজেই। এর কারণও ব্যাখ্যা করলেছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।

ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে রওনাও হয়েছিলেন তিনি। কিন্তু দুবাইয়ে এসে থমকে যায় সেই যাত্রা। নিজের নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত ফেরা হচ্ছে না বলে নিজেই জানান গণমাধ্যমকে। নিরাপত্তার কথা ভেবেই সংশ্লিষ্টরাই যে তাকে এমন পরামর্শ দিয়েছেন সেটাও জানান তিনি।

তবে এ ব্যাপারে বিসিবি বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার রাতে ক্রীড়া উপদেষ্টার বিবৃতিতে অনেকটাই পরিষ্কার হয়েছে বিষয়টা।

“আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে, যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।”

“সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোরোপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।”

সদ্য শেষ হওয়া ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে সাকিব ঘোষণা দিছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। এজন্য বার বার সামনে এনেছেন নিরাপত্তার প্রসঙ্গ। হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফেরা ও পরে নির্বিঘ্নে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়ে জানিয়েছিলেন আকুতি।

তবে বিসিবি সভাপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শুরুতে কঠোর বার্তা দিলেও সাকিব ছাত্র-জনতার আন্দোলনে নীরব ভূমিকার জন্য ফেসকুব পোস্টে দুঃখ প্রকাশের পর সবার সুর নরম হতে থাকে। কদিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, সাকিবের দেশে ফেরা ও পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়ায় কোনো বাধা তিনি দেখেন না। দেশের ক্রিকেটের সেরা তারকাকে মাঠের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তাও তিনি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বুধবার মিরপুর টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াডে ৩৭ বছর বয়সী ক্রিকেটারকে রাখেন নির্বাচকরা।

তবে গত কয়েক দিন ধরে মিরপুরে স্টেডিয়ামের আশেপাশে চলছে নানা চৎপরতা। হয়েছে সাকিবের বিরুদ্ধে দেয়াল লিখন। স্লোগান, মিছিলও হয়েছে। সাকিবের পক্ষে ও বিপক্ষে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এবং কিছুটা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বুধবার সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়। তার দেশে ফেরা ঠেকাতে ফেসবুকে খোলা হয়েছে ইভেন্ট, বৃহস্পতিবার বিসিবিতে স্মারকলিপি দেওয়ার ঘটনাও ঘটেছে।

সব মিলিয়ে সাকিব দেশে ফিরলে মিরপুর ও এর আশেপাশে নিরাপত্তার অবনতি দেখা দেওয়া শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যে এমন অবস্থা বিশ্ব মঞ্চে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। এমন ভাবনা থেকেই সাকিবকে আপাতত দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়।

আইসিসির সভায় অংশ নিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন আছেন দুবাইয়ে। ঠিক যেখানে এসে থমকে গেছে সাকিবের দেশে ফেরার পথ।

গণ-অভ্যুত্থানের মুখে গত অগাস্টে পতন হওয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। এরপর তার নামে ঢাকার আদাবর থানায় হয়েছে হত্যা মামলা।

মামলায় জড়িত হওয়ার পরও অবশ্য দেশের হয়ে খেলেছেন পাকিস্তান ও ভারত সফরে। বিসিবি ও সরকারের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিবের খেলতে বাধা নেই। তারই ধারাবাহীকতায় ছিলেন আগামী ২১ অগাস্ট থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলেও।

সবকিছু যখন পক্ষেই ছিল তখন আবারও বদলে গেল দৃশ্যপট। তার মানে ৭১ টেস্টেই হয় থেমে যেতে পারে সাকিবের টেস্ট ক্যারিয়ার।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজের পর দেশের মাঠে বাংলাদেশের পরের টেস্ট আগামী বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে।

আসছে বিপিএলে সাকিবের খেলার কথা চিটাগং কিংসের হয়ে। সেটাই এখন ঝুলে গেল অনিশ্চয়তার সুতোয়।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইডেনে শুরু হচ্ছে ম্যাককালামের নতুন অধ্যায়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সাম্ভাবনা দেখছেন সৌম্য
পাঁচ ম্যাচ পর জয়ে ফিরলো চেলসি
সেমিতে বাংলাদেশের কাব্য
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম!
আরও

আরও পড়ুন

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

আনিসুল হকের আয়কর নথি জব্দ

আনিসুল হকের আয়কর নথি জব্দ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত